পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব শান্তি স্থাপনে আহমদীয়া মুসলিম জামাত :

ছবি
৬৮ তম বাৎসরিক  আহমদীয়া মুসলিম জামাত ইব্রাহিমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। *যুদ্ধ নয় শান্তি চাই* - LOVE FOR ALL HATRED FOR NONE  আহমদীয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মীর্যা গোলাম আহমদ ই হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) এর ভবিষ্যৎ বানী অনুযায়ী শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষ। তিনি ১৮৮৯ সালে আল্লাহতালার কর্তৃক বানী প্রাপ্ত হয়ে এই পবিত্র ইসলামী জামাতের ভিত্তি স্থাপন করেন। আহমদিয়া মুসলিম সম্প্রদায় একটি ছোট সম্প্রদায় এটি ইসলামের প্রকৃত শিক্ষার পতাকা বহন করে এবং এর প্রতিনিধিত্ব করে থাকে বিশ্বে বসবাসকারী প্রত্যেক আহমদি সেই দেশের অভ্যন্ত বিশ্বভ নাগরিক এবং সেই দেশকে ভালোবাসে। আর এটি আমাদের নবি হজরত মহম্মদ সাঃ এর শিক্ষার কারনে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে "দেশ প্রেম বিশ্বাসের অঙ্গ" (তফসীর হাক্কি সুরা আল কাব্বাস: ৮৬) আহমদীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলেন, 'বিশ্ব প্রতিপালক (আল্লাহ) তাঁর উপর দুইটি দায়ীত্ব অর্পণ করেছেন। একটি হলো স্রষ্টার অধিকার, আর একটি হলো সৃষ্টির অধিকার।" তিনি আরও বলেন “সৃষ্টিকর্তা ও সৃষ্ট জীবের ম

মুরশিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির :

ছবি
মুরশিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। জানা গেছে 2005 সাল থেকে এই রক্তদান শিবির এর সূচনা হয় প্রত্যেক বছর প্রায় 50 জনের বেশি ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করে।২০২০ সাল থেকে করণা মহামারীর কারণে দু'বছর বন্ধ ছিল। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির মুর্শিদাবাদ আদর্শ  মহাবিদ্যালয়ের তৎপরতায় এবং NSS ও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজন করা হয় এবারো প্রায় একশর কাছাকাছি ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্ত দান করতে এগিয়ে আসে। তাদের এই মহানুভব এবং উদার মানসিকতা খুশি মুরশিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়এর প্রিন্সিপালেরা। তারা চাই তাদের ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছায় দান করা রক্তে গরীব দুস্থ ও থ্যালাসেমিয়া রোগীরা উপকৃত হোক ।এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির কে আরো বড় করে আগামীতে এগিয়ে নিয়ে যেতে চাই মুরশিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় ।

ভোররাতে অভিযান চালিয়ে ইসলামপুর থানা এলাকায় অস্ত্র উদ্ধার :

ছবি
গত শুক্রবার রাত্রের ঘটনা আমাদের চ্যানেলে দেখানো হয়েছিল ইসলামপুর থানার পুলিশ একটি ৭ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে !ঠিক তিনদিন পর গতকাল  অর্থাৎ সোমবার রাত্রে আবারও মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলমের তৎপরতায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার নুনচা গ্রামে হানা দিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ জানা গেছে ওই ব্যক্তির নাম মইজ উদ্দিন মন্ডল নুঞ্চা গ্রামেরই বাসিন্দা বয়স 36 বছর । ইসলামপুর থানা এলাকায় পরপর এরকম ঘটনা ঘটেই চলেছে কি কারনে এত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসলামপুর বাসির মনে। আগামী দিনে কোন বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে নাতো  ইসলামপুর বাসিকে? সংশয় থেকেই যাচ্ছে ইসলামপুরের একাংশ মানুষের মধ্যে।

সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা ভারত দফা দাবির ভিত্তিতে বন্ধের সমর্থনে ডোমকল এরিয়া কমিটির পক্ষ থেকে হাট-বাজার দোকান-পাট অফিস-আদালত বন্ধের আবেদন ও অনুরোধের সহিত। বিশাল মিছিল সহযোগে রাজপথ এবং ডোমকল শহর পরিক্রমা করা হলো।

ছবি
সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা ভারত জুড়ে 18 দফা দাবির ভিত্তিতে দুদিনের ধর্মঘট  সমর্থনে ডোমকল এরিয়া কমিটির পক্ষ থেকে হাট-বাজার দোকান-পাট অফিস-আদালত বন্ধের আবেদন ও অনুরোধের সহিত। বিশাল মিছিল সহযোগে রাজপথ এবং ডোমকল শহর পরিক্রমা করা করল বামফ্রন্ট একাধিক কর্মীরা।  অন্যদিকে বহরমপুর এর চিত্র  অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল তারই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুধুমাত্র যানচলাচল অন্যদিনের তুলনায় কিছুটা কম ছিল। কিন্তু অফিস-আদালত খোলা থাকলেও যান চলাচল ব্যাহত কারণে কর্মীরা অনেকেই অফিসে হাজির হতে পারেনি তাই স্বল্প কর্মী নিয়ে সমস্ত সরকারি দপ্তর নিয়মিতভাবে খোলা ছিল।

পেট্রোল ডিজেলের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপুরে তৃণমূলের প্রতিবাদ সভাঃ

ছবি
  এক সপ্তাহে পেট্রোপণ‍্যের লাগাম ছাড়া মূল‍্য বৃদ্ধির  প্রতিবাদে আজ মমতা ব‍্যানার্জীর নির্দেশমত সারা রাজ‍্যের মতো রাজপুরে তৃণমূল  ছাত্রযুব উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করাহয়।এইমিছিল শুরু হয় হরহরীতলা থেকে শেষ হয় এটলাস পেট্রোল পাম্প মোড়ে।মিছিল শেষে এদিন এটলাস মোড়ে পথসভা করা হয় এই সভায় উপস্থিত  ছিলেন ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক  জেলা সভাপতি  অভীক মজুমদার, রাজপুর টাউন তৃণমূল  সভাপতি  শিবনাথ ঘোষ, রাজপুর টাউন তৃণমূলের  যুব সভাপতি প্রতীক দে ছাত্র পরিষদ সভাপতি  প্রীতম ভট্টাচার্য্য, জেলা ছাত্র পরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ  বনিক প্রমুখ।  এদিন অভীক বাবু বক্তব‍্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রে যে সরকার  আছে তারা কোন দিন জন দরদি ছিলনা তাদের ভুল সিদ্ধান্তের জন‍্য আজ সাধারণ  মানুষ অসহায়  তাই তাদের পাশে দাড়াতে মমতা ব‍্যানার্জী নেতৃত্বে  তাদের এই আন্দোলন। 

৪৮ ঘন্টার বনধে রাজপুরে পথ অবরোধ বাম কর্মী সমর্থকদের :

ছবি
   কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরনের   বিলগ্নীকরনের প্রতিবাদে  বামেদের  ডাকা বন্ধে  ব্যাপক সাড়া  পড়েছে একদা বামপন্থী গড়  বলে পরিচিত  রাজপুর সোনারপুরে এদিন সকালে  রাজপুর  মোড়ে  বাম  কর্মী  সমর্থকরা  বন্ধের  সমর্থনে  পথ অবরোধ  করেন  ফলে  কিছু সময়ের  জন্য  নেতাজি  সুভাষ বোস  রোড করে কিছুটা অবরুদ্ধ  হয়ে পড়ে । এদিন  বাম কর্মী সমর্থকদের  একটাই  দাবী  ছিল  কেন্দ্রের  জনবিরোধী নীতি  অবিলম্বে  প্রতাহার  করতে হবে ।

সোনারপুরে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজক পল্লব কান্তি ঘোষঃ

ছবি
  জেলা তৃণমূল  জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব কান্তি ঘোষের উদ্যোগে এদিন সোনারপুর খুরিগাছিতে হয়ে গেল স্বাস্থ্য  ও চক্ষু  পরীক্ষা  শিবির।  এদিন এ উপলক্ষ্যে  উপস্থিত  ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম,  জেলা সভাপতি  শুভাশীষ চক্রবর্তী, পৌরমাতা দীপালি নস্কর, তৃণমূল  বঙ্গজননী নেত্রী শিখা মিত্র, সহ বিশিষ্ট  তৃণমূল  নেতৃত্ব। এদিনের এই  শিবিরে এলাকার বহু মানুষ তাদের স্বাস্থ‍্য ও চক্ষু পরীক্ষা করেন  l

গতকাল রাত্রি নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের তৎপরতায় উদ্ধার হলো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি :

ছবি
গতকাল রাত্রি নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের তৎপরতায় উদ্ধার হলো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী উত্তর গোপালপুর গ্রামে হানা দিয়ে এক দুষ্কৃতী কে আটক করে । ঐ দুস্কৃতীর নাম বিসু সেখ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি 7.65 পিস্তল এবং দুই রাউন্ড গুলি কিন্তু কি উদ্দেশ্যে ওই ব্যক্তি পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ আজ শনিবার সকালবেলায় ওই দুষ্কৃতী কে লালবাগ মহকুমা  আদালতে তোলা হয়. ওই ব্যক্তির কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা এবং কি বিষয়ে সে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা জানার জন্য ইসলামপুর থানার পুলিশ মহামান্য আদালতের কাছে 5 দিনের রিমান্ড চাইলে তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় বর্তমানে তাকে ইসলামপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কি তার উদ্দেশ্য ছিল কোনো মানুষ খুন না কাউকে লুট করার উদ্দেশ্য: না তিনি কোনো জ্ঞ্যাঙ ডাকাতি সঙ্গে যুক্ত আছে। সবকিছুই পরিষ্কার হবে! কিন্তু একটু সময়ের অপেক্ষা

কলকাতা স্টক মার্কেটের গল্প নিয়ে আসছে "মানি মাফিয়া"

ছবি
  প্রথমবার কলকাতার স্টক মার্কেটের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে মানি মাফিয়া। সত্যজিৎ দাস এর পরিচালনায় বাংলা চলচ্চিত্র প্রেমীদের এক্স নতুন সিনেমাতে আসছে কলকাতা স্টক মার্কেটের নতুন নতুন অজানা গল্প নিয়ে বাংলা সিনেমা মানি মাফিয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মানা, জয় সেনগুপ্ত, অনিন্দ্য পুলক ব্যানার্জি, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার, অভিজিৎ দাস , বিশ্বজিৎ চক্রবর্তীর মত স্বনামধন্য অভিনেতারা।  Refflix entertainment Pvt Ltd. এর প্রযোজনায় সত্যজিৎ দাস এর পরিচালিত ছবি প্রকাশ নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। কলকাতা স্টক মার্কেটের অন্দরমহলের অজানা তথ্য নিয়ে সম্প্রতি মুক্তি পেতে চলেছে মানি মাফিয়া। যার শুটিং ইতিমধ্যেই চলছে। কলকাতা সহ পার্শ্ববর্তী বেশকিছু জায়গাতে এই ছবির শুটিং হচ্ছে। বহুদিন পর দর্শকদের আলাদা এক ভিন্ন স্বাদ দিতে আসছে মানি মাফিয়া।

ট্রাফিক পুলিশদের মধ্যাহ্নভোজ আয়োজনে দক্ষিণ বরাহনগর তৃণমূল ছাত্র পরিষদ :

ছবি
 দিন কি রাত । সর্বখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি সঠিক ভাবে চলাফেরা করছে কিনা যারা ওয়াকিবহাল থাকেন।  দুর্ঘটনা এড়াতে যাদের সচেতনতা একান্ত প্রয়োজন। পথ নির্দেশক হিসেবে পথচারীদের সাহায্য প্রদান করা। রোদ-ঝড়-বৃষ্টিতে উপেক্ষা করেও সিগন্যালের নিচে অনবরত দাঁড়িয়ে ট্রাফিক মেনটেন করা কর্মরত ট্রাফিক পুলিশ প্রশাসন কথা ভেবে তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করল দক্ষিণ বরানগর তৃণমূল ছাত্র পরিষদ। বড়নগর পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজা কুন্ডুর তত্ত্বাবধানে ছাত্র পরিষদের সদস্যদের সহযোগিতায় আজ সিঁথির মোড় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কর্মরত রাস্তার ধারে সমস্ত ট্রাফিক পুলিশদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প বাস্তবায়িত করে দুর্ঘটনা এড়াতে যাদের ভূমিকা অপরিসীম। সব সময় মানুষকে পরিষেবা দিয়ে চলেছে জীবন বাঁচাতে সচেতনতা বার্তা দিয়ে চলেছে । সেই কর্মরত ট্রাফিক পুলিশদের প্রতি সম্মান জানিয়ে আজ তাদের হাতে খাবার তুলে দেন দক্ষিণ বরাহনগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত

শুভ মহরৎ হয়ে গেলো MAGIC MAN ENTERTAINMENT এর নিবেদনায় অভিজিৎ সিনহার প্রোযোজনায় প্রেম ভালোবাসার গল্প অবলম্বনে " আমি কথা দিলাম "**

ছবি
  করোনা আবহে চলচ্চিত্র জগতের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, পুনরায় চলচ্চিত্র জগতের গতি আনতে MAGIC MAN ENTERTAINMENT এর নব প্রয়াস।আজ শুভ মহরৎ হয়ে গেলো  MAGIC MAN ENTERTAINMENT এর নিবেদনায় অভিজিৎ সিনহার প্রোযোজনায় সামাজিক সামাজিক ও পারিবারিক রোমাঞ্চকর বাংলা ছবি" আমি কথা দিলাম "  ,এ সিনেমার পরিচালনায় বাংলা ও ভোজপুরী চলচ্চিত্র জগতের খ্যাতনামা পরিচালক সুবীর মন্ডল ও পরিচালক দেবব্রত সেন । উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অভিনেতা রনি , জয় ব্যানার্জি , অভিনেত্রী রিম ও সমীর দাস অন্যান্য কলাকৌশলী । এই সিনেমায় অভিনয় করছেন দেবাশীষ গাঙ্গুলী, সুপ্রিয় দত্ত , বিশ্বজিৎ চক্রবর্তী, সান্তনা বসু বাংলার  সিনেমা প্রেমিক দর্শকদের কাছে নতুন ধরনের সামাজিক , পারিবারিক ও ভালোবাসার সিনেমা এই বছরে মুক্তি পাওয়ার অপেক্ষায়।

পঞ্চায়েত সদস‍্যের উদ্যোগে এলাকার মানুষের জন‍্য হেল্পলাইন নম্বর চালু হলঃ

ছবি
 সোনারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত  সদস‍্য সুমন হালদারের  উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর সুবিধার্থে  বিশেষ একটি হোয়াটস আ‍্যাপ নম্বর চালু করা হল। এদিন মথুরাপুরে দলীয়  কার্যালয়ে এই হোয়াটস আ‍্যপ নম্বর টি চালু করেন  সুমন বাবু নিজে। এদিন তিনি বলেন এলাকায়  বিশেষ ভাবে সক্ষম মানুষরা এবং  বয়স্কদের  জন‍্য এই পরিসেবা চালু করা হল। যার ফলে ঘরে বসে মানুষ সমস্ত সরকারি  প্রকল্পের সুবিধা  পাবেন  এবং  তারা তাদের পরামর্শ  ও যেকোন অভিযোগ   জানাতে পারবেন। নম্বর চালু হওয়ার পরে ব‍্যাপক সাড়া  মিলেছে বলেও সুমন বাবু জানান। 

বাম-কংগ্রেসের আইন অমান্য নিয়ে ধুন্ধুমার চুঁচুড়ায় :

ছবি
আগামী ২৮ ও ২৯শে মার্চ দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে বুধবার হুগলীর সদর শহর চুঁচুড়ায় আইন অমান্য কর্মসুচির ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও জাতীয় ফেডারেশনগুলির ডাকে দু'দিনব্যাপী সাধারন ধর্মঘটকে সফল করতে বুধবার জেলা বামফ্রন্ট ও জেলা কংগ্রেস এই আইন অমান্য কর্মসুচিতে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পরে। এদিন প্রথমে চুঁচুড়ার আখনবাজার মোড়ে এক পথসভা আয়োজিত হয়।  যেখানে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি তুলে ধরার পাশাপাশি মঙ্গলবার রামপুরহাটে ঘটা গনহত্যার প্রতিবাদ করা হয়। পথসভা শেষে এদিন আইন অমান্যের উদ্দেশ্যে এক মিছিল সংঘটিত হয়। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়, বড়বাজার, মাঠের ধার হয়ে পুলিশ কমিশনারের অফিসের দিকে রওনা দেয়। পথে লাল দিঘীর ধার সংলগ্ন এলাকায় প্রথম ব্যারিকেড সরিয়ে মিছিল এগিয়ে চলে।  এরপর চিনসুরা সুইমিং পুল সংলগ্ন এলাকায় ২য় ব্যারিকেড ভেঙে মিছিল সামনের দিকে রওনা দিতেই পুলিশ তাঁদের পথ আটকায়। শুরু হয় ধস্তাধস্তি। বাঁধা টপকে কয়েকজন সমর্থক সিপি অফিসের দিকে মোড় নিলেও বিশাল বাঁশের ব্যারিকেড আর ভাঙতে পারেনি আইন অমান্যকারীরা। সেখানেও বিশাল পুলিশ

উত্তর ২৪ জেলার অশোকনগরে মাত্র ২৪ বছর বয়সে ভারতীয় মহিলা পাইলট স্বীকৃতি পেলেন মহাশ্বেতা চক্রবর্তী :

ছবি
আজ নিউটাউন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কনফারেন্স হলে বিশেষ ভারতীয় মহিলা পাইলট   মহাশ্বেতা চক্রবর্তী যার মাত্র ২৪ বছর বয়সে পাইলটের স্বীকৃতি পান। উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর এর বাসিন্দা‌‌। যিনি কাজের মধ্যে দিয়ে কতটা দায়িত্ববান সেটা বুঝিয়ে দিলেন তেই সময়  রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে লোক দিশেহারা হয়ে তাগিদে প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে ঠিক সেই সময় 800 জন ভারতীয় পড়ুয়াকে ইউক্রেনের মাটি  থেকে  উড়িয়ে নিয়ে আসে দিল্লিতে। মনের মধ্যে অসীম সাহসিকতা নিয়ে  ঐদিনের কিছু অভিজ্ঞতা তার স্যার ও  ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের সঙ্গে  শেয়ার করলেন আজ সেই পাইলট  যিনি এই কাজে সফল হয়েছেন তাঁকে সম্মানিত করা হয়। আজ এই মঞ্চে যারা উপস্থিত ছিলেন ডক্টর শঙ্কু বোস গ্রুপ সি.ই.ও টেকনো ইন্ডিয়া, ঐন্দ্রিলা মুখার্জী  অনুষ্ঠানের মূল সহযোগিতায় vice-chancellor সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি র প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দূর্বার মহিলা সমিতির উদ্যোগে পালিত হল অন‍্য বসন্ত উৎসবঃ

ছবি
ফাগুন লেগেছে বনে বনে। হ‍্যা আজ দোল বনে। হ‍্যা আজ দোল পূর্নিমা আজ একে অন‍্যকে রাঙিয়ে তোলার দিন। আর এই বসন্ত উৎসব কে মাথায় এক অন‍্য রকমের বসন্ত উৎসব আয়োজন করা  হয়েছে দূর্বার মহিলা সমিতির উদ্যোগে যার নাম দেওয়া হয়েছিল  অন‍্য বসন্ত। এদিন  সমাজের প্রান্তিক শ্রেনীর মহিলাদের সাথে বসন্ত উৎসবে রঙ খেলায় মেতেছিলেন সমাজের বিশিষ্ট  ব‍্যাক্তিরা। এই অন‍্য বসন্ত উৎসবে অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট  বাচিক  শিল্পী  মৌনিতা মুখার্জী, মৃৎ শিল্পী  মিন্টু পাল,বিশিষ্ট সমাজসেবী ডঃ সুরেশ কুমার আগ্রওয়াল, শিক্ষাবীদ অহনা চক্রবর্তী, সাংবাদিক  দেবপ্রেম সরকার প্রমুখ। এদিন এই  সমস্ত বিশিষ্ট  জনেরা  প্রান্তিক শ্রেনীর মহিলাদের  সাথে বসন্ত উৎসবে আনন্দ  ভাগ করে নেন। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাশ্বেতা মুখার্জী। 

রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহন হল হরিনাভীতে! চেয়ারম্যান পল্লব দাস ঃ

ছবি
  হরিনাভীতে  পৌরসভার কার্যালয়ে  ৩৫জন জন প্রতিনিধি  কে নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান হয়ে গেল। এদিন শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে কার্যালয়ে  পুলিশি নিরাপত্তা  ছিল আটোসাটো। শপথ গ্রহনে পর দ্বিতীয়  বারের মতো চেয়ারম‍্যান নির্বাচিত হয়েছেন ডাঃ পল্লব দাস। এবং  ভাইস চেয়ারম্যান  হয়েছেন মোফাজ্জেল  হোসেন   (ভুলু)।   প্রসঙ্গত উল্লেখ্য  এবার পৌর নির্বাচনে   একছত্র আধিপত্য  দেখিয়ে ৩৩টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। একটি ওয়ার্ড গেছে সিপিএমের  দখলে এবং  একটি নির্দলের দখলে গেছে। এদিন জয়ী নির্দল প্রার্থী শিশির ভট্টাচার্য্য  অন‍্য  পৌর প্রতিনিধিদের মতো  শপথবাক‍্য পাঠ করেন।  এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী ও রাজপুর টাউন তৃণমূল  সভাপতি  শিবনাথ ঘোষ  পৌরপ্রধান নির্বাচিত হয়ে পল্লব বাবু আমাদের জানান   তিনি সবাইকে  নিয়ে একসাথে কাজ করতে চান। এবং  নিকাশি সমস‍্যা সমাধানে মাস্টারপ্ল্যান  তৈরী করে কাজ করতে চান। তাছাড়া  আগামী  পাঁচ বছর রাজপুর সোনারপুর পৌর এলাকার বাসিন্দারা  আরো উন্নত পৌর পরিসেবা পাবে বলেও তিনি আশ্বাস  দেন। 

সোনারপুরে অনুষ্ঠিত হল দিবা রাত্রি ব‍্যাপি ফুটবল প্রতিযোগিতাঃ

ছবি
  সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর    অঞ্চলে বাবা সাহেব আম্বেদকর  সংঘের পরিচালনায় এক বিরাট  দিন রাতের ফুটবল প্রতিযোগিতা  হয়ে গেল মথুরাপুরের ফুটবল মাঠে। এই প্রতিযোগীতা ষোল টি দল অংশগ্রহণ  করে। ফাইনালে  ভারতী সংঘ ১-০গোলে সোনারপুর সুভাষ পল্লীর বিরুদ্ধে  জয় লাভ করে এদিন এই প্রতিযোগিতা  ঘিরে এলাকার বাসিন্দাদের মধ‍্যে তুমুল  উচ্ছাস  দেখা যায়।  নৈশালোকে ফাইনাল দেখতে প্রচুর মানুষ উপস্থিত  ছিলেন। এই প্রতিযোগিতা  দেখতে হাজির হন স্থানীয় পঞ্চায়েত  প্রধান সীমালতা মন্ডল,সমাজসেবী রিনা চক্রবর্তী, শৈলেন মন্ডল প্রমুখ। প্রতিযোগিতার মুল উদ্যোগতা সুমন হালদার আমাদের জানালেন এদিন বিশেষ আকর্ষন হিসাবে ছোট ছোট শিশুদের  রবীন্দ্রনাথ  নৃত‍্যানুষ্ঠান থাকবে। তাছাড়া  তিনি বলেন বাঙালির  আবেগ হল ফুটবল  তাই সব খেলার সের বাঙালির তুমি ফুটবল কে বিষয়বস্তু  করে এলাকার মানুষকে নিয়ে  এই প্রতিযোগিতা  আয়োজন করা  l