পোস্টগুলি

এপ্রিল, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবহেলা আর অযত্নে ঐতিহাসিক ' SUTTIE ' লেটার বক্স - সংরক্ষণের উদ্যোগ নেই!

ছবি
                                                                  উলুবেড়িয়া মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে অবহেলা আর অযত্নে পড়ে আছে একটি লেটার বক্স। জানা যায়,এটি রাণী ভিক্টোরিয়ার সময়ে  ' SUTTI ' লেটার বক্স তথা ক্রাউন টপ লেটার বক্স।             ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পোস্ট অফিস অ্যাক্ট চালু করার পরে ই ১৮৫৭ সালে রাণী ভিক্টোরিয়ার শাসনভার গ্রহণ করলে, এই ধরণের লেটার বক্স ভারতবর্ষের বিভিন্ন স্থানের সঙ্গে দ্রুত ডাক যোগাযোগের মাধ্যম হিসেবে স্থাপন করেছিলেন। ' SUTTIE  & CO ' নামক একটি সংস্থা ১৮৫৬ থেকে ১৮৫৭ সালে স্কটল্যান্ডে এই লেটার বক্স তৈরি করে। রাণী ভিক্টোরিয়ার সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে উলুবেড়িয়াকে ডাক ব্যবস্থার সাথে যুক্ত করতে এই ' SUTTIE ' লেটার বক্স স্থাপন করেছিলেন। যেখানে এই লেটার বক্সটি স্থাপন করা হয়েছিল সেই স্থানটি বর্তমানে উলুবেড়িয়া মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে। বর্তমানে এই লেটার বক্সটি ব্যবহার যোগ্য হওয়া সত্ত্বেও অবহেলা আর অযত্নে পড়ে আছে। লেটার বক্সটি পথচারী ও উলুবেড়িয়া আসা বিভিন্ন মানুষদের চক্ষের

রেড সেলের" মিস বনিতা"র আসরে চাঁদের হাট :

ছবি
  বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে "মিস বনিতা'২০২৩" ।  আয়োজক রেড সেল,  সহযোগিতায়  *টেক্সভো ইন্ডিয়া*। মিস বনিতা -২৩নামক  এই ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভারা সেরার সেরা শিরোপা জিতে নিলেন। আজ কলকাতার এক  অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতা মিস বনিতার ফাইনাল  পর্ব অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বোস,ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস,ডায়টেশিযন শ্রেয়শী  ভৌমিক সিনহা, মডেল মাধবিলতা সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা  ১৮বছর থেকে ৩o বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখুঁত প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হল। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় ব্যানার্জী , লী

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ নাটকের মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা পানিহাটি পত্রকের :

ছবি
 গাছ না কেটে নতুন গাছ লাগিয়ে সমাজ এবং পরিবেশ রক্ষা করো – এই বার্তা তুলে দিতে এবং অভিনব ভাবনায় প্রচার পানিহাটি পত্রকের। অবলম্বনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি।    বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেছিলেন। স্বাধিনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে দেশনায়কের আখ্যা দিতে গিয়ে এই তাসের দেশ নাটকটি উতসর্গ করেছিলেন। তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় সংস্থা পানিহাটি পত্রকের পরিচালনায় মঞ্চস্থ হলো রবীন্দ্র নাথ ঠাকুর প্রণীত তাসের দেশ নৃত্য নাট্যটি। মূল নৃত্যনাট্যের আদলে নয়, পানিহাটি পত্রকের প্রযোজনায় যা রূপান্তরিত হয়েছে প্রোসেনিয়াম থিয়েটারে। পরিচালনা এবং নির্দেশনায় প্রখ্যাত নাট্যাভিনেতা তথা পরিচালক অঞ্জন বিশ্বাস।  গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিনে দিনে সবুজ হারিয়ে যাচ্ছে। ভরে উঠছে অট্টালিকায়। তার মাঝে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় এই সংস্থা পানিহাট

বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে :

ছবি
 বেহালা থানার বিপরীতে পঞ্চানন মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ছিলেন বেহালা ক্যারাম ক্লাবের সদস্যরা। এদিন রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি দৃষ্টিহীন মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জায়গার দৃষ্টিহীনরা এসেছিলেন যেমন বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পাঁশকুড়া, বর্ধমান, হাওড়া, ও শিয়ালদা থেকে। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ফিজিওথেরাপির ব্যবস্থা ছিল সাধারণ মানুষের জন্য। বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশীষ চ্যাটার্জী বলেন আমরা শুধুমাত্র ক্যারাম টুর্নামেন্ট করি না এর পাশাপাশি সাধারণ গরিব মানুষ, প্রতিবন্ধী এদের কথা ভেবে বিভিন্ন দিক থেকে কিছু জনের সাহায্যে আমরা সমাজের উন্নয়ন মূলক কাজ করে থাকি। ক্লাবের পক্ষ থেকে এদিন একশো জন অসহায় গরিব মানুষ ও দৃষ্টিহীন ভাই বোনদের হাতে তুলে দেয়া হয় নতুন বস্ত্র। সখের বাজার লায়ন্স ব্লাড ব্যাংক এদিন প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করলেন।