পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কিংস্টন - ল- কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠান !

ছবি
২৭ মে কিংস্টন - ল- কলেজ কর্তৃক অনুষ্ঠিত হয়ে গেল প্রথম সমাবর্তন অনুষ্ঠান । ২০০৪ সালে কিংস্টেন - ল - কলেজ পথচলা শুরু করলেও এই বছর খুবই আনন্দের ও উদ্দিপনার সাথে প্রথমবারের মতো সমাবর্তন  অনুষ্ঠানের স্বপ্ন বাস্তবায়িত হল।  যা ২০১৩ থেকে শুরু হয়েছিলে। এই বছর একই সঙ্গে  ২০১৩,১৪,১৫,১৬,১৭,১৮ , ১৯ সালের স্মাতক ছাত্রছাত্রীদের শংসাপত্রণ প্রদান করা হল ।  মোট সাত বছরের সমস্ত সমাবর্তিত ছাত্রছাত্রীদের ৫৪৫ জনকে শংসাপত্র প্রদান করা হয় ।  সমাবর্তনে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মহুয়া দাস এবং উপস্থিত ছিলেন কিংস্টন - এডুকেশনাল ইন্সটিটিউড এর কর্ণধার তথা সম্পাদিকা উমা ভট্টাচার্য এবং সভাপতি টিপম ভট্টাচার্য,  একাডেমিক উপদেষ্টা ডঃ মনি শঙ্কর চক্রবর্তী এবং কলেজের  অধ্যক্ষ সুমন গুপ্ত শর্মা , এছাড়াও ছিলেন কলেজের সকল অধ্যাপক , অধ্যাপিকা ও অশিক্ষক বৃন্দ , সন্ধ্যার এই সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন  সাংসদ  সৌগত রায়। বিধায়ক ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের জন্য চেয়ারম্যান  অশোক  দেব , অধ্যাপক ডঃ   জে . কে . দাস ( ডিন - ফ্যাকাল্টি অফ ল,  কলিকাতা বিশ্ববিদ্যালয়) ডঃ শম্ভু প্রস

অ্যাকাউন্টস্ লাইব্রেরী-র প্লাটিনাম জুবিলী পালিত হল!

ছবি
১৯৪৭সালে পথচলার শুরু। আয়কর সংক্রান্ত যাবতীয় বিষয়কে কেন্দ্র করে প্রস্তুত হয় *অ্যাকাউন্ট্যান্টস্ লাইব্রেরী*। এই সংস্থা ভারতবর্ষের প্রাচীনতম প্রতিষ্ঠান যখন 'চার্টার্ড অ্যাকাউটেন্ট' -এর কোন সংস্থা ছিল না, একমাত্র  ইংল্যান্ড-এ   প্র্যাকটিস করত তখন। সবাই মিলে ভারতের স্বাধীনতার পর প্রতিষ্ঠা করা হল এক স্বীকৃত 'অ্যাকাউন্ট্যান্টস্ লাইব্রেরী'  নামক এক প্রতিষ্ঠান। তার পূর্বভাগে ছিলেন জি.বসু,  যিনি পরবর্তীকালে ১৯৪৯ সালে 'ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউটেন্ট'- এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।কেন্দ্রীয়  সরকারের আইন বলে সি.এ.অফ. ইন্ডিয়া-র প্রতিষ্ঠিত হয় । প্রথম দিন থেকেই 'অ্যাকাউন্টেস  লাইব্রেরী' আয়কর দপ্তর এর সহায়ক হিসাবে কাজ করে আসছে। মূলত বিভিন্ন সেমিনার এবং আয়কর সংক্রান্ত যাবতীয় আলোচ্য  বিষয়ের ওপর খুঁটিনাটি বিশ্লেষণাত্মক ভূমিকা গ্রহণ করে।  সারা বছর ধরে প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয় সংস্থার সদস্যদের মধ্যে এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক বাজেট  তৈরি করার ক্ষেত্রেও অন্যতম ভূমিকা পালন করে আসছে  সংস্থাটি।

মরোণত্তর দেহ দানে নজীর গড়লেন সুভাষগ্রামের তরুণীঃ

ছবি
 উপলক্ষ্য ছিল নিজের জন্মদিন আর সেই  দিনে মরোণোত্তর দেহ দানের মাধ্যমে  নজীর গড়লেন সুভাষগ্রাম কোদালিয়ার বাসিন্দা   তরুণী  পায়েল ব‍্যানার্জী। তিনি আমাদের মুখোমুখি  হয়ে জানান দেহ দানের মাধ্যমে  তিনি সমাজের কাছে একটাই  বার্তা দিতে চান মানুস মানুষের  জন‍্য। তিনি বলেন দেহদান করেও মৃত্যুর  পর অন‍্য কোন ব‍্যাক্তির মধ‍্যে দিয়ে  বেচে থাকা  যায় আর তিনি এভাবেই  সারাজীবন  বেচে থাকতে চান কোন অসহায়  মানুষের মধ‍্যে দিয়ে। পায়েল নিজে স্নেহ  নামে একটি সেচ্ছাসেবী  সংস্থা চালান যারা ভবঘুরে মানুষের  ওপর কাজ করে।  পায়‍েল জন‍্য তার এই মহৎ  উদ্যোগে তিনি পরিবারকে সবসময়  পাশে পেয়েছেন। 

থিয়েটারে মুক্তি পেতে চলেছে "আমার হিয়ার মাঝে"।

ছবি
জিরো বাজেট প্রোডাকশন প্রযোজিত, শঙ্খদীপ চক্রবর্তী পরিচালিত এক ভিন্নস্বাদের প্রেমের ছবি "আমার হিয়ার মাঝে"- র শ্যুটিং সম্প্রতি শেষ হলো। বজবজ, সল্টলেক, রাজারহাট ইত্যাদি জায়গায় শ্যুটিং চলছিলো চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে। এই ছবিতে অভিনয় করেছেন  চন্দন ব্যানার্জী, সুস্মিতা সাহা, এবং কৌশিকী বাসু। মালদার অভিনেত্রী সুস্মিতাকে বেশ কয়েকবছর পর আবার সিনেমায় দেখা যাবে। এটি তাঁর কামব্যাক বলা যায়। সম্পর্কের টানাপোড়েন, কিছু ফিরে পাওয়া, কিছু হারানোর গল্প বলবে বর্তমান প্রেক্ষাপটের এই ছবিটি। খুব তাড়াতাড়ি জনপ্রিয় ও টি টি প্ল্যাটফর্ম এবং থিয়েটারে মুক্তি পেতে চলেছে "আমার হিয়ার মাঝে"। প্রথমে ভালোলাগা থেকে তৈরী হয় বন্ধুত্ব, ধীরে ধীরে ঐ বন্ধুর প্রতি জন্মায় ভালোবাসা। তখনই বোধহয় সুপ্ত আকারে জন্ম নেয় প্রেম। প্রেম থেকে জন্ম নেয় বিশ্বাস, ভরসা ও অবলম্বন। এইরকমই এক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল কাব্য ও কথা। বিশ্বাস, ভরসা ও অবলম্বনে ভর করে দীর্ঘ সময় ধরে তাদের জীবন কাটলেও মানুষের মধ্যে সুপ্ত ভাবে বাস করা ষড়ঋপুর প্রভাবে কাব্য কখন যেন  এক অজানা সন্দেহর উপর বিশ্বাস করে

বরানগর সিপিআইএমের পক্ষ থেকে স্মরণে স্মরণ সভা :

ছবি
বরানগর সিপিআই(এম)  পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয় তিনজন সিপিএম কর্মীর স্মরণে l ধীরেন বসু ,সমর ভট্টাচার্য ,সুজয় ভট্টাচার্য স্মরণ সভা অনুষ্ঠিত হয় l নেতাজী কলোনি মোহন গার্লস স্কুলের সামনে এই স্মরণ সভা l   এই সভায় বক্তব্য রাখেন কিশোর গাঙ্গুলী সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য, শানু রায় সিপিএম উত্তর জেলা কমিটির সদস্য, অশোক ভট্টাচার্য সিপিএম উত্তর জেলা কমিটির সদস্য এবং মূল বক্তা হিসেবে ছিলেন সিপিআই(এম) উত্তর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তনময় ভট্টাচার্য এবং এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন আশিশ দেব।

সুরম্য -র প্রথম নিবেদন 'জীবন নদীর ওপারে :

ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহু কথায় ও গানে মৃত্যুকেই জীবনের চরম সত্যরূপে দেখিয়েছেন। জীবনের পরে মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, মৃত্যুর পরেও এক নতুন জীবনে উন্নীত হয় মানুষ। সেই জীবন অপার্থিব, সুমহান শান্তিতে পরিপূর্ণ। জীবন তরণী ভাসিয়ে সেই শাস্তির পারে পৌঁছাতে মানুষের মনে জাগে সংশয়, ভয় ও দুঃখ। তবে কবি বলেছেন বারংবার মৃত্যুই কোন এক অমৃতময় লোককে কাছে আনে, যেখানে জেগে ওঠে অন্তহীন প্রাণ। বিশ্বকবির এই জীবনভাবনা নিয়েই 'সুরম্য (কসবা)'র আয়োজনে এক মনোজ্ঞ সন্ধ্যা অনুষ্ঠিত হল গত ২১ মে, অশ্বিনী দত্ত রোডের ঐতিহাময় শরৎচন্দ্রের বাসভবনে। অনুষ্ঠানের ভাবনা রবীন্দ্রনাথের কথায়, গানে ও কবিতায় মৃত্যুজয়ের দীক্ষা'। সমগ্র অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীতরূপে 'জয় তব বিচিত্র আনন্দ' গানটি ছিল যথাযোগ্য নির্বাচন। গানটি পরিবেশন করেন অনামিকা ঘটক। দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি  বুদ্ধ মজুমদার ও  শৈলেন চক্রবর্তী এক আলোচনায় অংশ নেন। বিষয় ‘আজকের এই চটুল বাণিজ্যিক সংস্কৃতির আঙিনায় গভীর সৃষ্টিশীল ভাবন

ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেল চন্দন :

ছবি
কলকাতার রেঙ্গার্স ক্লাবে আয়োজিত হয়ে গেল "ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২২"।বিধায়ক দেবাশীষ কুমারের উপস্থিতিতে  " মার্শাল আর্টস অথরিটি অফ ইন্ডিয়ার " উদ্যোগে জুডো ক্যারাটে কৃতীদের এই *ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড* প্রদান প করা হয় আন্তর্জাতিক তাইকুন্ড চ্যাম্পিয়ন শিপে সোনা জয়ের জন্য "হল অফ ফেম" পুরস্কারে ভূষিত হন বেলঘরিয়ার চন্দন ঘোষ। এদিনের অনুষ্ঠানে মার্শাল আর্ট এর বহু প্রশিক্ষক ও ক্রিয়াবিদরা উপস্থিত ছিলেন।

এইচ আর এডুকেশন মিট '22*

ছবি
কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট সম্প্রতি  আয়োজিত হল "তৃতীয়  ন্যাশনাল এইচআর কনক্লেভ ২০২২" অনুষ্ঠিত  কলকাতার একটি পাঁচতারা হোটেলে।   তৃতীয় ন্যাশনাল এইচআর কনক্লেভের  বিষয় "ছিল  মহামারীর পরবর্তী সময়ে কর্মসংস্থানের সুযোগ ও পরিস্তিতির পর্যালোচনা"  উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ৫০টিরও অধিক নামী কোম্পানির মানব সম্পদ উন্নয়ন  বিষয়ক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।  এন এইচ আর ডি, সহ অন্যান্য সংস্থার  বিশিষ্টরা ।কে ই আই এর সভাপতি টিপম ভট্টাচার্য এবং সম্পাদক  উমা ভট্টাচার্য  ২০০৪ এ বপন করা কে, ই, আই নামের ছোট্ট চারাগাছ টিকে লালন করে চলেছেন আজও ছাত্র-ছাত্রীদের  জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে।  এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য 'ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের' মধ্যে সম্পর্ক স্থাপন ,অবশ্যই ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নের লক্ষ্যে এবং তাদের শিল্প ও বানিজ্যর  চাহিদা অনুযায়ী হাতে কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে গড়ে তোলার উদ্দেশ্যে। যাতে তারা বর্তমান সময়ের সাথে মানব সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারে l

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!

ছবি
বেহালায় এই প্রথম এমন একটি সংস্থার পদার্পণ ঘটতে চলেছে যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে আপনার ত্বকের রূপচর্চা করতে পারবেন। এছাড়া এখানে পাওয়া যাবে আরও বহুবিধ পরিষেবা। ত্বকের নানা পরিচর্যা থেকে চুলের সৌন্দর্য্যের নানান চাবিকাঠি। *হেয়ার প্যাচ,* *হেয়ার এক্সটেনশান*, *নেল আর্টের* নানান কাজ। আপনার ত্বকের রূপচর্চার জন্য আমাদের কাছে থাকছেন অভিজ্ঞতাসম্পন্ন কারিগর। থাকবেন ত্বকের বিষয়ে কলকাতার নামী বিশেষজ্ঞ চিকিৎসক। মেকআপ বা রূপচর্চার জন্য থাকবেন শহরের নামী মেকআপ আর্টিস্টরা। আপনার জন্য থাকছে টলিউডের নামকরা মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টরা। নেল আর্টের জন্য থাকছে অভিজ্ঞ শিল্পীরা। আপনি ঘরে বসেই আপনার যে ত্বক, চুল ও রূপচর্চা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান পাবেন অনলাইনের মাধ্যমে। রূপচর্চায় বিজ্ঞানসম্মত উপায়ে কাজ জানা কর্মীর অভাব রয়েছে। " *শাইন অ্যান্ড শ‍্যাডো*"  এখানে ত্বক ও রূপচর্চার আধুনিক পদ্ধতির প্রশিক্ষণ দেবে। এবং দক্ষ কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা হদিশ দেবে। ১৬ই মে ২০২২, সোমবার, বুদ্ধপূর্ণিমার শুভ দিনে SHHINE & SHADOW সংস্থার সূচনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউডের প্

মুক্তি পেল হিন্দি ছবি "রাজ নন্দিনী"!

ছবি
নজরুলতীর্থ সহ রাজ্যের ৩০টি প্রেক্ষাগৃহে l *তন্ময় রায়* পরিচালিত এবং *সুধীর দত্তর* সংগীত পরিচালনায় ও প্রযোজনায় ছবিতে রহস্য ধর্মী ,রোমান্টিক ও সঙ্গীতময় বিনোদনমূলক এক ছায়াছবি l এদিন নজরুলতীর্থে  অভিনেত্রী দেবলীনা দত্ত শকুন্তলা বড়ুয়া এবং অন্যান্য কলাকুশলী ও গুণমুগ্ধদের উপস্থিতিতে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে  প্রযোজক *সুধীর দত্ত* জানালেন করোনাকালীন পরিস্থিতিতে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে  হিন্দি ছবি করার ক্ষেত্রে বাংলার এবং হিন্দি শিল্পীরা ভীষণভাবে সহযোগিতা করেছেন । তিনি আরো বলেন  রহস্য-রোমাঞ্চ ঘেরা এই ছবিতে তরুণ প্রজন্মদের শিক্ষা দিতে আমাদের এই ছবি সমাজের জন্য এক বিশেষ নিবেদন l অভিনয় করেছেন.... দেবলীনা দত্ত, নাফে খান, সুদেশ বেরি, অমিতা নাঙ্গিয়া, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, সুধীর দত্ত, শান্তনা বসু, দেবাশীষ গাঙ্গুলি  লেসলি ট্রিফটি, কিশোর নান্দুলস্কর, অবধেশ কুমার, শুভব্রত বসু  দেব গাঙ্গুলি, মানিকা গাঙ্গুলি, বীর, পূজা গাঙ্গুলী, দীপ্ত, মাহি খান সৌরভ, মৈত্রী, অনুরাধা চ্যাটার্জি, প্রতিপ, অর্পিতা, অঞ্জু মালহোত্রা, নরেশ স্নেহা, সৌমেন, ক্যান

ভারতীয় নার্স ডে এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম এর উদ্যোগে থানার পক্ষ থেকে নার্স ডে পালন করলেন !

ছবি
আজ ভারতীয় নার্স ডে এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলম এর উদ্যোগে থানার পক্ষ থেকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালের সমস্ত নার্সদের উদ্দেশ্যে মিষ্টিমুখ করানো হয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার সমস্ত আধিকারিক রা। এই সংবর্ধনা পেয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল এর সমস্ত নার্স খুব খুশি হয়েছে বলে জানা যায়।

প্রভাতফেরির মাধ‍্যমে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করল পৌরপিতা মিলন সরকারঃ

ছবি
আজ পঁচিশে বৈশাখ  আজ  বাঙালির  আবেগের  বিশ্বকবি  রবীন্দ্রনাথ  ঠাকুরের জন্মদিবস। সারা জেলার পাশাপাশি এদিন সুভাষগ্রামের একুশ নং ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে  কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হল। এদিন সকালে রবীঠাকুরের  মূর্তীতে মাল‍্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন পৌরপিতা মিলন সরকার। এদিন  নাচেগানে জমজমাট  এক প্রভাতফেরির  আয়োজন করা হয় যা সারা ওয়ার্ডে   প্রদক্ষীন করে। এদিন ছোটছোট শিশুদের  নিয়ে প্রভাতফেরিতে সামনের সারিতে এক মনোরম নৃত‍্যানুষ্ঠানের আয়োজন  করা হয়। এদিন পৌরপিতা মিলন সরকার বলেন রবীন্দ্রনাথ  ঠাকুরের  আদর্শ তার লেখনীধারাকে পাথেয়  করে আমাদের  জীবন কে গড়ে তোলা উচিত।  এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন স্থানীয় ওয়ার্ড সভাপতি  অভিজিৎ রায়। তিনি বলেন  রবীন্দ্রনাথ  ঠাকুরের  আদর্শকে উচিত যুব সমাজে আদর্শ করে তোলা। 

কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল পরিদর্শ করলেন মৃত সৌমেন দাসের আইনজীবী :

ছবি
https://fb.watch/cV83ArIlJW/ ২০২০ সালে চাল দান কে কেন্দ্র করে মৃত্যু হয় সৌমেন দাস এর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গ্রেফতার হল কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল  কাউন্সিলার  রুপালী সরকার। রুপালী সরকার গ্রেপ্তারের পর সৌমেন দাসের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, আকাশদীপ মুখার্জি, এবং বিপ্লব তালুকদার , সৌমেন দাসের মায়ের সাথে দেখা করলেন ।  আইনজীবিকে দেখে কান্নায় ফেটে পড়লেন সৌমেন দাস এর মা । সৌমেন দাসের মাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন সৌমেন দাস এর আইনজীবী ।সব্যসাচী চ্যাটার্জী জানান দীর্ঘ লড়াইয়ের অবশেষে  রুপালী সরকার গ্রেপ্তার ।  এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে আইনি প্রসেসে গ্রেপ্তার করা হবে । এছাড়া তিনি বলেন সৌমেনের পরিবারকে যারা ভয় দেখাচ্ছেন তাদেরকে ছাড়া হবে না আইনিভাবে তাদেরকে সাবধান করা হচ্ছে । এছাড়া যতক্ষণ না মৃত সৌমেনের দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই চালু থাকবে। রুপালী সরকার গ্রেপ্তারে খুশি সৌমেনের মা ।

১৮ টি মেধাবী ছাত্র-ছাত্রী দায়িত্ব নিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলী কলেজ :

ছবি
https://youtu.be/BfvUHiqfiJ4 রাজ্যের বুকে যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে নজির সৃষ্টি অভিনব ভাবে উদ্যোগ গ্রহণ করে বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলী কলেজ l  ভৈরব গাঙ্গুলী কলেজ এর পক্ষ থেকে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিকাশ l এই স্লোগান নিয়ে কলেজ কর্তৃপক্ষ এক অভিনব কর্মসূচি গ্রহণ করে l  কামারহাটি পৌরসভার অন্তর্গত অঞ্চলের মধ্যে স্কুলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সমস্ত দায়িত্ব গ্রহণ করল বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলী কলেজ l  কামারহাটি পৌরসভার অন্তর্গত নয় টি স্কুল বেলঘড়িয়া হাই স্কুল ,বেলঘড়িয়া মহাকালী উচ্চ বিদ্যালয়, বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালক বিভাগ ,বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিভাগ ,নন্দন নগর উচ্চ বালিকা বিদ্যালয়, নন্দন নগর বালক বিভাগ, জাতীয় বিদ্যানিকেতন ,যতীন দাস হাই স্কুল বালক, যতীন দাস বালিকা বিদ্যালয়, প্রত্যেক স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া পড়াশুনায় ভালো ছাত্র এবং ছাত্রী দুজনের নাম ঠিক করে ভৈরব গাঙ্গুলী কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠায় l