৪৮ ঘন্টার বনধে রাজপুরে পথ অবরোধ বাম কর্মী সমর্থকদের :

  

কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরনের   বিলগ্নীকরনের প্রতিবাদে  বামেদের  ডাকা বন্ধে  ব্যাপক সাড়া  পড়েছে একদা বামপন্থী গড়  বলে পরিচিত  রাজপুর সোনারপুরে এদিন সকালে  রাজপুর  মোড়ে  বাম  কর্মী  সমর্থকরা  বন্ধের  সমর্থনে  পথ অবরোধ  করেন  ফলে  কিছু সময়ের  জন্য  নেতাজি  সুভাষ বোস  রোড করে কিছুটা অবরুদ্ধ  হয়ে পড়ে । এদিন  বাম কর্মী সমর্থকদের  একটাই  দাবী  ছিল  কেন্দ্রের  জনবিরোধী নীতি  অবিলম্বে  প্রতাহার  করতে হবে ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**