পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৪১ টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিকের বিক্ষোভ :

ছবি
সারা দেশে সামরিক দপ্তর এর মোট ৪১ টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে এবং সারাদেশে এই ফ্যাক্টরি গুলিতে কর্মরত শ্রমিক সংখ্যা প্রায় ৮২ হাজার কাছাকাছি l  কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই ৪১ টি কারখানাকে সাতটা ভাগে ভাগ করে কর্পোরেশন করে তার মধ্যে দিয়ে বেসরকারিকরণ করা যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাগাতার ধর্মঘটের পথে যাওয়ার কথা যে ঘোষণা করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এই ধর্মঘট বন্ধ করা যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশব্যাপী সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথভাবে আজ সব কারখানার গেটে বিক্ষোভ সভার আয়োজন করে l তার অঙ্গ হিসেবে ব্যারাকপুর মহকুমায় ইছাপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং মেটানো স্টিল ফ্যাক্টরি মাঝখানের জায়গা  ছাই গাধা ময়দানে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় l এই সভায় উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথভাবে এই কর্মসূচী গ্রহণ করে l এই সভায় সভাপতিত্ব করেন বি সি এম ইউ রাজ্য নেতৃত্ব বাবলি দে l  এছাড়াও বক্তব্য রাখেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলার সম্প
ছবি

**পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি 'কাদম্বরী আজও*'

ছবি
ছোটবেলা থেকেই সিনেমার জগৎ খুব আকর্ষণ করতো তাকে। নাইন টেনে যখনঢ়পাশেরবাড়ির দিদার বাড়িতে আড্ডা দিতেন তখন চুম্বকের মত আকর্ষন করতো আনন্দলোক ,সানন্দা ম্যাগাজিন। সিনেমার পাতায় চোখ ডুবিয়ে স্বপ্ন দেখতেন পরিচালনার। তবে স্বপ্নের এই জগৎছিল অনেক দূর।একদিক কলকাতাতো অন্যটা আসামের হাইলাকান্দি নামের ছোট্ট শহর। প্রথম জীবনে কর্পোরেট অফিসে চাকরি,এরপর ইলেকট্রনিক মিডিয়া,নিজের ম্যাগাজিনের এই সব কিছু সামলে 2020 এর জানুয়ারীতে পাড়ি দেন কলকাতায় ।এসে গত দেড় বছরে তিনটে ছবি তৈরী করেছেন। এর আগে কাজ শুরু করেছিলেন  প্রযোজক এবং সহপরিচালক হিসেবে ।তার প্রথম ছবি পয়লা এপ্রিল।মহামারীর জন্য ওটিটি তে রিলিজ হয় ছবিটি।এরপর তার পরিচালনায় সর্বভূতেষু এবং অন্তমিল।খুব শিগগীর আসছে তার নতুন ছবি কাদম্বরী আজও।  কাদম্বরী ছবির সাথে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে? শর্মিষ্ঠা জানান 'না সম্পর্ক নেই তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী  কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি। ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে
ছবি

পানিহাটি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল পাটি অফিসে দুষ্কৃতীদের দাদাগিরি :

ছবি
গতকাল রাতে আচমকাই বি টি রোড বিবির বাগান বাসস্ট্যান্ডে পানিহাটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মাতঙ্গিনী হাজরা ভবন লক্ষ্য করে বোমা ছোড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় l আতঙ্ক ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল রাতে l দুটি বাইকে করে জনা দুষ্কৃতী আসে আচমকাই বোমা ছোড়া শুরু করে l  পর পর তিনটি বোমা ছোড়ে সেই সময় তৃণমূল কংগ্রেসের ১৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জয়ন্ত দাস সে তার সঙ্গীদের কে নিয়ে পার্টি অফিসের পাশে বসে কথা বলছিল l সেই সময় এই আক্রমণ l এই বোমা ছড়ায় কেউ আঘাত পায়নি l খরদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আছে l  পাশে যে সি সি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে এবং আশে পাশে আর জে সিসি ক্যামেরা রয়েছে সে ক্যামেরার ফুটেজ খড়দা থানা পুলিশ সংগ্রহ করেছেন এবং দুষ্কৃতীদের ধরার জন্য তদন্ত শুরু করেছে l এর আগেও এই পার্টি অফিস কে লক্ষ্য করে বোমা মারা হয় l বেলঘড়িয়া দেশপ্রিয় নগরের বিভা মরে পার্টি অফিসের গুলি চালানো এরপর গতকাল পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমা মারার ঘটনায় এলাকায় আত

বেলঘড়িয়া যতীনদাস বিদ‍্যামন্দিরের প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগ তোমার বিদ‍্যালয় তোমার পাশেঃ

ছবি
  প্রায় দুই  বছর হতে চলল রাজ‍্যের সমস্ত বিদ‍্যালয় বন্ধ। আর এই পরিস্থিতিতে দাড়িয়ে  এক অভিনব ও সুন্দর  প্রয়াস নিয়েছেন বেলঘড়িয়া যতীনদাস বিদ‍্যামন্দিরের প্রধান শিক্ষক  শ্রীমৃনাল কান্তি মিশ্র ও তার সহ শিক্ষকরা।  এদিন মৃনাল বাবু জানালেন আর্থিক দিক থেকে পিছিয়ে  থাকা অনেক ছাত্র ছাত্রীদের যাতে অনলাইন  ক্লাস করতে অসুবিধা  না হয় তার জন‍্য তারা  ছাত্রছাত্রীদের  মোবাইল ফোনের ব‍্যবস্থা করে দিচ্ছেন। শুধুতাই নয় ছাত্রছাত্রীদের বাড়িতে  স্টাডি মেটিরিয়াল  খাতা  রঙিন পেন সাথে কিছু শুকনো খাবার   পৌছে দিচ্ছেন। আর এই সম্পূর্ন কাজ টাই হচ্ছে  স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজস্ব দানে গড়ে ওঠা একটি বিশেষ আর্থিক  ফান্ডের মাধ‍্যমে।  গতবছর লকডাউন থেকে এই কর্মসূচি  চলছে বলে জানান মৃনালবাবু  তিনি বলেন  লকডাউনের মধ‍্যে ছাত্রছাত্রীদের  যাতে একঘেয়েমি  না আসে তাই এমন উদ্যোগ  আর তাছাড়া  তারা কেন এটা দেখাও শিক্ষকদের  কর্তব্য।  তিনি আরো জানান  তার বিদ‍্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে করোনা সময়  পড়াশোনার  ক্ষেত্রে কোন অসুবিধা  না হয় সেদিকে  ত