সোনারপুরে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজক পল্লব কান্তি ঘোষঃ

 

জেলা তৃণমূল  জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব কান্তি ঘোষের উদ্যোগে এদিন সোনারপুর খুরিগাছিতে হয়ে গেল স্বাস্থ্য  ও চক্ষু  পরীক্ষা  শিবির। 

এদিন এ উপলক্ষ্যে  উপস্থিত  ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম,  জেলা সভাপতি  শুভাশীষ চক্রবর্তী, পৌরমাতা দীপালি নস্কর, তৃণমূল  বঙ্গজননী নেত্রী শিখা মিত্র, সহ বিশিষ্ট  তৃণমূল  নেতৃত্ব। এদিনের এই  শিবিরে এলাকার বহু মানুষ তাদের স্বাস্থ‍্য ও চক্ষু পরীক্ষা করেন  l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**