উত্তর ২৪ জেলার অশোকনগরে মাত্র ২৪ বছর বয়সে ভারতীয় মহিলা পাইলট স্বীকৃতি পেলেন মহাশ্বেতা চক্রবর্তী :

আজ নিউটাউন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কনফারেন্স হলে বিশেষ ভারতীয় মহিলা পাইলট   মহাশ্বেতা চক্রবর্তী যার মাত্র ২৪ বছর বয়সে পাইলটের স্বীকৃতি পান। উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর এর বাসিন্দা‌‌। যিনি কাজের মধ্যে দিয়ে কতটা দায়িত্ববান সেটা বুঝিয়ে দিলেন তেই সময়
 রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে লোক দিশেহারা হয়ে তাগিদে প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে ঠিক সেই সময় 800 জন ভারতীয় পড়ুয়াকে ইউক্রেনের মাটি  থেকে  উড়িয়ে নিয়ে আসে দিল্লিতে। মনের মধ্যে অসীম সাহসিকতা নিয়ে  ঐদিনের কিছু অভিজ্ঞতা তার স্যার ও  ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের সঙ্গে
 শেয়ার করলেন আজ সেই পাইলট  যিনি এই কাজে সফল হয়েছেন তাঁকে সম্মানিত করা হয়। আজ এই মঞ্চে যারা উপস্থিত ছিলেন ডক্টর শঙ্কু বোস গ্রুপ সি.ই.ও টেকনো ইন্ডিয়া, ঐন্দ্রিলা মুখার্জী  অনুষ্ঠানের মূল সহযোগিতায় vice-chancellor সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি র প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **