সোনারপুরে অনুষ্ঠিত হল দিবা রাত্রি ব‍্যাপি ফুটবল প্রতিযোগিতাঃ

 

সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর    অঞ্চলে বাবা সাহেব আম্বেদকর  সংঘের পরিচালনায় এক বিরাট  দিন রাতের ফুটবল প্রতিযোগিতা  হয়ে গেল মথুরাপুরের ফুটবল মাঠে। এই প্রতিযোগীতা ষোল টি দল অংশগ্রহণ  করে। ফাইনালে  ভারতী সংঘ ১-০গোলে সোনারপুর সুভাষ পল্লীর বিরুদ্ধে  জয় লাভ করে এদিন এই প্রতিযোগিতা  ঘিরে এলাকার বাসিন্দাদের মধ‍্যে তুমুল  উচ্ছাস  দেখা যায়।
 নৈশালোকে ফাইনাল দেখতে প্রচুর মানুষ উপস্থিত  ছিলেন। এই প্রতিযোগিতা  দেখতে হাজির হন স্থানীয় পঞ্চায়েত  প্রধান সীমালতা মন্ডল,সমাজসেবী রিনা চক্রবর্তী, শৈলেন মন্ডল প্রমুখ। প্রতিযোগিতার মুল উদ্যোগতা সুমন হালদার আমাদের জানালেন এদিন বিশেষ আকর্ষন হিসাবে ছোট ছোট শিশুদের  রবীন্দ্রনাথ  নৃত‍্যানুষ্ঠান থাকবে। তাছাড়া  তিনি বলেন বাঙালির  আবেগ হল ফুটবল  তাই সব খেলার সের বাঙালির তুমি ফুটবল কে বিষয়বস্তু  করে এলাকার মানুষকে নিয়ে  এই প্রতিযোগিতা  আয়োজন করা  l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**