বাম-কংগ্রেসের আইন অমান্য নিয়ে ধুন্ধুমার চুঁচুড়ায় :

আগামী ২৮ ও ২৯শে মার্চ দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে বুধবার হুগলীর সদর শহর চুঁচুড়ায় আইন অমান্য কর্মসুচির ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও জাতীয় ফেডারেশনগুলির ডাকে দু'দিনব্যাপী সাধারন ধর্মঘটকে সফল করতে বুধবার জেলা বামফ্রন্ট ও জেলা কংগ্রেস এই আইন অমান্য কর্মসুচিতে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পরে। এদিন প্রথমে চুঁচুড়ার আখনবাজার মোড়ে এক পথসভা আয়োজিত হয়। 
যেখানে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি তুলে ধরার পাশাপাশি মঙ্গলবার রামপুরহাটে ঘটা গনহত্যার প্রতিবাদ করা হয়। পথসভা শেষে এদিন আইন অমান্যের উদ্দেশ্যে এক মিছিল সংঘটিত হয়। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়, বড়বাজার, মাঠের ধার হয়ে পুলিশ কমিশনারের অফিসের দিকে রওনা দেয়। পথে লাল দিঘীর ধার সংলগ্ন এলাকায় প্রথম ব্যারিকেড সরিয়ে মিছিল এগিয়ে চলে। 
এরপর চিনসুরা সুইমিং পুল সংলগ্ন এলাকায় ২য় ব্যারিকেড ভেঙে মিছিল সামনের দিকে রওনা দিতেই পুলিশ তাঁদের পথ আটকায়। শুরু হয় ধস্তাধস্তি। বাঁধা টপকে কয়েকজন সমর্থক সিপি অফিসের দিকে মোড় নিলেও বিশাল বাঁশের ব্যারিকেড আর ভাঙতে পারেনি আইন অমান্যকারীরা। সেখানেও বিশাল পুলিশ বাহিনীর সাথে  আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। একটা সময় আন্দোলনকারীদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পরেন চুঁচুড়া থানার আধিকারিক অনুপম চক্রবর্তী। তবে বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
 বাঁশের পোক্ত ব্যারিকেডের সামনে বসে পরেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে আন্দোলনকারীরা। এরপর সেখানে দাঁড়িয়েই নিজেদের বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। হাজার পাঁচেক আন্দোলনকারীকে গ্রেফতার করার প্রায় ঘন্টাখানেক পর সকলকে নিঃশর্ত মুক্তি দিলে এদিনের মত কর্মসুচির সমাপন ঘোষনা করেন নেতৃত্বরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**