পেট্রোল ডিজেলের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপুরে তৃণমূলের প্রতিবাদ সভাঃ

 

এক সপ্তাহে পেট্রোপণ‍্যের লাগাম ছাড়া মূল‍্য বৃদ্ধির  প্রতিবাদে আজ মমতা ব‍্যানার্জীর নির্দেশমত সারা রাজ‍্যের মতো রাজপুরে তৃণমূল  ছাত্রযুব উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করাহয়।এইমিছিল শুরু হয় হরহরীতলা থেকে শেষ হয় এটলাস পেট্রোল পাম্প মোড়ে।মিছিল শেষে এদিন এটলাস মোড়ে পথসভা করা হয় এই সভায় উপস্থিত  ছিলেন ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক  জেলা সভাপতি  অভীক মজুমদার, রাজপুর টাউন তৃণমূল  সভাপতি  শিবনাথ ঘোষ, রাজপুর টাউন তৃণমূলের  যুব সভাপতি প্রতীক দে ছাত্র পরিষদ সভাপতি  প্রীতম ভট্টাচার্য্য, জেলা ছাত্র পরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ  বনিক প্রমুখ।
 এদিন অভীক বাবু বক্তব‍্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রে যে সরকার  আছে তারা কোন দিন জন দরদি ছিলনা তাদের ভুল সিদ্ধান্তের জন‍্য আজ সাধারণ  মানুষ অসহায়  তাই তাদের পাশে দাড়াতে মমতা ব‍্যানার্জী নেতৃত্বে  তাদের এই আন্দোলন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**