ট্রাফিক পুলিশদের মধ্যাহ্নভোজ আয়োজনে দক্ষিণ বরাহনগর তৃণমূল ছাত্র পরিষদ :

 দিন কি রাত । সর্বখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি সঠিক ভাবে চলাফেরা করছে কিনা যারা ওয়াকিবহাল থাকেন।  দুর্ঘটনা এড়াতে যাদের সচেতনতা একান্ত প্রয়োজন। পথ নির্দেশক হিসেবে পথচারীদের সাহায্য প্রদান করা। রোদ-ঝড়-বৃষ্টিতে উপেক্ষা করেও সিগন্যালের নিচে অনবরত দাঁড়িয়ে ট্রাফিক মেনটেন করা কর্মরত ট্রাফিক পুলিশ প্রশাসন কথা ভেবে তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করল দক্ষিণ বরানগর তৃণমূল ছাত্র পরিষদ। বড়নগর পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজা কুন্ডুর তত্ত্বাবধানে ছাত্র পরিষদের সদস্যদের সহযোগিতায় আজ সিঁথির মোড় থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কর্মরত রাস্তার ধারে সমস্ত ট্রাফিক পুলিশদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। 
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প বাস্তবায়িত করে দুর্ঘটনা এড়াতে যাদের ভূমিকা অপরিসীম। সব সময় মানুষকে পরিষেবা দিয়ে চলেছে জীবন বাঁচাতে সচেতনতা বার্তা দিয়ে চলেছে । সেই কর্মরত ট্রাফিক পুলিশদের প্রতি সম্মান জানিয়ে আজ তাদের হাতে খাবার তুলে দেন দক্ষিণ বরাহনগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ এর সদস্যরা । তাদেরই উদ্যোগে আপ্লুত পুলিশ প্রশাসনও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**