গতকাল রাত্রি নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের তৎপরতায় উদ্ধার হলো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি :
গতকাল রাত্রি নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের তৎপরতায় উদ্ধার হলো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী উত্তর গোপালপুর গ্রামে হানা দিয়ে এক দুষ্কৃতী কে আটক করে ।
ঐ দুস্কৃতীর নাম বিসু সেখ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি 7.65 পিস্তল এবং দুই রাউন্ড গুলি কিন্তু কি উদ্দেশ্যে ওই ব্যক্তি পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ আজ শনিবার সকালবেলায় ওই দুষ্কৃতী কে লালবাগ মহকুমা
আদালতে তোলা হয়. ওই ব্যক্তির কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা এবং কি বিষয়ে সে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা জানার জন্য ইসলামপুর থানার পুলিশ মহামান্য আদালতের কাছে 5 দিনের রিমান্ড চাইলে তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় বর্তমানে তাকে ইসলামপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কি তার উদ্দেশ্য ছিল কোনো মানুষ খুন না কাউকে লুট করার উদ্দেশ্য: না তিনি কোনো জ্ঞ্যাঙ ডাকাতি সঙ্গে যুক্ত আছে। সবকিছুই পরিষ্কার হবে! কিন্তু একটু সময়ের অপেক্ষা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন