সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা ভারত দফা দাবির ভিত্তিতে বন্ধের সমর্থনে ডোমকল এরিয়া কমিটির পক্ষ থেকে হাট-বাজার দোকান-পাট অফিস-আদালত বন্ধের আবেদন ও অনুরোধের সহিত। বিশাল মিছিল সহযোগে রাজপথ এবং ডোমকল শহর পরিক্রমা করা হলো।

সংযুক্ত কিষান মোর্চার ডাকে সারা ভারত জুড়ে 18 দফা দাবির ভিত্তিতে দুদিনের ধর্মঘট  সমর্থনে ডোমকল এরিয়া কমিটির পক্ষ থেকে হাট-বাজার দোকান-পাট অফিস-আদালত বন্ধের আবেদন ও অনুরোধের সহিত। বিশাল মিছিল সহযোগে রাজপথ এবং ডোমকল শহর পরিক্রমা করা করল বামফ্রন্ট একাধিক কর্মীরা। 
অন্যদিকে বহরমপুর এর চিত্র  অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল তারই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুধুমাত্র যানচলাচল অন্যদিনের তুলনায় কিছুটা কম ছিল। কিন্তু অফিস-আদালত খোলা থাকলেও যান চলাচল ব্যাহত কারণে কর্মীরা অনেকেই অফিসে হাজির হতে পারেনি তাই স্বল্প কর্মী নিয়ে সমস্ত সরকারি দপ্তর নিয়মিতভাবে খোলা ছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**