পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান NlLDD সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদে আজ বরাহনগর হসপিটালে প্রতিবন্ধী সংগঠনের বিক্ষোভ কর্মসূচি :

ছবি
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠন সহ তিনটে প্রতিবন্ধী সংগঠনের যৌথ আন্দোলন অঙ্গ হিসেবে গত ৩ রা সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল সারা রাজ্যের থেকে প্রতিবন্ধী মানুষেরা l এই বিক্ষোভের অংশগ্রহণ করে আজ বরানগরে এনআইওএস l  কেন্দ্রীয় মন্ত্রীর আসার কথা ছিল সেই খবর পেয়ে চারটে প্রতিবন্ধী সংগঠন যৌথভাবে এন আই ও এইচ এর সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে l কালো পতাকা এবং পোস্টার প্লাকার্ড নিয়ে তারা সমবেত হয় l এই দপ্তরের মন্ত্রী আসার কথা থাকলেও তিনি এখানে আসেন নি l তার পরে প্রতিবন্ধী বিক্ষোভকারীরা মিছিল করে ভিতরে গিয়ে বিক্ষোভ দেখায় l  ভিতরে গিয়ে তারা বসে পড়ে এবং স্লোগান দেওয়া শুরু করে l গেটের সামনে সংক্ষিপ্ত সভায় হয় l এই সভায় বক্তব্য রাখেন কান্তি গাঙ্গুলি ,তনময় ভট্টাচার্য সহ প্রতিবন্ধী সংগঠনের নেতারা  বক্তব্য রাখেন l  এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্তি গাঙ্গুলি ,তনময় ভট্টাচার্য এবং সমীর পুততুন্ড সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিবন্ধী মানুষেরা l তাদের মূল দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় প্র

অসহায় মানুষের পাশে বেলঘড়িয়া দেশপ্রিয় নগর যুবক বৃন্দ :

ছবি
বেলঘড়িয়া দেশপ্রিয় নগর যুবক বৃন্দর পক্ষ থেকে চতুর্থ বর্ষ ভাদ্র কালী পুজো কেন্দ্র করে যুবকবৃন্দ ক্লাব এর শুভ উদ্বোধন l করোনাভাইরাসে ফলে লকডাউন চলায় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছেন অনেকেই l  সেই সমস্ত অর্থনৈতিক সংকটে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রায় ১৩০ জন মানুষের হাতে সবজি তুলে দেওয়া হয় l এই সবজি মধ্যে ছিল আলু পেঁপে পটল ঝিঙে বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্যাকেট করে l   এই অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় lএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বিমল সাহা এবং সমীরন দাস এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র তার ছেলে সৌম্যদীপ মিত্র এই মঞ্চে উপস্থিত ছিলেন  l এবং মানুষের মঙ্গল কামনায় বক্তব্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন l বেলঘড়িয়া দেশপ্রিয় নগর যুবকবৃন্দ মঞ্চে থেকে তিনি বলেন তার পিতা বিধায়ক মদন মিত্র মানুষের পাশে থাকবেন l

উপনির্বাচনে প্রস্তুত #সোশ্যাল_মিডিয়াও! জেলার বুথস্তরে সংগঠনগুলো গড়ে তোলার উদ্দেশ্যে AITCSSMC রাজ্য কমিটি ছুটে বেড়াচ্ছে**

ছবি
সমীর দাস নদীয়া:- ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। একই দিনে ভোট মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। জল্পনার মধ্যেই আজ ৩ কেন্দ্রের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটের ফল ঘোষণা ৩ অক্টোবর। যদিও এখনো পর্যন্ত ঘোষিত হয়নি অন্য চারটি বিধানসভার উপনির্বাচনের তারিখ। কিন্তু সোশ্যাল মিডিয়ার রাজ্য নেতৃত্ব কপিল তালুকদার এবং তার সহকারীরা বুথস্তরে  সংগঠন গড়ে তোলার তাগিদে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন বিধানসভায়। আজ AITCSSMC জেলার সভাপতি সৈকত দাস এর নেতৃত্বে ফুলিয়ার বিদ্যাসাগর মঞ্চে এমনই এক কর্মী সভায় উপস্থিত ছিলেন, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাংগঠনিক সভাপতি রত্না ঘোষ এবং জয়ন্ত সাহা, জেলা পরিষদের  সভাধিপতি রিক্তা কুন্ডু, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ সহ যুব তৃনমূল কংগ্রেসের জেলা কমিটির 4 জন সম্পাদক, ছাত্রনেতা রাকেশ পাড়ুই, এস সিএস টি সেল, মহিলা, শ্রমিক সংগঠনের নেতৃত্ব। হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্য গণও। বিজেপির আইটি সেলকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার স

সোনারপুরে পালিত হল শিক্ষক দিবস :

ছবি
  সোনারপুর পৌরসভার  চৌদ্দ নম্বর ওয়ার্ডের বৈকন্ঠপুর মোড়ে পালিত হল শিক্ষক দিবস। এদিন এই অনুষ্ঠানে  হাজির ছিলেন স্থানীয়  পৌরমাতা কবিতা ঘোষ মূলত তার উদ্যোগে এলাকার বিশিষ্ট  শিক্ষকদের সংবর্ধনা দেওয়া  হয়।  এছাড়া  এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন নিত‍্যানন্দ ঘোষ বৈকন্ঠপুর তৃণমূল  কার্যালয়  সভাপতি  ইরফান বৈদ‍্য প্রমুখ। 

মানবসেবায় আদ্যাপীঠ :

ছবি
আজ ভাদ্র মাসের কৌশিকী অমাবশ্যা পুণ্য তিথিতে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বিভিন্ন মানব সেবায় কাজ করবে সে কাজের অঙ্গ হিসেবে এস বি আই লাইফ পক্ষ থেকে আদ্যাপীঠের মানব সেবার কাজের সাথে যুক্ত l  তাদের আরো মানবসেবার কাজকে শক্তিশালী করতে পাশে দাঁড়ানোর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া l লাইফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো সংস্থার হাতে l সেই অ্যাম্বুলেন্স এর মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গিয়ে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার সুযোগ করে দিতে পারবেন আদ্যাপীঠ মন্দিরের কর্তৃপক্ষরা l  সেই সমস্ত গ্রামের মানুষ চিকিৎসার সুযোগ পাবে l তাদের কাছে আদ্যাপীঠ চিকিৎসার পরিসেবা পৌঁছে দেবে সেই লক্ষ্যেই আজকের এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন l অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা রিজনাল শাখার পক্ষ থেকে আদ্যাপীঠের বিভিন্ন শাখার বিভিন্ন বিষয়ে তারা খোঁজখবর নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হেড অফিস বোম্বাই কে জানাই তারপরে তারা এই বিষয়ে অনুমোদন দেয় l তারই ফলশ্রুতিতে আজকের এই কর্মসূচি l  

সিপিআইএমএল লিবারেশন সংগঠনের উদ্যোগে বেলঘড়িয়া তে চালু হলো আলাপন পাঠ্যপুস্তক গ্রন্থাগার :

ছবি
শিক্ষা আনে চেতনা চেতনা আনে সমাজ পরিবর্তন l সমাজ পরিবর্তনের জন্য পড়ো এই স্লোগানকে সামনে রেখেই গড়ে উঠলো আলাপ পাঠ্যপুস্তক লাইব্রেরী l এই পাঠ্যপুস্তক লাইব্রেরীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন বই থাকবে গত বছর থেকে করোনাভাইরাস এর জন্য যে লকডাউন চলছে এই ভাইরাসের জন্য স্কুল-কলেজ বন্ধ সাধারণ l  খেটে খাওয়া মানুষ অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ছে l যার ফলে অনেক ছাত্র-ছাত্রী কে অর্থনৈতিক কারণে শিক্ষার আঙিনা থেকে সরে যেতে হচ্ছে l সে কারণেই সি পি আই এম এল লিবারেশন তাদের ছাত্র সংগঠনের ছাত্রদের উদ্যোগে গড়ে উঠেছে বেলঘড়িয়া ৪ নম্বর রেলগেট এর কাছে আলাপ লাইব্রেরী l সপ্তাহে দুদিন খোলা থাকবে l মাসে দু টাকা দিতে হবে কার্ড পুনর্নবীকরণ করার জন্য l ছাত্র-ছাত্রীদের একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক পাবে এবং একই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা l  এখানে পাওয়া যাবে যে সমস্ত বই এই লাইব্রেরীতে পাওয়া যাবে না যারা উদ্যোক্তা আছেন তারা সেই বই জোগাড় করে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের চাহিদা মত বইয়ের যোগান দেবে এই প্রতিষ্ঠান কর্

সংবাদ শিরোনাম