রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহন হল হরিনাভীতে! চেয়ারম্যান পল্লব দাস ঃ

  হরিনাভীতে  পৌরসভার কার্যালয়ে  ৩৫জন জন প্রতিনিধি  কে নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান হয়ে গেল। এদিন শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে কার্যালয়ে  পুলিশি নিরাপত্তা  ছিল আটোসাটো। শপথ গ্রহনে পর দ্বিতীয়  বারের মতো চেয়ারম‍্যান নির্বাচিত হয়েছেন ডাঃ পল্লব দাস। এবং  ভাইস চেয়ারম্যান  হয়েছেন মোফাজ্জেল  হোসেন   (ভুলু)।  
প্রসঙ্গত উল্লেখ্য  এবার পৌর নির্বাচনে   একছত্র আধিপত্য  দেখিয়ে ৩৩টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। একটি ওয়ার্ড গেছে সিপিএমের  দখলে এবং  একটি নির্দলের দখলে গেছে। এদিন জয়ী নির্দল প্রার্থী শিশির ভট্টাচার্য্য  অন‍্য  পৌর প্রতিনিধিদের মতো  শপথবাক‍্য পাঠ করেন।
 এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী ও রাজপুর টাউন তৃণমূল  সভাপতি  শিবনাথ ঘোষ  পৌরপ্রধান নির্বাচিত হয়ে পল্লব বাবু আমাদের জানান   তিনি সবাইকে  নিয়ে একসাথে কাজ করতে চান। এবং  নিকাশি সমস‍্যা সমাধানে মাস্টারপ্ল্যান  তৈরী করে কাজ করতে চান। তাছাড়া  আগামী  পাঁচ বছর রাজপুর সোনারপুর পৌর এলাকার বাসিন্দারা  আরো উন্নত পৌর পরিসেবা পাবে বলেও তিনি আশ্বাস  দেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**