কলকাতা স্টক মার্কেটের গল্প নিয়ে আসছে "মানি মাফিয়া"

 
প্রথমবার কলকাতার স্টক মার্কেটের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে মানি মাফিয়া। সত্যজিৎ দাস এর পরিচালনায় বাংলা চলচ্চিত্র প্রেমীদের এক্স নতুন সিনেমাতে আসছে কলকাতা স্টক মার্কেটের নতুন নতুন অজানা গল্প নিয়ে বাংলা সিনেমা মানি মাফিয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মানা, জয় সেনগুপ্ত, অনিন্দ্য পুলক ব্যানার্জি, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার, অভিজিৎ দাস , বিশ্বজিৎ চক্রবর্তীর মত স্বনামধন্য অভিনেতারা। 
Refflix entertainment Pvt Ltd. এর প্রযোজনায় সত্যজিৎ দাস এর পরিচালিত ছবি প্রকাশ নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে।
কলকাতা স্টক মার্কেটের অন্দরমহলের অজানা তথ্য নিয়ে সম্প্রতি মুক্তি পেতে চলেছে মানি মাফিয়া। যার শুটিং ইতিমধ্যেই চলছে। কলকাতা সহ পার্শ্ববর্তী বেশকিছু জায়গাতে এই ছবির শুটিং হচ্ছে। বহুদিন পর দর্শকদের আলাদা এক ভিন্ন স্বাদ দিতে আসছে মানি মাফিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**