পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

**প্রচারে ব্যস্ত সুজন চক্রবর্তী :

ছবি
দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তী উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতা মাঝিরহাট মোড় থেকে প্রচার শুরু করে শহীদ ননী সাহা সরণি হয়ে ডাক্তার বাগান মোর বেলঘড়িয়া  এক্সপ্রেসওয়ে নিচ দিয়া দুর্গানগর ঢালাই কারখানা হয়ে দুর্গানগরে গিয়ে শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তী l  উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য তন্ময় ভট্টাচার্য , সিপিআই(এম )জেলা কমিটির সদস্য অতসী চক্রবর্তী ,শিব শঙ্কর ঘোষ ,দেবায়ন ব্যানার্জি সহ সিপিআইএমের নেতৃত্ব কর্মীরা ছাত্র যুব মহিলা  l  সুজন চক্রবর্তীর সঙ্গে সবাই পা মেলান। এলাকা মানুষের উৎসাহ দেখা যায় প্রার্থীকে পেয়ে চোখে পড়ার মতো ।

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

ছবি
বেলঘড়িয়ানিউ বাসুদেবপুর রোড অধিবাসীবৃন্দের ( নিউ কলোনি ) পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসবের আয়োজন করা হয় বসন্ত উৎসব l অনুষ্ঠিত হয় কামারহাটি পৌরসভা পরিচালিত শিশু উদ্যানে l  ধামসা মাদল তিনটে নাচের টিম তাদের শিল্পীরা নাচ পরিবেশন করেন ল সংগীত পরিবেশন করেন অনি দাম ও তার সম্প্রদায় আদিবাসী নৃত্য l ধামসা মাদলে মেতে ওঠে এলাকার মানুষেরা l তাদের সাথে অংশগ্রহণ করে গুণী মানুষের রাও । অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তী , কামাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ,কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি বিমল সাহা ,কামারহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী ,পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির ও অডিনেটর কৌশিক চ্যাটার্জী সহ বিভিন্ন ব্যক্তিত্বরা ।  এলাকার মানুষ সহ শিশুরাও এই বসন্ত উৎসবে মেতে ওঠে । রাঙ্গিয়ে ওঠে রঙিন এ ।