পঞ্চায়েত সদস্যের উদ্যোগে এলাকার মানুষের জন্য হেল্পলাইন নম্বর চালু হলঃ
সোনারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য সুমন হালদারের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর সুবিধার্থে বিশেষ একটি হোয়াটস আ্যাপ নম্বর চালু করা হল। এদিন মথুরাপুরে দলীয় কার্যালয়ে এই হোয়াটস আ্যপ নম্বর টি চালু করেন সুমন বাবু নিজে। এদিন তিনি বলেন এলাকায় বিশেষ ভাবে সক্ষম মানুষরা এবং বয়স্কদের জন্য এই পরিসেবা চালু করা হল। যার ফলে ঘরে বসে মানুষ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন এবং তারা তাদের পরামর্শ ও যেকোন অভিযোগ জানাতে পারবেন। নম্বর চালু হওয়ার পরে ব্যাপক সাড়া মিলেছে বলেও সুমন বাবু জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন