দূর্বার মহিলা সমিতির উদ্যোগে পালিত হল অন‍্য বসন্ত উৎসবঃ


ফাগুন লেগেছে বনে বনে। হ‍্যা আজ দোল বনে। হ‍্যা আজ দোল পূর্নিমা আজ একে অন‍্যকে রাঙিয়ে তোলার দিন। আর এই বসন্ত উৎসব কে মাথায় এক অন‍্য রকমের বসন্ত উৎসব আয়োজন করা  হয়েছে দূর্বার মহিলা সমিতির উদ্যোগে যার নাম দেওয়া হয়েছিল  অন‍্য বসন্ত। এদিন  সমাজের প্রান্তিক শ্রেনীর মহিলাদের সাথে বসন্ত উৎসবে রঙ খেলায় মেতেছিলেন সমাজের বিশিষ্ট  ব‍্যাক্তিরা। এই অন‍্য বসন্ত উৎসবে অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট  বাচিক  শিল্পী  মৌনিতা মুখার্জী, মৃৎ শিল্পী  মিন্টু পাল,বিশিষ্ট সমাজসেবী ডঃ সুরেশ কুমার আগ্রওয়াল, শিক্ষাবীদ অহনা চক্রবর্তী, সাংবাদিক  দেবপ্রেম সরকার প্রমুখ। এদিন এই  সমস্ত বিশিষ্ট  জনেরা  প্রান্তিক শ্রেনীর মহিলাদের  সাথে বসন্ত উৎসবে আনন্দ  ভাগ করে নেন। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাশ্বেতা মুখার্জী। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**