ভোররাতে অভিযান চালিয়ে ইসলামপুর থানা এলাকায় অস্ত্র উদ্ধার :

গত শুক্রবার রাত্রের ঘটনা আমাদের চ্যানেলে দেখানো হয়েছিল ইসলামপুর থানার পুলিশ একটি ৭ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে !ঠিক তিনদিন পর গতকাল  অর্থাৎ সোমবার রাত্রে আবারও মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলমের তৎপরতায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার নুনচা গ্রামে হানা দিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ জানা গেছে ওই ব্যক্তির নাম মইজ উদ্দিন মন্ডল নুঞ্চা গ্রামেরই বাসিন্দা বয়স 36 বছর । ইসলামপুর থানা এলাকায় পরপর এরকম ঘটনা ঘটেই চলেছে কি কারনে এত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসলামপুর বাসির মনে। আগামী দিনে কোন বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে নাতো  ইসলামপুর বাসিকে? সংশয় থেকেই যাচ্ছে ইসলামপুরের একাংশ মানুষের মধ্যে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **