পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"ধর্ম যার যার- দেশ সবার,, এই দাবীতে পানিহাটি বাম গণ সংগঠনের উদ্যোগে বাংলাদেশে শান্তির দাবিতে পারিহাতি জুড়ে মহা মিছিল :

ছবি
পানিহাটি ১ নম্বর আঞ্চলিক কমিটির অন্তর্গত ছাত্র যুব মহিলা গণ সংগঠনগুলোর উদ্যোগের বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মশাল মিছিল l মশাল নিয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ডাবলু টি আই এল কারখানার গেটে সোদপুর স্টেশন রোডের এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় l  সিপিআই(এম )এক নম্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল বের হয় l সোদপুর স্টেশন রোড হয়ে বি টি রোড ট্রাফিক মোড়ে হয়ে ডাব্লু পি আই এল কারখানার গেটে এসে শেষ হয় l এখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সভা সংগঠিত হয় l এই সভায় বক্তব্য রাখেন প্রথম সর্বভারতীয় ছাত্রনেত্রী প্রিয়াঙ্কা কাঞ্জিলাল l যুবনেতা সায়ন চক্রবর্তী এবং ছাত্রনেতা অতনু দাস l এই মিছিলে ছাত্র যুব মহিলা সহ সিপিএমের নেতৃত্ব কর্মীরা পামেলান l এই মিছিলে মূল দাবি ধর্ম যার যার দেশ সবার l এছাড়া তারা বলেন বাংলাদেশ শান্তি ও ঐক্যে সম্প্রীতি ফিরে আসুক l

খরদা ১০৯ উপনির্বাচনে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস এর সমর্থনে খরদা মানুষের কাছে সমর্থন চাইলেন ডাক্তার ফুয়াদ হালিম :

ছবি
১০৯ খরদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী প্রাক্তন রাজ্যের ছাত্রনেতা ও বর্তমানে রাজ্যের এবং উত্তর জেলার যুবনেতা দেবজ্যোতি দাস এর সমর্থনে নির্বাচনী সভা l তিনটি সভা সংঘটিত হয় l প্রথমটি হলো রহড়া রিজেন্ট পার্ক মরে এই সভায় সভাপতিত্ব করেন সমীর মন্ডল এবং বক্তব্য রাখেন ডাক্তার ফুয়াদ হালিম l বক্তব্য রাখেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস l  এছাড়া প্রার্থী দেবজ্যোতি দাস বক্তব্য রাখেন l ও সিপিআই(এম )উত্তর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তনময় ভট্টাচার্য l দ্বিতীয় সভা সংগঠিত হয় মিশনপাড়া ব্যাংকের মরে এখানে বক্তব্য রাখেন ডাক্তার ফুয়াদ হালিম l  সর্বভারতীয় এসএফআই সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং তনময় ভট্টাচার্য এবং তৃতীয় সভাটি হয় শান্তিনগর নতুন পোল এর কাছে এখানে বক্তব্য রাখেন চারণ চক্রবর্তী ময়ূর বিশ্বাস এবং দেবজ্যোতি দাস l তিনটি স্থানে কর্মী-সমর্থকদের ভির দেখা যায় l এই সভা থেকে দাবি তোলা হয় খরদা সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে খরদা উপনির্বাচনে দেবজ্যোতি দাস কে বিপুল ভোটে জয়যুক

বাংলাদেশে হিন্দুদের ওপর অত‍্যাচারের প্রতিবাদে সোনারপুরে বিজেপির মিছিলঃ

ছবি
 বাঙালি তথা হিন্দুদের অন‍্যতম পবিত্র উৎসব হল দূর্গাপূজা। সারা বছর আমরা পূজোর পাঁচটা দিনের জন‍্য অপেক্ষা  করে থাকি কখন মা বাপের বাড়ি আসবে।শুধু। এবছর আমরা সবাই  যখন দূর্গাপূজোর আনন্দে মেতে ছিলাম। ঠিক তখনই  আমাদের প্রতিবেশি রাষ্ট্র  বাংলাদেশে ঘটে গেল নিন্দনীয়  ঘটনা। যা দেখে সারা পৃথিবী স্তম্ভিত। নিন্দার  ঝড় উঠল সব মহলে।  বাংলাদেশে দূর্গাপূজোর সময় ভাঙাহল মা দূর্গার মূর্তী। আর এই ঘটনার জন‍্য এপার বাংলাতেও নিন্দার ঝড় উঠল। আজ বিজেপির  সোনারপুর দুই নং মন্ডলের সভাপতি  তমাল চৌধুরীর  উদ্যোগে হরিনাভীতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান স্থানীয় বিজেপি কর্মীরা। মিছিল শেষে তমাল চৌধুরী  বলেন তারা এই ঘটনার তীব্র নিন্দা  করছেন এবং  তিনি দাবী করেন বাংলাদেশ সরকারের  উচিত দোষীদের  কঠোর শাস্তি  দেওয়া। 

বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থানে এবং দুর্গাপূজা মণ্ডপে আক্রমণের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশে শান্তি ঐক্য সম্প্রীতি ফিরিয়ে আনার রক্ষার দাবিতে দেশপ্রিয় নগরে বামেদের শান্তি মিছিল :

ছবি
বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থানে এবং দুর্গাপূজা মণ্ডপে আক্রমণের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের শান্তি ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার এবং সম্প্রীতি রক্ষার দাবিতে বেলঘড়িয়া দেশপ্রিয় নগরে এসএফআই ,ডি ওয়াই এফ আই ,সি আই টি ইউ ইউ সিমআর সি এবং মহিলা সমিতি সমস্ত গণসংগঠনের ডাকে টেক্সমাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির উদ্যোগে সম্প্রীতির রক্ষার দাবিতে মিছিল সংঘটিত হয় l সিপিআই(এম )টেক্সমাকো দেশপ্রিয়া নগর এরিয়া কমিটি উপেন সেন স্মৃতি ভবন থেকে মিছিল শুরু হয় l ওল্ড নিমতা রোড ,আনন্দগর ,এস পি মুখার্জি রোড ,k8 বাস স্ট্যান্ড ,বাসুদেবপুর মেইনরোড ,শহীদ বেদীর মোড়, শ্রীপল্লি হয়ে নিলগঞ্জ রড মিলিটারি রোডের সংযোগস্থল সিপিআইএমের পার্টি অফিসের সামনে গিয়েই মিছিল শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার , সি আই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্য ,সুকান্ত গুহ, ছাত্রনেত্রী তানিয়া মিত্র ,যুবনেতা প্রিয়তোষ ঘোষ ,মহিলা নেত্রী রত্না দত্ত সহ ছাত্র যুব মহিলা শ্রমিক সিপিএম কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মেলান l এই মিছিল থেকে দাবি তোলা

এলাকার মানুষের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় সারলেন প্রাক্তন পৌরপিতাঃ

ছবি
 সবেমাত্র শারদ উৎসব শেষ হয়েছে । এখন চলছে বিজয়ার শুভেচ্ছা  বিনিময়  পালা আর সেই শুভেচ্ছা  বিনিময়  কে হাতিয়ার করে এলাকায়  জনসংযোগে বেরিয়ে  পড়লেন রাজপুর সোনারপুর পৌরসভার  বারো নং ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা  তথা কোয়ার্ডিনেটর প্রনবেশ মন্ডল।  এদিন তিনি স্থানীয়  রাধা গোবিন্দ পল্লী  এলাকায়  সাধারন মানুষের সাথে শুভেচ্ছা  বিনিময় করেন। এবং  এলাকার মানুষের চাহিদার  কথাও শোনেন। প্রনবেশ বাবু জানান বিজয়ার পর তার এলাকার  মানুষ কেমন আছে বা তাদের পূজো কেমন কাটল এই বিষয়  নিয়ে তার এই জন সংযোগ  কর্মসূচি। এদিন তিনি স্থানীয় বাসিন্দাদের শুভেচ্ছা  জানানোর পাশাপাশি  মিষ্টিমুখ  করান। 

দুর্গোৎসব মেতে উঠলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে গ্রেটার হিউস্টন প্রবাসী বাঙালিরা :

ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে গ্রেটার হিউস্টন দুর্গাপূজা সমিতির ষষ্ঠ দুর্গোৎসব অনুষ্ঠিত হল স্থানীয় ইসকন মন্দিরে। টেক্সাসের প্রায় পাঁচ হাজার বাঙালি এই উৎসবে শামিল হন।  অমিত ব্যানার্জীর পৃষ্ঠপোষকতায় ও বিষ্ণুপদ গোস্বামীর পৌরোহিত্যে সুচারু ভাবে পূজার পরিচালনা সম্ভব হয়। বহু কলাকুশলী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মৌমিতা ড্যান্স একাডেমির প্রীতিলতা মিত্র, মৌমিতা চৌধুরী এবং অনুশ্রীর নৃত্য পরিবেশন সকলকে মুগ্ধ করে। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে শারদোৎসব পালিত হয়।

ইউএসএ এ বাংলা পুজোর গানে এ কুশল :

ছবি
“ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে” আর বাঙালী ? সে ভূ-ব্রম্ভাণ্ডে যেখানেই যাক না কেন— মাছ, মিষ্টি আর মিউসিক ছাড়া বাঁচবে না! আর সেইদলের একজন অন্যতম - কুশল চ্যাটার্জী পেশাগত কারণে আছেন বহুদিন মার্কিমুলুকে। কিন্তু গান লেখা, সুর করা আর গাওয়ার প্যাশন ধরে রেখেছেন! করে চলছেন নানাধরনের ক্রিয়েটিভ কাজ। গত বছর এই উৎসবের মরসুমেই রিলিজ করেছিলেন একটি মিউসিক ভিডিও । এবছর কি ব্যাতিক্রম হতে পারে? এবারের নিবেদন – “প্লীজ ডোন্ট গো", একটা সুরেলা গান আর ঝকঝকে ভিডিও আসছে এই মরশুমে। গানের সুর, লেখা কুশলের নিজের, নিজেই গেয়েছেন। তবে এক রাশি গুণী musician যুক্ত হয়েছেন এই কাজে । কুশলের নিজের ভাষায় “গান বাজনা ঠিক দল বেঁধে না করলে মজা নেই! “ গানের সঙ্গীত সঞ্চালনায় এবং যন্ত্রানুষঙ্গে আছেন বরুন দাশগুপ্ত, সুব্রত ব্যানার্জী। রেকর্ডিং, মাস্টারিং এবং এডিটিং করেছেন জয়ন্ত দাস। অন্য দিকে ভিডিওর দায়িত্ব একাই নিয়েছেন অম্লান দত্ত। কুশলের মতোই প্রবাসী এবং ক্রিয়েটিভ কাজে তাঁর প্যাশন, তবে উনি মনোনিবেশ করেছেন ভিডিও আর ফোটোগ্রাফিতে। এইজুটির গত বছরের কাজ ইউটুবে রিলিজ হওয়ার পর বেশ সারা পড়েছিল । অম্লান বললেন -

উৎসব শিরোপায় ব্যাপক সাড়া :

ছবি
শরতের মহাপূজা মানে আনন্দ আর উৎসব। আর সেই উৎসবে অঙ্গ হিসাবেই কলকাতার জনপ্রিয় প্রচার সংস্থা লাইমলাইট এবং বাংলার রাজনীতি পত্রিকার আয়োজনে এবং খবরের স্পন্দন পত্রিকার  বিশেষ সহযোগিতায় *উৎসব শিরোপা* এবং *উৎসব সুন্দরী* প্রদান করা হলো কলকাতা সুরুচি সংঘ, মিলন সংঘ ,ভবানীপুর দুর্গোৎসব কমিটি, দূর্বার মহিলা দুর্গোৎসব কমিটি,  দি রেফিউজ ,বেলঘড়িয়ার মানসবাগ, বরানগর লোল্যান্ড দুর্গোৎসব কমিটি সহ হুগলির ধনেখালির বেশ কয়েকটি জনপ্রিয় পূজামণ্ডপ এই *উৎসব শিরোপা সম্মানে* ভূষিত হলো।  ধনেখালির মুকুন্দপুর ভাতৃসংঘ, কানানদী ব্যবসায়ী সমিতি, খড়ুয়া দুর্গোৎসব কমিটি, রোহিয়া নবীন সংঘ ,নালিকুল শিমুলতলা  আগমনী সংঘ *উৎসব শিরোপা* পুরস্কার লাভ করে। সেরার সেরা  হয়েছে ধনেখালির নিউ বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতি। পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক  রোহিন ব্যানার্জি,প্রযোজক শুভাশিস সাহা,সংগীতশিল্পী  ও অভিনেত্রী শীর্ষl রক্ষিত,অভিনেত্রী অর্পিতা পlল ,শিশুশিল্পী  তর্পণ হাজরা ,সংগীতশিল্পী কমলিকা ভট্টাচার্য এবং সাংবাদিক শংকর দত্ত ,সাংবাদিক নওশাদ মল্লিক ও প্রচার সচিব দেবব্রত রায় চৌধুরী সহ

মনোহরার দেশে মা এসেছেন ডাকের বেশেঃ

ছবি
  শহর ছাড়িয়ে  এবার আমরা পৌছে গেছিলাম হুগলীর বিখ‍্যাত জনপদ জনাইয়ে। সেখানকার বিখ‍্যাত জমিদারবাড়ী মাঝের বাড়ীতে। আনুমানিক প্রায় তিনশো বছরের পূজো এই মাঝেরবাড়ীর পূজো। পূজো শুরুহয় জনাইয়ের বিখ‍্যাত তিন জমিদার হরমোহন মুখোপাধ‍্যায়, কালিপ্রসাদ মুখোপাধ‍্যায়  হাত ধরে। কালান্তরে এই পূজো  কালিবাবুর পূজো ও মাঝেরবাড়ির পূজো হিসাবে বিভক্ত হয়ে যায়। আমরা আজ পরিবারের সদস‍্য প্রিয়াঙ্কা মুখোপাধ‍্যায়ের আমত্রনে মাঝের বাড়ীর পূজো দেখতে জনাইয়ে মাঝেরবাড়ীতে উপস্থিত  ছিলাম। পূজো সম্মন্ধে নানা অজনা তথ‍্য শুনলাম পরিবারের  প্রবীন সদস‍্য অভিজিৎ চ্যাটার্জী মুখে। তিনি জানালেন কিভাবে কালের প্রবাহ স্রতো পূজোর রুপ পাল্টেছে।  এখন অনেক উপাচার আর নেই। তবে যেটা আছে সেটা হল পূজোর পাঁচদিন অফুরন্ত  আনন্দ। পরিবারের সদস‍্যদের মধ‍্যে র্নিভেজাল আড্ডা  আর ভোগ খাওয়া। এখানে দেবী দূর্গা মাতৃরুপে পূজিত হন। আগে পশু বলি প্রথা থাকলেও এখন আর তা নেই। তবে সবজী বলি এখনো হয়। এখানে একটা বিশেষত্ব  হল অষ্টমীততে কল‍্যানী পূজো যেখানে মাকে নয়টি ঘট কাপড়  মিষ্টি  নিবেদন করা হয়।  আর দশমীর বিদায় বেলায় মা পান্তা ভাত খেয়ে কৈল

সোনারপুরে প্রচেষ্টা পরিবারের উদ্যোগে বস্ত্র বিতরনঃ

ছবি
 মহা ষষ্ঠীর পূর্ণ লগ্নে  সোনারপুর স্টেশন এলাকায়  দুঃস্হ মানুষকে পূজোয় নতুন বস্ত্র বিতরন করে এক অনন‍্য নজীর গড়ল সমাজসেবী বুম্বা ভট্টাচার্য্য র প্রচেষ্টা  পরিবার। এদিন সোনারপুর স্টেশন এলাকায়  দুঃস্হ মানুষদের মধ‍্যে নতুন বস্ত্র বিলি করা হয় প্রচেষ্টা  পরিবারের  উদ্যোগে।  শুধু তাই নয় প্রচেষ্টা  পরিবারের সদস‍্য আকাশের জন্মদিন উপলক্ষ্যে  ঐ সব মানুষকে খাবার বিলি করা হয়। এই অনুষ্ঠানে  বুম্বা ভট্টাচার্য্য  ছাড়াও উপস্থিত ছিলেন অনামিকা, অর্পনা, ঝুমুর, সবুজ, প্রিতি,রিঙ্কি, মৌমিতা, অরিত্র, অরিন্দম, দেবাশীষ, প্রিয়া, শ্রীঞ্জয়,তুষার, কৃষ্ণা, রিম্পাদি, মৌমিতা দি প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে  বুম্বা ভট্টাচার্য্য  বলেন পূজোর আগে সোনারপুরের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তিনি খুব খুশী । সকলের পূজো ভালো কটুন বলেও তিনি জানান। 

খরদা উপনির্বাচনে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থী দেবজ্যোতি দাস l

ছবি
১০৯ খরদা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর সমিরন বারিক এর কাছে l  দেবজ্যোতি দাস এর সাথে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কল্যাণ মুখার্জি l সিপিআই(এম) খরদা এরিয়া কমিটির সম্পাদক স্বপন ধর l এরিয়া কমিটির সদস্য রিন্টু মৈত্র এবং দেবাঞ্জন গোস্বামী l করোনাভাইরাস বিধি মেনেই মনোনয়ন পত্র জমা দিলেন  আজ দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে দেবজ্যোতি দাস l

আগরপাড়া ইয়ুথ রিগ্রেশন সেন্টার এবারের পুজোর ভাবনা নারীশক্তি :

ছবি
আগরপাড়া ইয়ুথ রিগ্রেশন সেন্টার ২৬ বছরের দুর্গাপুজোর থিম সঙ্গীত উদ্বোধন হলোl  থিম সঙ্গীত গেয়েছেন বিশিষ্ট গায়ক রাঘব চট্টোপাধ্যায় l কথা এবং সুর অরুনাভো চক্রবর্তী l মন্ডপ তৈরি করেছেন সাগর মন্ডল ও রাজেশ দাস l  পুজো কমিটি সরকারি বিধি নিয়ম মেনে হাইকোর্টের রায় অনুযায়ী করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করছে l এক সাংবাদিক সম্মেলন করে আজকের এই গানের উদ্বোধন করেন পুজো কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ দে l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা l এবারে পুজো কমিটির ভাবনা নারীশক্তি l

উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের উপরে যেভাবে গাড়ি চালিয়ে দেয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তার ছেলে তার গ্রেপ্তারের দাবিতে বেলঘড়িয়া বামেদের প্রতিবাদ :

ছবি
সিপিআই(এম )বেলঘড়িয়া এরিয়া কমিটির অন্তর্গত প্রফুল্ল নগর শাখার উদ্যোগে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের উপরে যেভাবে গাড়ি চালিয়ে দেয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তার ছেলে l   কৃষক আন্দোলনের আন্দোলনরত কৃষকরা মারা যায় এবং বেশ কিছু কৃষক আহত হয়l তার প্রতিবাদে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয় l অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআই(এম )কর্মীরা l

বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র :

ছবি
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব পুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় গঙ্গার তীরবর্তী অঞ্চল গুলোতে। ঠিক সেই সময়ই বেলঘড়িয়া মানসবাগ সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজো প্রাঙ্গণে চন্ডীপাঠ করলেন স্থানীয় বিধায়ক তথা সংগঠনের সভাপতি মদন মিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র। শ্রদ্ধা ও ভক্তি সহকারে চণ্ডীপাঠ শ্রবণ করলেন উপস্থিত সাধারণ মানুষেরা। চন্ডীপাঠ শেষে মদন মিত্র জানালেন, মা দুর্গা যেন পৃথিবীর মঙ্গল করুন সমস্ত পাপের বিনাশ করে পৃথিবী কে শান্ত করুন। এই প্রার্থনা করলেন মদন মিত্র পাশাপাশি তিনি কটাক্ষ করতেও ছাড়লেন না নরেন্দ্র মোদিকেও।

পূজোর আগে ঢোলারহাটে শিশুদের বস্ত্র বিতরন প্রচেষ্টা পরিবারেরঃ

ছবি
 মানুষের জন‍্য এই কথাটা আবারও  প্রমান করে দিল প্রচেষ্টা  পরিবার  আজ মহালয়ার  পূণ‍্য লগ্নে বুম্বা ভট্টাচার্য্য  ও তার প্রচেষ্টা পরিবারের সদস‍‍্যরা দক্ষিন ২৪পরগনার ঢোলারহাট বিজননগর গ্রামে ছোট ছোট শিশুদের নতুন জামা সাথে চকোলেট  উপহার দিলেন। শুধু তাই নয় স্থানীয় মহিলাদের  শাড়ি ও খাদ‍্যদ্রব‍্য তুলে দেওয়া হয়। এর পাশাপাশি  পুরুষদেরও নতুন পোশাক  তুলে দেওয়া হয়। প্রচেষ্টা পরিবারের তরফে এদিন বুম্বা ভট্টাচার্য্য ছাড়া উপস্থিত  ছিলেন সেক্রেটারি পুষ্পা ভট্টাচার্য্য,জেনারেল সেক্রেটারি অপর্না, ভায়েস সেক্রেটারী  সুস্মিতা তাছাড়া সোমা, সুচরিতা  শীর্ষা, অয়ন্তিকা, কৃষ্ণা, প্রিয়া প্রিয়াঙ্কা, টুপুর, ফাল্গুনি, চুমকি মৌমিতা, মাম্পি,  পারমিতা,ঝুমুর,অর্পনা রুবী,রিয়া,রুপাদি প্রমুখ এছাড়াও  এদিন প্রচেষ্টার  পুরুষ  সদস‍্যদের মধ‍্যে উপস্থিত  ছিলেন অভীক, দ্বীপ,প্রীতম, প্রণয়, সামীম, সবুজ,তুষার,আকাশদ্বীপ,প্রনয় অর্ক, মিলন দেবশীষ  মানষদা প্রমুখ। চিরকাল প্রচার বিমুখ  বুম্বা ভট্টাচার্য্য  জানালেন আজ তিনি জীবনের সবচেয়ে  বড় উপহার  পেলেন তা হল গ্রামের ছোট ছোট শিশুদের মুখের হাসি এই হাসি তার কাছে অনেক দামি

সোনারপুর মহাবিদ্যালয় আয়োজিত হল কোভিড ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্পঃ

ছবি
 রাজ‍্য সরকারের  উদ্যোগে প্রতি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের টীকাকরন কর্মসূচি চলছে তার অঙ্গ হিসেবে  আজ সোনারপুর মহাবিদ্যালয়  কোভিড ভ‍্যাক্সিনেশন ক‍্যাম্প আয়োজন করা হয়। এদিন কলেজের অধ‍্যক্ষ উজ্জল রায় জানান আজ ছাত্রছাত্রীদের  কোভিশিল্ড টীকা দেওয়া হয়। যাদের টীকার প্রথম ডোজ হয়ে  গেছে তাদের টীকার প্রমানপত্র নিয়ে  কলেজে এলে টীকার ব‍্যবস্থা করা হয়।  আর যাদের এখনো কোন ডোজ হয় নি তারা উপযুক্ত  প্রমানপত্র নিয়ে  এলে টীকার ব‍্যবস্থা করা হবে। আজ এবং  আগামীকাল  এই কর্মসূচি  চলবে। এদিন কলেজ ছাত্র সংসদের তরফে নাসীর বাগানী জানান তারা দুই দিন ধরে এই কর্মসূচির মাধ‍্যমে কলেজের সকল ছাত্রছাত্রীদের  টীকা দেওয়া   হবে  এদিন ছাত্র সংসদের তরফে   বিরাজ বিশ্বাস, দীনবন্ধু নস্কর,অঙ্কুশ মন্ডল,রুপক মন্ডলরা সব সবসময়  ছাত্রছাত্রীদের  সাহায‍্য করেছেন। 

করোনা কেড়ে নিয়েছে কত প্রান তবু থেমে নেই আমাদের জীবন প্রতি মুহুর্তে লড়াইটা জারি রেখেছি আমরা :

ছবি
করোনা কেড়ে নিয়েছে কত প্রান তবু থেমে নেই  আমাদের জীবন  প্রতি মুহুর্তে লড়াইটা জারি রেখেছি আমরা।  করোনায় আমরা যখন গৃহবন্দী ঠিক তখন আমাদের ড্রয়িং রুমে  সংবাদ পৌছে দেওয়ার জন‍্য রাতদিন সাতদিন ওরাও লড়াই  চালিয়ে গেছে।  এই লড়াইয়ে  ওদের মধ‍্যে থেকে হারিয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দোপাধ‍্যায় বা অলোক ঘোষের মত তরতাজা  প্রান কিন্তু ওরা লড়াই  থামায় নি  কারন ওরা সাংবাদিক।  আজ তাই করোনা কালে প্রয়াত হওয়া তিন বিশিষ্ট  সাংবাদিক অঞ্জন বন্দোপাধ‍্যায় (২৪ ঘন্টা এডিটর),অলোক ঘোষ (ওংকার টিভি চ্যানেল) এবং (আজকাল) উদয় বসুর স্বরণে এক বিশেষ  সভা আয়োজিত হল খড়দহ রবীন্দ্র ভবনে। আয়োজক অল ইন্ডিয়া  প্রেস ব‍্যুরো ও ব‍্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার আ‍্যসোসিয়েশন