বিশ্ব শান্তি স্থাপনে আহমদীয়া মুসলিম জামাত :
৬৮ তম বাৎসরিক আহমদীয়া মুসলিম জামাত ইব্রাহিমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। *যুদ্ধ নয় শান্তি চাই* - LOVE FOR ALL HATRED FOR NONE আহমদীয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মীর্যা গোলাম আহমদ ই হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) এর ভবিষ্যৎ বানী অনুযায়ী শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষ। তিনি ১৮৮৯ সালে আল্লাহতালার কর্তৃক বানী প্রাপ্ত হয়ে এই পবিত্র ইসলামী জামাতের ভিত্তি স্থাপন করেন। আহমদিয়া মুসলিম সম্প্রদায় একটি ছোট সম্প্রদায় এটি ইসলামের প্রকৃত শিক্ষার পতাকা বহন করে এবং এর প্রতিনিধিত্ব করে থাকে বিশ্বে বসবাসকারী প্রত্যেক আহমদি সেই দেশের অভ্যন্ত বিশ্বভ নাগরিক এবং সেই দেশকে ভালোবাসে। আর এটি আমাদের নবি হজরত মহম্মদ সাঃ এর শিক্ষার কারনে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে "দেশ প্রেম বিশ্বাসের অঙ্গ" (তফসীর হাক্কি সুরা আল কাব্বাস: ৮৬) আহমদীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলেন, 'বিশ্ব প্রতিপালক (আল্লাহ) তাঁর উপর দুইটি দায়ীত্ব অর্পণ করেছেন। একটি হলো স্রষ্টার অধিকার, আর একটি হলো সৃষ্টির অধিকার।" তিনি আরও বলেন “সৃষ্টিকর্তা ও সৃষ্ট জীবের ম...