দুর্গাপূজার অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী মিলন হালদার :
দুর্গাপূজার অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর আচমকাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আচমকাই মৃত্যু হলো কাউগাছি চন্ডীতলা এলাকার বাসিন্দা মিলন হালদারের। পরিবারের অভিযোগ গত অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মিলন হালদার কে কিছু দুষ্কৃতী তার পথ আটকে তাকে ব্যাপক পরিমাণে মারধর করা হয়।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ঘটনার কথা বাড়ির লোক জানতে পেরে তাকে উদ্ধার করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালেই আজ মিলনের মৃত্যু হয়।পরিবারের অভিযোগ মিলন সক্রিয় বিজেপি কর্মী তার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে এভাবে পিটিয়ে খুন করেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থেকে বলরাম বোস রিপোর্ট l