তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সমাজ বিরোধীদের দৌরাত্ম্যে উত্তাল হয়ে উঠল খড়দা অঞ্চল*

খড়দা,বলরাম বোস : গতকাল রাতে খড়দা রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে বন্দিপুর অঞ্চল আনন্দ পল্লীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সমাজবিরোধীদের দৌরাত্ম্যে উত্তাল হয়ে উঠল খড়দা অঞ্চল l

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে l তৃণমূলের বেশ কিছু কর্মী তারা একটি চায়ের দোকানে আড্ডা মারছিল l সেই সময় দুটো বাইকে করে ৫-৬ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আসে l একটি ব্যাগে করে তিনটে বোমা ছুঁড়ে ফেলে দিয়ে পালায় lএকটি লাল রঙের পালসার বাইক ছিল এবং অপরটি নীল রঙের পালসার বাইক ছিল l তার পর এই ভয়ে এলাকার মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করে l এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় l যে তিনটে বোম ছাড়া হয় তার মধ্যে দুটি বোম ফাটেনি l যার ফল বেঁচে যায় আশে পাশের সাধারণ মানুষ l রহড়া থানায় খবর দেওয়ার পরে রহড়া থানার পুলিশ এসে বোম  গুলি উদ্ধার করে নিয়ে যায় l এই নিয়ে পাতুলিয়া অঞ্চলে বন্দিপুর অঞ্চলে উত্তেজনা দেখা দেয় l এর ফলেই আজ সকালে এলাকার মানুষ রহড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় l সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় l  ২টি বাইকে যাওয়ার সময় একটি ব্যাগে বোম ছুড়ে ফেলে দিয়ে পালায় l ওই সিসি ক্যামেরার ফুটেজ থেকে একজনকে শনাক্তকরণ করা হয় l এক জনকে রহড়া থানার পুলিশ গ্রেপ্তার করে l তার নাম গোপাল সাহা l সে স্বীকার করে সে তৃণমূল করে l এর আগে দশমীর দিন রাত্রে  খড়দা স্টেশন পাশে বস্তি অঞ্চল সেখানে বোমাবাজি হয় l পর পর এভাবে  খড়দা বোমাবাজির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সাধারণ মানুষ ভীত হয়ে পড়ে l এলাকায় আতঙ্ক ছড়ায় l তার আগে কামারহাটি বিটি রোডের উপরে একটি ওষুধের দোকানে বোমা ফাটায় l সেখানে উত্তেজনা সৃষ্টি হয় l মানুষ আতঙ্কিত হয়ে পড়ে l শারদ উৎসবে শেষ হতে না হতেই এইভাবে দুষ্কৃতী রাজ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে l কামারহাটি তেও বোমা ফাটার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ থেকেই ধরা পড়ে l কিন্তু পুলিশ প্রশাসন এই দুষ্কৃতীদের তান্ডব রাজ বন্ধ করতে ব্যর্থ l দিনের পর দিন কামারহাটি ,  খড়দা,টিটাগর অঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমশই বেড়ে চলেছে l এই দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনার ব্যর্থ এটাই তার প্রমান l এক দিকে করোনা ভাইরাস এর আবহে মানুষ আতঙ্কিত তার মধ্যে যদি এইভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়ে চলে l তবে সাধারণ মানুষ কি করবে এটাই প্রশ্ন উঠছে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **