**বরানগরের সিপিআই(এম )কর্মীরা কথায় নয় বাস্তবে তারা মানুষের পাশে থাকতে চাই ,তারি উদ্যোগ গ্রহণ করল শারদীয়া উৎসবে*

বরানগর ,বলরাম বোস : সিপিআই(এম )বরানগর এক নম্বর এরিয়া কমিটি অন্তর্গত বরানগর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দুই এবং তিন নম্বর শাখার যৌথ উদ্যোগে শারদ উৎসবে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে এক বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হলো l শারদ উৎসবের দিনগুলি আনন্দে কাটুক সকলের পেট ভরুক এই শ্লোগানকে সামনে রেখে সিপিআই(এম) বরানগর  ১ নম্বর এরিয়া কমিটি ১৪ নম্বর ওয়ার্ডের দুই এবং তিন নম্বর শাখার সিপিআই(এম) কর্মীদের  যৌথ উদ্যোগে গড়ে উঠলো কমিউনিটি কিচেন l সেই কমিউনিটি কিচেনের আজ ষষ্ঠীর সকালে বরানগর জ্যোতি নগর শাখা অফিসে গরিবের রান্নাঘর উদ্বোধন হলো l এই গরিবের রান্নাঘরের উদ্বোধন করেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য l উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য প্রবাল পোদ্দার এবং বরানগর পৌরসভার প্রাক্তন সিপিআই(এম )কাউন্সিলর সীমা দাস l এই গরিবের রান্নাঘর আজ ষষ্ঠীর দিন থেকে চলবে দশমীর দিন পর্যন্ত l এই পাঁচ দিন প্রায় ৫০০ জন মানুষকে  অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের কে বিনামূল্যে এই জ্যোতি নগর শাখা অফিস থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে l 

কুপনের মাধ্যমে শারদ উৎসবের এই পাঁচটা দিন যাতে মানুষ একটু ভালো খেতে পারে তার উদ্যোগ গ্রহণ করল সিপিআই(এম) কর্মীরা l এই গরিবের রান্নাঘর থেকে বিনামূল্যে রান্না করা খাবার পেয়ে এই অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষগুলো মুখে এক চিলতে হাসি ফুটে উঠল l এর সাথে এলাকার অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছোট ছোট বাচ্চাদের হাতে তাদের নতুন জামা কাপড় তুলে দেওয়া হল  বাড়ি বাড়ি গিয়ে l প্রত্যেকটি মানুষের সম্মান আছে আত্মসম্মানবোধ আছে তাই তারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ বলে মঞ্চে ডেকে সকলের সামনে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া না তাদের বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত শিশুদের ঠিক করেছিল নতুন বস্ত্র দেবে বলে তাই তাদের কাছে পৌঁছিয়ে তাদের হাতে নতুন বস্ত্র ষষ্ঠীর দিন তুলে দেওয়া হয় l তারাও যাতে আর দশটা শিশুর সাথে নতুন জামা কাপড়ের গন্ধে মেতে উঠতে পারে এই ছোট ছোট শিশুরা শারদ উৎসবে l তারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই দুটি শাখার পক্ষ থেকে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **