**বরানগর ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র সৌরভ সেনগুপ্ত অস্বাভাবিক মৃত্যু*

বরানগর, বলরাম বোস :  ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র বরনগর ভট্টাচার্য্য পাড়ার বাসিন্দা সৌরভ সেনগুপ্ত নিখোঁজ ছিল l তার কিছু দিন পরে তার মৃতদেহ উদ্ধার হল তারি পাড়ার একটি পুকুর থেকে l মৃত সৌরভ সেনগুপ্ত ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র l সৌরভ সেনগুপ্ত বয়স 22 বছর l গত নবমী পূজার দিন রাতে মায়ের কাছ থেকে ঠাকুর দেখতে যাবার জন্য হাত খরচা নিয়ে বাড়ি থেকে বের হয় l বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যায় নবমীর রাতে l নবনী রাতের পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি l তার পর পরিবারের পক্ষ থেকে দশমীর দিন সকাল ১১ টায় বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করে l পাড়ার পুকুর থেকে তার মোবাইল ফোনটি পাওয়া যায়  l তার পরেই পরিবারের লোকদের সন্দেহ হয় l  বরানগর থানার পক্ষ থেকে পুকুরে সৌরভ সেনগুপ্ত খোঁজার জন্য ডুবুরি নামানো হয় l কিন্তু তারা পুকুরে খুঁজেও নিখোঁজ ইঞ্জিনিয়ারিং  ছাত্র মৃতদেহ পায়নি l তার পরে পরিবারের লোকেরা ১০ জন ডুবুরি নিয়ে আসে l নিখুঁত পরিবারের পক্ষ থেকে আবার পুকুরে খোঁজা খুঁজি শুরু করে l  পুকুর খোঁজা খুঁজির পর বিকেল চারটের সময় তার মৃতদেহ পাড়ার পুকুর থেকে উদ্ধার হয় l তার পর বরানগর থানার খবর দেওয়া হয় l বরানগর থানার পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায় l পরিবারের লোকেরা মৃতদেহটি চিনতে পারে l বরানগর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মৃত দেহটি পাঠায় l ছাত্রের বাবার নাম অনিরুদ্ধ সেনগুপ্ত l তার ২ মেয়ে ১ ছেলে l ছেলে ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র সৌরভ সেনগুপ্ত l সে পরিবারের ছোট ছেলে l ছেলের এইভাবে অস্বাভাবিক ভাবে মৃত্যুতে পরিবারের লোকেরা এবং বন্ধুরা ভেঙে পড়ে l পরিবারের মধ্যে শোকের ছায়া সৃষ্টি হয় l সৌরভ সেনগুপ্ত মামা জানান তারা তার বন্ধুদের সাথে কথা হয় l সৌরভ এর সম্বন্ধে পরিবারের পক্ষ থেকে খোজ খবর নেয় তার বন্ধুদের থেকে l তার বন্ধুরা জানায় সৌরভকে তারা বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় l ওর বাড়ি চলে যাওয়ার কথা l কিন্তু চলে গেল না কেন আমরা সেটা বুঝতে পারছি না জানায় তার বন্ধুরা l সৌরভের মামা আরো জানান তার মানিব্যাগ এবং গলায় সোনার চেন পাওয়া যাচ্ছে না l  সে যদি পুকুর পাড়ে যেত বাঁ হাত পা ধ্যুত বা সৌরভ যদি স্নান করতে পুকুরে জলে যেত তবে তার জুতো জামা কাপড় পারে থাকতো l সৌরভের জামা-জুতো সমেত জলের থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় l মৃতের মামা আরো জানান ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তারা এফ আই আর করবে l এবং প্রশাসনের কাছে দাবী করবে সঠিক তদন্ত করার জন্য lএই মৃত্যুর রহস্য উদঘাটনের বরনগর পুলিশের কাছে তারা দাবি জানাবে l সঠিক তদন্ত করে যারা অভিযুক্ত তাদের শাস্তির দাবি জানাবে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **