সপ্তমীর দিন গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমাজবিরোধীরা ভেঙে দিল মার্কসীয় সাহিত্য বুক স্টল*
বরানগর ,বলরাম বোস : সপ্তমীর দিন গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমাজবিরোধীরা ভেঙে দিল মার্কসীয় সাহিত্য বুক স্টল l ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের কুলতলা মরে কালীচরণ ঘোষ রোড l বরানগর পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের সিপিআই(এম ) বরানগর দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড l শাখার পক্ষ থেকে প্রায় ২৫ বছর ধরে একই জায়গায় শারদ উৎসবের সময় শারদীয়া পুজোর বই সহ মার্কসীয় সাহিত্য এবং বিভিন্ন সাহিত্যের বিষয়ে বইয়ের সম্ভার নিয়ে বুক স্টল খোলা হয় l ২০১১ সালে রাজ্যে পরিবর্তন আসে l তৃণমূল সরকার গঠন হয় l তার পরে ও শারদীয় উৎসবের সময় ওই একই জায়গায় বরানগর থানা থেকে অনুমোদন নিয়েই বুক স্টল করা হয় l
কিন্তু ব্যতিক্রম ঘটলো এবছর বরানগর থানা অনুমোদন থাকা সত্বেও পাশের অঞ্চল কলকাতা জেলা কলকাতা কর্পোরেশনের এবং কলকাতা পুলিশের লাগোয়া অঞ্চল সিঁথি থানার পক্ষ থেকে বারবার করে সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্যের কাছে ফোন করেন l ওই জায়গাতে বুক স্টল করা যাবে না l তারা বার বার করে জানায় এটা বরানগর থানা অন্তর্ভুক্ত আমরা প্রতি বছর বরানগর থানা থেকে অনুমতি নিয়ে এই জায়গাতে বুক স্টল করে থাকি l এ বছরও আমরা বরানগর থানার অনুমতি নেওয়া হয়েছে l আমরা এই জায়গাতেই বুক স্টল দীর্ঘ ২৫ বছর ধরে করে আসি l এ বছরও আমরা একই জায়গায় বুক স্টল করব l এর কোন ব্যতিক্রম হবে না l কিন্তু ষষ্ঠীর দিন রাত্রিবেলায় বুক স্টল শুরু হয় l গতকাল সপ্তমী দিন বুক স্টল চলে l কিন্তু রাত্রিবেলায় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং সমাজবিরোধীরা বুক স্টল ভেঙে দেয় ওই রাতে l আজ সকালে বুক স্টল ভাঙা চোখে আসতেই এলাকার সাধারণ মানুষসহ সিপিআই(এম) কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে l ওই জায়গাতে পোস্টার লাগানো হয় l এবং জনমত গঠন করার জন্য স্লোগান শুটিং দীর্ঘক্ষন করা হয় l বিক্ষোভ দেখানো হয় l বরানগর থানা অভিযোগ জানানো হয় l এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে কুড়ি নম্বর ওয়ার্ড শাখার কর্মীরা তারা আবার আজ অষ্টমী রাতে ওই বাধা বিঘ্নের মধ্যে পুনরায় বুক স্টল ওই একই জায়গায় চালু করবে বলে তারা জানায় l তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের যতবারই ভাঙবে তারা ততবার পুনরায় সেই বুক স্টল খুলে বসবে শারদীয় উৎসবের বাকি দিনগুলিতে জানালে সিপিআই(এম )পক্ষ থেকে এর পক্ষ থেকে l
এই ঘটনার খবর পেয়ে ওই শাখার কর্মী সমর্থকরা ছাত্র যুব সংগঠনের কর্মীরা সহ সিপিআই(এম)নেতৃত্ব রা এসে উপস্থিত হয় l সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য কিশোর গাঙ্গুলী ও শানু রায় , বাবু গাঙ্গুলি সহ দুই নম্বর এরিয়া কমিটি নেতৃত্ব এসে ওই জায়গায় উপস্থিত হন l এবং কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে তারা আশ্বস্ত করেন পুনরায় সেই বুক স্টল আবার চালু করার জন্য l বরানগর থানা কর্তৃপক্ষকে জানা হয় এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং দোষী যারা তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন