সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তমীর দিন গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমাজবিরোধীরা ভেঙে দিল মার্কসীয় সাহিত্য বুক স্টল*

বরানগর ,বলরাম বোস : সপ্তমীর দিন গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমাজবিরোধীরা ভেঙে দিল মার্কসীয় সাহিত্য বুক স্টল l ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের কুলতলা মরে কালীচরণ ঘোষ রোড l বরানগর পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের সিপিআই(এম ) বরানগর দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড l শাখার পক্ষ থেকে প্রায় ২৫ বছর ধরে একই জায়গায় শারদ উৎসবের সময় শারদীয়া পুজোর বই সহ মার্কসীয় সাহিত্য এবং বিভিন্ন সাহিত্যের বিষয়ে বইয়ের সম্ভার নিয়ে বুক স্টল খোলা হয় l ২০১১ সালে রাজ্যে পরিবর্তন আসে l তৃণমূল সরকার গঠন হয় l তার পরে ও শারদীয় উৎসবের সময় ওই একই জায়গায় বরানগর থানা থেকে অনুমোদন নিয়েই বুক স্টল করা হয় l

কিন্তু ব্যতিক্রম ঘটলো এবছর বরানগর থানা অনুমোদন থাকা সত্বেও পাশের অঞ্চল কলকাতা জেলা কলকাতা কর্পোরেশনের এবং কলকাতা পুলিশের লাগোয়া অঞ্চল সিঁথি থানার পক্ষ থেকে বারবার করে সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্যের কাছে ফোন করেন l ওই জায়গাতে বুক স্টল করা যাবে না l তারা বার বার করে জানায় এটা বরানগর থানা অন্তর্ভুক্ত আমরা প্রতি বছর বরানগর থানা থেকে অনুমতি নিয়ে এই জায়গাতে বুক স্টল করে থাকি l এ বছরও আমরা বরানগর থানার অনুমতি নেওয়া হয়েছে l আমরা এই জায়গাতেই বুক স্টল দীর্ঘ ২৫ বছর ধরে করে আসি l এ বছরও আমরা একই জায়গায় বুক স্টল করব l এর কোন ব্যতিক্রম হবে না l কিন্তু ষষ্ঠীর দিন রাত্রিবেলায় বুক স্টল শুরু হয় l গতকাল সপ্তমী দিন বুক স্টল চলে l কিন্তু রাত্রিবেলায় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং সমাজবিরোধীরা বুক স্টল ভেঙে দেয় ওই রাতে l  আজ সকালে বুক স্টল ভাঙা  চোখে আসতেই এলাকার সাধারণ মানুষসহ সিপিআই(এম) কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে l ওই জায়গাতে পোস্টার লাগানো হয় l এবং জনমত গঠন করার জন্য স্লোগান শুটিং দীর্ঘক্ষন করা হয় l বিক্ষোভ দেখানো হয় l বরানগর থানা অভিযোগ জানানো হয় l এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে কুড়ি নম্বর ওয়ার্ড শাখার কর্মীরা তারা আবার আজ অষ্টমী রাতে ওই বাধা বিঘ্নের মধ্যে পুনরায় বুক স্টল ওই একই জায়গায় চালু করবে বলে তারা জানায় l তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের যতবারই ভাঙবে তারা ততবার পুনরায় সেই বুক স্টল খুলে বসবে শারদীয় উৎসবের বাকি দিনগুলিতে জানালে সিপিআই(এম )পক্ষ থেকে এর পক্ষ থেকে l
এই ঘটনার খবর পেয়ে ওই শাখার কর্মী সমর্থকরা ছাত্র যুব সংগঠনের কর্মীরা সহ সিপিআই(এম)নেতৃত্ব রা এসে উপস্থিত হয় l সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য কিশোর গাঙ্গুলী ও শানু রায় , বাবু গাঙ্গুলি সহ দুই নম্বর এরিয়া কমিটি নেতৃত্ব এসে ওই জায়গায় উপস্থিত হন l এবং কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে তারা আশ্বস্ত করেন পুনরায় সেই বুক স্টল আবার চালু করার জন্য l বরানগর থানা কর্তৃপক্ষকে জানা হয় এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং দোষী যারা তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ নাটকের মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা পানিহাটি পত্রকের :

 গাছ না কেটে নতুন গাছ লাগিয়ে সমাজ এবং পরিবেশ রক্ষা করো – এই বার্তা তুলে দিতে এবং অভিনব ভাবনায় প্রচার পানিহাটি পত্রকের। অবলম্বনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি।    বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত তাসের দেশ বাংলা নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেছিলেন। স্বাধিনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে দেশনায়কের আখ্যা দিতে গিয়ে এই তাসের দেশ নাটকটি উতসর্গ করেছিলেন। তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় সংস্থা পানিহাটি পত্রকের পরিচালনায় মঞ্চস্থ হলো রবীন্দ্র নাথ ঠাকুর প্রণীত তাসের দেশ নৃত্য নাট্যটি। মূল নৃত্যনাট্যের আদলে নয়, পানিহাটি পত্রকের প্রযোজনায় যা রূপান্তরিত হয়েছে প্রোসেনিয়াম থিয়েটারে। পরিচালনা এবং নির্দেশনায় প্রখ্যাত নাট্যাভিনেতা তথা পরিচালক অঞ্জন বিশ্বাস।  গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিনে দিনে সবুজ হারিয়ে যাচ্ছে। ভরে উঠছে অট্টালিকায়। তার মাঝে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সমাজের একটি সক্রিয় এই সংস্থা পানিহাট

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

বেলঘড়িয়ানিউ বাসুদেবপুর রোড অধিবাসীবৃন্দের ( নিউ কলোনি ) পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসবের আয়োজন করা হয় বসন্ত উৎসব l অনুষ্ঠিত হয় কামারহাটি পৌরসভা পরিচালিত শিশু উদ্যানে l  ধামসা মাদল তিনটে নাচের টিম তাদের শিল্পীরা নাচ পরিবেশন করেন ল সংগীত পরিবেশন করেন অনি দাম ও তার সম্প্রদায় আদিবাসী নৃত্য l ধামসা মাদলে মেতে ওঠে এলাকার মানুষেরা l তাদের সাথে অংশগ্রহণ করে গুণী মানুষের রাও । অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তী , কামাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ,কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি বিমল সাহা ,কামারহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী ,পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির ও অডিনেটর কৌশিক চ্যাটার্জী সহ বিভিন্ন ব্যক্তিত্বরা ।  এলাকার মানুষ সহ শিশুরাও এই বসন্ত উৎসবে মেতে ওঠে । রাঙ্গিয়ে ওঠে রঙিন এ ।

রেড সেলের" মিস বনিতা"র আসরে চাঁদের হাট :

  বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে "মিস বনিতা'২০২৩" ।  আয়োজক রেড সেল,  সহযোগিতায়  *টেক্সভো ইন্ডিয়া*। মিস বনিতা -২৩নামক  এই ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভারা সেরার সেরা শিরোপা জিতে নিলেন। আজ কলকাতার এক  অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতা মিস বনিতার ফাইনাল  পর্ব অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বোস,ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস,ডায়টেশিযন শ্রেয়শী  ভৌমিক সিনহা, মডেল মাধবিলতা সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা  ১৮বছর থেকে ৩o বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখুঁত প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হল। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় ব্যানার্জী , লী