একজন শিল্পী চিত্রকলা*

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : ছোটবেলার থেকে অভাব দারিদ্রতার মধ্যে দিয়ে ভাবনা ছিল অনেক কিছু করা বিমান আদকের l ছোট্ট গ্রাম নাড়াজোল , থানা - দাসপুর , জেলা - পশ্চিম মেদিনীপুর থেকে তিনি জন্মগ্রহণ করেন l সেখান থেকেই জীবনের সংগ্রাম বেড়ে ওঠা l 
ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতো l তার গ্রামে শিক্ষক - কেশপুর এর মাননীয় দীলিপ চাপড়ির কাছে ছোটবেলা থেকে আঁকা শেখার হাতে খড়ি l বর্তমানে তিনি একজন আঁকা শিক্ষক l তিনি ১১বছর ধরে বিভিন্ন শিল্প কর্ম করে চলছে l তিনি এই বিভিন্ন ক্ষুদ্র শিল্পের জন্য - ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম নথিভুক্ত হয়েছে এবং ৩টি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এ নাম নথিভুক্ত হয়েছে ।  বর্তমানে - মোমবাতি কে কেটে এবং আগুন দিয়ে যুড়ে রং করে মা দুর্গার মূর্তি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন - মা দুর্গার ত্রিশুল হোক কোভিড ১৯ ভ্যাকসিন , যেটি করোনাষূরের বিনাশ করবে তা শিল্পকলার মধ্যে ফুটিয়ে তুলেছে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **