হুগলীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুঃ

হুগলী  জেলার নবগ্রাম শাস্ত্রীনগর কলোনিতে  এক গৃহ বধূর অস্বাভাবিক  মৃত্যুতে  এলাকায়  চাঞ্চল্য  ছড়িয়েছে।  পুলিশ  ও স্থানীয়দের  থেকে জানা যাচ্ছে  মৃতা গৃহবধূর নাম জ‍্যোতি মিশ্র( ৩৩)। 
স্থানীয়দের  থেকে জানা  যাচ্ছে  চার বছর আগে বিহারের জ‍্যোতির সাথে  শাস্ত্রী  নগর কলোনির  বাসিন্দা যশোবন্ত মিশ্রের বিবাহ  হয়।তাদের একটি দেড় বছরের সন্তান  আছে। 



স্থানীয় বাসিন্দারা  বলেন গতকাল  রাতে  গাড়ির আওয়াজ  পেয়ে এক মহিলা বাইরে বেরিয়ে  দেখেন যশোবন্ত ও তার ভাই জ‍্যোতিকে কাপড়ে মুড়িয়ে  এ‍্যাম্বুলেন্সে তুলছে। তখন তিনি পাড়ার সবাইকে  ডেকে ঘটনাটি জানান  সবাই  আসার আগে তারা গাড়ি  নিয়ে  ঘটনাস্থল থেকে পলায়ন করেন। এরপর এলাকাবাসী  কানাইপুর পুলিশ  ফাঁড়িতে  খবর  দেন এর মধ‍্যে যশোবন্ত ও তার ভাই শ্রীরামপুর হাসপাতালে  জ‍্যোতিকে নিয়ে  গেলে  চিকিৎসক  তাকে  মৃত বলে ঘোষনা  করে। 
পুলিশ  হাসপাতাল  থেকে যশোবন্ত ও তার ভাইকে গ্রেপ্তার  করে ও জ‍্যোতির দেহকে ময়নাতদন্তের  নির্দেশ  দেয়। 
পুলিশ সূত্রে জানা  যাচ্ছে   যশোবন্ত ও তার পরিবার রোজ জ‍্যোতির উপরে অত‍্যাচার করত।  পূজোর সময়  তার পরিবারের কাছ থেকে যশোবন্ত  ৫০০০০ হাজার টাকা দাবী  করে বলেও জ‍্যোতির পরিবারের  অভিযোগ । পুলিশ সম্পূর্ণ  ঘটনার  তদন্ত  করছে। 
কলকাতা থেকে সুমন্ত দাসের রিপোর্ট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**