বরানগর সিপিআই(এম) পক্ষ থেকে নবরূপে সমীর ভট্টাচার্য স্মৃতি ভবন নামাঙ্কিত নতুন ভবনের দ্বারোদঘাটন l



বরানগর ,বলরাম বোস : সিপিআই(এম )বরানগর দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত বরানগর  পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড শাখা নবরূপে  সমীর ভট্টাচার্য স্মৃতি ভবন নামাঙ্কিত নতুন ভবনের দ্বারোদঘাটন ঘটলো আজ সন্ধ্যায় lএই শাখা অফিস ১৯৭৬ সাল থেকে পুরনো বরানগর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিল l বর্তমানে এই শাখাটি কুড়ি নম্বর ওয়ার্ড হয়েছে l আজ সেই জায়গায় সেই শাখা অফিসের দ্বারোদঘাটন ঘটে ফিতে কেটে নবনির্মিত শাখা অফিসের উদ্বোধন হয় l ফিতে কাটেন সিপিআই(এম )উত্তর জেলা কমিটির সম্পাদক এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মৃণাল চক্রবর্তী l প্রথমে গণসঙ্গীত পরিবেশন করা হয় l তার পরে প্রয়াত সমীর ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় l এই সভায় সভাপতিত্ব করেন নির্মল পাল l বক্তব্য রাখেন অশোক ভট্টাচার্য ,কিশোর গাঙ্গুলী, সানু রায়, ঝন্টু মজুমদার l  মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৃণাল চক্রবর্তী ও তন্ময় ভট্টাচার্য l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**