মায়ের বিসর্জনের পরে ছোট শিশুরা মায়ের কাঠামো তোলাতে ব্যস্ত :

বেলঘড়িয়া , বলরাম বোস : পেটের টানে করোনা ভাইরাস উপেক্ষা করেই মাক্স ও শারীরিক দূরত্ব বজায় না রেখে ঠাকুর ভাসানের পরে প্রতিমার কাঠামো তুলতে ব্যস্ত ছোট শিশুরা l যা আমাদের চোখে পড়ল বেলঘড়িয়ার একটি পুকুরে l দশমীর দিন পাড়ার ক্লাব গুলো নিজের পল্লীর পুকুরে প্রতিমা বিসর্জন করে l সেই প্রতিমার কাঠামো তুলে নিয়ে গিয়ে আবার  ছোট শিশুরা পালদের কাছে বিক্রি করে l


 তার বিনিময় এই ছোট শিশুরা কিছু পয়সা পায় l সেই পয়সা পরিবারের হাতে তুলে দেয় এই শিশুরা l করোনা ভাইরাসের আক্রমণের ফলে দেশ এবং রাজ্যে লকডাউন শুরু হয় l তার জন্য অনেকের চাকরি চলে যায় l অর্থনৈতিক সংকটের মধ্যে মানুষ পড়ে l বিশেষ করে গরিব মানুষ l যারা দিন আনা দিন খাওয়া মানুষেরা সঙ্কটের মধ্যে পড়ে l যতই বিজ্ঞাপন দেওয়া হোক l ডাক্তার বা বিশেষজ্ঞরা যতই টিভির পর্দায় বলুক মাক্স ব্যবহার করা l হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগানো ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা l কিন্তু একথা কে মানবে বা কি করে মানবে l পেটের টানে উপায় তো নেই  l তাই এই ছোট শিশুরা বেরিয়ে পড়েছে প্রতিমা ভাসানোর পরে কাঠামোর খোঁজ করতে l এই রকমই দৃশ্য উঠে আসলো বেলঘড়িয়ার একটি পুকুরে l শিশুরা কাঠামো তুলছে মাক্স ,হ্যান্ড ,স্যানিটাইজার  শারীরিক দূরত্ব বজায় না রেখে l কারণ তাদের কাছে করোনা ভাইরাস বড় বিষয় নয় তাদের দরকার পেটের দায় জন্য অর্থ l তাই এই কাঠামো গুলো বিক্রি করলে কিছু পয়সা আসবে l যা দিয়ে চলবে পরিবার সংসার l এই শিশুরা হয়তো জানেনা বা তাদের জানা নেই করোনা ভাইরাস এতই মারাত্মক l যার ভয়ে মানুষ দিশা হারা হয়ে পড়ছে l মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে চলছে l  তারা এই সব ভ্রুক্ষেপ না করে তারা তাদের কাজ করে চলেছে শুধুই পেটের দায়ে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**