৬৭তম বর্ষের দেবী আরাধনায় দঃ ২৪পরগনার রাজপুর এম এন রায় রোড নবারুন সংঘঃ

করোনা আবহের মধ্যে  আজ মহা পঞ্চমীর পূন্য  লগ্ন‍্যে দঃ ২৪পরগনার রাজপুর এম এন রায় রোড নবারুণ সংঘ তাদের মণ্ডপের দ্বারোৎঘাটন করল। এ বছর করোনা আবহে থিমের দিকে না গিয়ে  সাবেকিআনায় আস্থা  রেখেছে নবারুণ সংঘ। 
মন্ডপের সাথে তাল মিলিয়ে  এক চালার প্রতিমা  করা হয়েছে। 
এদিন পূজো উদ্ধোধনের পাশাপাশি  প্রায়  ২৩০জন দরিদ্র  প্রান্তিক  মানুষের  হাতে খাদ্য  সামগ্রিক  ও মাস্ক প্রদান করা হয়  পূজো কমিটির তরফে। 
আজকের এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন ক্লাব সভাপতি  অমিতাভ  ধর, ক্লাব সম্পাদক  সঞ্জীব সরকার (পিঙ্কু) সহসভাপতি  প্রশান্ত তালুকদার,সহ সম্পাদক  রাজীব চন্দ্র  ও ক্লাব সদস্য  বিশিষ্ট  সমাজসেবী বাবুলাল দেবনাথ  প্রমুখ। অনুষ্ঠানে  বক্তব্য  রাখতে গিয়ে  সম্পাদক  সঞ্জীব সরকার  বলেন  করোনা আবহের মধ্যে  সমস্ত  সরকারি  নির্দেশ মেনে তারা পূজোর আয়োজন করেছেন। 
মন্ডপের প্রবেশ পথে স‍্যানিটাইজার টানেলের ব‍্যবস্থা করা হয়েছে  বলেও উল্লেখ্য  করেন সঞ্জীব বাবু  তাছাড়া  আজ২০০ মানুষ কে খাদ‍্য সামগ্রী  তুলে দিতে পেরে তারা খুব খুশি বলেও তিনি জানান। সবশেষে  তিনি বলেন এ বছরের  পূজোটা মহামান্য  আদালতের নির্দেশ মেনে আমাদের পালন করা উচিত। 

দঃ ২৪পরগনা থেকে সুমন্ত দাসের রিপোর্ট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**