২০২১সালে বিজেপি বাংলা দখল করছে বললেন জেলা সাংগঠনিক সভাপতি l

আজ দঃ  ২৪পরগনার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর অঞ্চলে ঘর ছাড়া  বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে একটি কর্মসূচি  গ্রহন করে বিজেপি  জেলা নেতৃত্ব। এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন বিজেপি  মথুরাপুর সাংগঠনিক সভাপতি  দীপঙ্কর জানা ও কাকদ্বীপ ৩নং মন্ডল সভাপতি মেঘনাথ দেবশর্মা। 


তাছাড়াও  এই অনুষ্ঠানে  স্থানীয়  বিজেপির প্রায়  ছয় শো নেতা কর্মী উপস্থিত  ছিলেন। 
এই অনুষ্ঠানে  তৃণমূলের সন্ত্রাসে ঘর ছাড়া  প্রায় চৌদ্দটি পরিবারকে ঘরে ফেরানো হল । 
অনুষ্ঠানে  বক্তব্য  রাখতে গিয়ে  দীপঙ্কর জানা জেলা তৃণমূল  নেতৃত্বকে তীব্র  আক্রমন করেন তিনি বলেন তৃণমূল  এই জেলায়  জন সমর্থন 
হারাচ্ছে তাই ভয়ে নীরিহ বিজেপি  কর্মীদের আক্রমণ  করছে। তবে মানুষ পরবর্তী  বিধানসভা ভোটে এর যোগ্য জবাব  দেবে। তিনি অরো বলেন নরেন্দ্র  মোদির  নেতৃত্বে  গোটা  দেশে যা উন্নয়ন  হয়েছে তা আগে কখনো হয় নি l
দঃ ২৪ পরগনা থেকে সুমন্ত দাসের রিপোর্ট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**