পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অ্যাবসলিউট বারবিকিউস কলকাতায় ভারতে তার ৪৯তম আউটলেট চালু করেছে :

ছবি
 ভারতের প্রিয় উইশ গ্রিল রেস্তোরাঁ, অ্যাবসলিউট বারবিকিউস কলকাতায় তার চতুর্থ আউটলেট খুলেছে, সারা দেশে কোম্পানির মোট আউটলেটের সংখ্যা ৪৯এ পৌঁছে গেছে। ৫,২৭৫ বর্গফুট জুড়ে বিস্তৃত, হাওড়ার অবনী মলে অবস্থিত আমাদের নতুন আউটলেটটি ২৫শে ফেব্রুয়ারি এনজিও বাচ্চাদের সাথে বাঙালি অভিনেত্রী পায়েল মুখার্জি উদ্বোধন করেছিলেন। কলকাতা এমন একটি শহর যেটিকে দীর্ঘকাল ধরে ভারতের সেরা কিছু খাবারের আবাসস্থল হিসাবে দেখা হয়েছে, আমরা আমাদের অনন্য বুফে সংস্কৃতিকে খাবারের প্রতি বাংলার কুখ্যাত ভালবাসার সাথে যুক্ত করার জন্য অত্যন্ত গর্বিত। একটি মেনু যা খাঁটি বাঙালি খাবারের সমস্ত বিখ্যাত খাবারগুলিকে অন্তর্ভুক্ত করে বিশেষভাবে তৈরি করা হয়েছে, অ্যাবসলিউট বারবিকিউস-তে ছড়িয়ে থাকা বুফেটি এমনভাবে প্রস্তুত করা হবে যাতে একজনকে একটি চূড়ান্ত গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা প্রদান করা যায়। আউটলেটটি এক বসায় ১৪০ জনের বেশি অতিথিকে পরিবেশন করতে পারে এবং একটি লাইভ রান্নাঘর, উইশ গ্রিল কাউন্টার, লাইভ ডেজার্ট কাউন্টার এবং আরও অনেক কিছু সহ অ্যাবসোলিউট বারবিকিউ ব্র্যান্ডের ঐতিহ্য এবং দর্শনকে মাথায় রেখে যত্ন সহকারে ডিজাইন কর...

আজকের বিজেপির বনধ কে কেন্দ্র করে বরানগর টপিন রোডে পুলিশের সাথে বিজেপির খণ্ডযুদ্ধ :

ছবি
বরানগর টপিন রোডে বিজেপির অবরোধ কে কেন্দ্র করে ধুন্ধুমার ব্যাপক পুলিশ লাঠিচার্জ এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ইট বৃষ্টি হয় এলাকায় ইটের আঘাতে ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন । ঘটনায় ২৫ জন কে বিজেপি কর্মী গ্রেপ্তার করা হয়েছে । অবরোধে জায়গা থেকে পুলিশ বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর বিজেপি কর্মীরা বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় থাকে সেই সময় পুলিশ কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ বিজেপির অসংখ্য কর্মীরা।

পৌর ভোট গণতন্ত্রের লজ্জা এই স্লোগানে পানিহাটি বামফ্রন্ট :

ছবি
এই পৌর ভোট গণতন্ত্রের লজ্জা এই স্লোগানে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত করেন পানিহাটি বামফ্রন্ট । গতকাল পশ্চিমবাংলায় ১০৮ টা পৌরসভা নির্বাচনে তৃণমূলের বাহিনী যেভাবে ভোট লুট করেছে বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর আক্রমণ এর প্রতিবাদে আজকের এই মিছিল সংঘটিত হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী, সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম 2 সদস্য শুভব্রত চক্রবর্তী ,অনির্বাণ ভট্টাচার্য ,আর এস পির নেতা এবং প্রাক্তন পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান পঙ্কজ দাস ,সিপিআই(এম )নেতা এবং প্রাক্তন পানিহাটি পৌরসভা পৌর প্রধান চারণ চক্রবর্তী সহ ছাত্র যুব মহিলা এবং সিপিআইএমের কর্মী-সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন  ।

পুনর্নির্বাচনের দাবি নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা দিলেন ব্যারাকপুরের বামেরা :

ছবি
গতকাল ১০৮ টা পৌরসভা নির্বাচনে সেই নির্বাচনে ভোট লুট   করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী  এবং সিপিএম কর্মী-সমর্থকদের মারধোর করা হয় l বামফ্রন্টের প্রার্থী দের উপর আক্রমণ এবং বামফ্রন্টের প্রার্থীদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয় l এর প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আজ যে সমস্ত অঞ্চলে পৌরসভা নির্বাচন হয়েছে সেইসব অঞ্চলের এস ডি ও রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে l  তারই অঙ্গ হিসেবে ব্যারাকপুর মহকুমার বামফ্রন্টের পক্ষ থেকে আজ দুপুরে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর এস ডি ও অফিসে এসে রিটার্নিং অফিসারের কাছে সারক লিপি তুলে দেয় ৫ জন প্রতিনিধি । এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস  । সিপিআই(এম )উত্তর ২৪পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং প্রাক্তন বিধায়ক উত্তর দমদমের তনময় ভট্টাচার্য । সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী ।  সিপিআই এর জেলা সম্পা...

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে গতকাল গভীর রাতে বোম এর আওয়াজ কেঁপে উঠলো বাম প্রার্থী অদ্রি রায় বাড়ির সামনে :

ছবি
কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে গতকাল গভীর রাতে বোম এর আওয়াজ কেঁপে উঠলো  ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় বাড়ির সামনে l নির্বাচনের প্রচার শেষ হবার পরেই সিপিএম প্রার্থী বাড়িতে বোম মারা হয় l বোম আওয়াজে এলাকার কেঁপে উঠে l বোম এর আওয়াজ এ এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ে l রাস্তার মধ্যে বোম ফাটার পরে l   ফেটে পড়া বোম এর সামগ্রিক ছড়িয়ে পড়ে এলাকার l এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় l ঘটনাস্থলে পরিদর্শনে বেলঘড়িয়া থানার পুলিশ আসে l সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় এর আগেও তার প্লেক্স এর উপরে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের স্টিকার লাগিয়ে দেওয়া হয় অভিযোগ তোলেন সিপিএম  প্রার্থী অদ্রি রায় l ভোটের প্রচার শেষ হতেই এলাকায় আতঙ্ক করার জন্যই এই বোম বাজি করা হয় গভীর রাতে l অদ্রি রায় জানায় এই বোম বাজি করে আতঙ্কিত করা যাবেনা আটকানো যাবেনা ভোটারদের অধিকার l

পৌরভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড :

ছবি
কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে নির্বাচনের প্রচার এর শেষ সময় উত্তাল হয়ে উঠল l উত্তর বাসুদেবপুর বাসিন্দা সুমন দে পরিচিত নাম বাবুসোনা বয়স ২৮ ক্যাটারিং এর ব্যবসা এবং অপর এক ছাত্র তার আত্মীয় হয় রনিত দাস বয়স ১৭ আগরপাড়া নেতাজি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র l সুমন ক্যাটারিং এর কাজের তার ছেলেদের নিয়ে যাচ্ছিল সেই সময় তৃণমূলের কয়েকজন তাকে ডেকে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে তারা আক্রমণ চালায় সুমনের উপরে l সেই সুমনের উপরে আক্রমণ দেখে তার আত্মীয় ভাই রনিত বাঁচাতে যায় তখন তাকে আক্রমণ করে l আক্রান্তের পরিবারের পক্ষ থেকে এবং পাড়া-প্রতিবেশীদের অভিযোগের তীর তৃণমূল প্রার্থী দিকে l এই নিয়ে যখন উত্তর বাসুদেবপুর উত্তাল হয়ে ওঠে সেই সময় খবর পেয়ে ২৯ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রদীপ মজুমদার ঘটনাস্থলে যায় l তাদের সাথে কথা বলে এলাকার মানুষ যখন পথ অবরোধ করে ভোট বয়কট এর ডাক দেয় l তখন তাদের সাথে কথা বলে সেই জায়গা থেকে তাদেরকে বিরত করে l  তার পরে তার পরিবারের লোকেরা এবং পরিবারের লোকের সাথে এলাকার মানুষ বেলঘড়িয়া থান...

হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি :

ছবি
  বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল পার্থী সহ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থাপিততে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন,প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহ,বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা।  এদিন এলাকার বিধায় এলাকার সমস্ত মুসলিম সপ্প্রদায়ের মহিলাদের মুখে কালো কাপড় বেঁধে রথতলা মোড় থেকে ১১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করে। এদিনের প্রতিবাদ মিছিল শেষে জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা।  মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, বিজেপি কোনরকম সংস্কৃতি ও ধর্ম বিশ্বাস করে না। ওরা বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। এখন আওয়াজ উঠেছে বেটি পড়াও কাপড় খোলাও। এ ধরনের উশৃংখল কার্যকলাপ বাংলায় বরদাশ্ত করা যাবে না। এরাজ্যে যে যার ধর্ম অনুযায়ী পোশাক পড়ে স্কুলে যাবে। এতে কেউ বাধা দিলে বাংলায় আগুন জ্বলবে।

কামারহাটিতে পৌর ভোটে বামেদের হাত শক্ত করার আবেদন জানালেন বাম নেতা মোহাম্মদ সেলিম :

ছবি
কামারহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকালে নির্বাচনের শেষ লগ্নে এক থেকে সাত নম্বর ওয়ার্ড সাতখানা প্রার্থী কে নিয়ে মিছিল করলেন মোহাম্মদ সেলিম  সিপিআই(এম )পলিটব্যুরোর সদস্য lএছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র l  সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি l কামারহাটি চারমাথা মোড় লোহা গেট থেকে মিছিল শুরু হয় সাতখানা ওয়ার্ডের বিভিন্ন জনবহুল অঞ্চল ঘুরে কামারহাটি গ্রাম রোডে পাঁচমাথা মোড়ে এই মিছিল শেষ হয় l  এই মিছিল থেকে মোহাম্মদ সেলিম কামারহাটি  মানুষকে আবেদন করেন সকাল সকাল ভোট দিন বামফ্রন্টে হাত শক্ত করুন l এছাড়া তিনি আরো বলেন নির্বাচন আসলেই কামারহাটি রাস্তা সারানোর জন্য পিছ পড়ে l কিন্তু সারা বছরই এই দলের কাটমানি তে ব্যস্ত l কামারহাটি তে কেমন ভাবে আর মস্তান নেই যাও আছে নিজেদের মধ্যে মারামারি তে ব্যস্ত তাই কামারহাটি মানুষকে সকাল-সকাল ভোট দেওয়ার আবেদন জানায...

জয়ন্ত সেনগুপ্তর প্রচারে অনন‍্যা ব‍্যানার্জীঃ

ছবি
 আজ রাজপুর সোনারপুর পৌরসভার  ৩নং ওয়ার্ডে তৃণমূল  প্রার্থী জয়ন্ত সেনগুপ্তর সমর্থনে এক বিরাট মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত  ছিলেন কলকাতা  পৌরসভার  ১০৯নং ওয়ার্ডের পৌরমাতা তথা অভিনেত্রী   অনন‍্যা ব‍্যানার্জী।  এদিন এই মিছিল শুরু  হয় টেকনো মোড় থেকে এবং  শেষ হয় সবুজ সংঘ মোড়ে। এদিন এক হুড খোলা গাড়িতে জয়ন্ত বাবুর সাথে থেকে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইলেন অনন‍্যা ব‍্যানার্জী। প্রচার শেষে তিনি জানান এলাকার মানুষ যথেষ্ট  সাড়া দিয়েছেন তাদের মিছিলে। তাই জয়ন্ত বাবুর জেতা শুধুমাত্র  সময়ের অপেক্ষা। অপরদিকে  জয়ন্ত  সেনগুপ্ত জানালেন তিনি ভোটে জিতে এলে এলাকার  মানুষের জন‍্য যথাযথ   উন্নয়নমূলক কাজের চেষ্টা  করবেন।

জমজমাট পৌর নির্বাচনের শেষবেলার প্রচারে রোড শো বিধায়কেরঃ

ছবি
 আল দুই দিন পর রাজ‍্যের ১০৮ পৌরসভার  নির্বাচন  তাই সব দল প্রচারে বিশেষ গুরুত্ব  দিচ্ছে। শেষ বেলার নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীর হয়ে  মিছিল  করলেন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী মৈত্র।  এদিন ২৪নং ওয়ার্ডের দলীয় প্রার্থী  রাজীব পুরোহিতের  সমর্থনে এক বিরাট  পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় উপস্থিত  ছিলেন স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র ও রাজপুর টাউন  সভাপতি  শিবনাথ ঘোষ। এদিন হুড খোলা টোটোতে প্রার্থী রাজীব পুরোহিতকে সাথে নিয়ে  সারা ওয়ার্ড প্রদক্ষিন করেন বিধায়ক। এদিন মিছলের মূল আকর্ষণ  ছিল মহিলাদের হাতে লক্ষীর ভান্ডার।  মিছিল শেষে বিধায়ক  বলেন আগামী সাতাশ তারিখ মানুষ রাজীব পুরোহিতের  পাশে থাকবেন এবং  তাকে বিপুল ভোটে জয়ী করে ঐ ওয়ার্ডে বিরোধীদের যোগ‍্য জবাব দেবে l

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে র্নিদলদের তীব্র কটাক্ষ শওকাত, অরুন্ধতীরঃ

ছবি
 সোনারপুর পৌরসভার সতেরো নম্বর  ওয়ার্ডে দলীয় প্রার্থী রাজীব চন্দ্রের সমর্থনে এক জন সভার আয়োজন করা হয় আর সেখানে র্নিদল দের তীব্র ভাষায় আক্রমন করলেন ক‍্যানিং বিধায়ক তথা রাজ‍্য তৃণমূলের  সাধারন সম্পাদক সওকাত মোল্লা। এদিন তিনি বলেন এখনো সময় আছে দলের র্নিদেশ মেনে মনোনয়ন  তুলে  নেওয়ার। আর যদি সেটা না হয় তবে চরম শাস্তির  মুখে পড়তে হবে বলেও তিনি জানান। শওকাত মোল্লা আরো বলেন যারা দলের বিরুদ্ধে   বিদ্রোহ করবেন তাদের  পরবর্তীতে  আর ফেরত নেওয়া হবে না। মমতা ব‍্যানার্জীর হাত শক্ত করতে রাজীব চন্দ্র কে জেতানোর  আহ্বান  জানান তিনি। এদিন অরুন্ধতী মৈত্র বলেন যারা রাজপুরে থেকে দলের সাথে গদ্দারী করছেন বা দলের নাম নিয়ে  তোলাবাজী করেছেন তাদের কে চরম শাস্তি দেওয়া উচিত।  এদিন অপর  আর এক বক্তা জেলা জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব কান্তি ঘোষ বলেন আগামী সাতাশ তারিখ রাজীব চন্দ্র কে বিপুল ভোটে জয়ী করতে হবে। এদিনে অনুষ্ঠানে  রাজ‍্য তৃণমূল ছাত্রপরিষদের সহ সহ সভাপতি  প্রন্তিক চক্রবর্তী ...

ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া নেতাজীপল্লীর মানুষের সাথে কথা বিধায়কেরঃ

ছবি
দীর্ঘদিন ধরে এলাকার অনুন্নয়নের জন্য  এবার একজোট হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত  নিয়েছিলেন সোনারপুরের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের মূলত অভিযোগ  ছিল এলাকার  জল নিকাশী ও রাস্তার উন্নয়ন  না হওয়াতে তাদের এই সিদ্ধান্ত। এই কথা জানতে পেরে আজ ঐ এলাকায়  পৌছোন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী মৈত্র, প্রাক্তন স্থানীয় পৌরপিতা হেমন্ত বসু,  পৌরসভার প্রাক্তন মুখ‍্য প্রশাসক ডাঃ পল্লব দাস ও জনাব নজরুল আলি মন্ডল। বিধায়াক অরুন্ধতী মৈত্র এলাকর মানুষের সমস্ত অভাব অভিযোগের কথা শোনেন এবং  তা গুরুত্ব  দিয়ে  বিচার করার আশ্বাস  দেন। এলাকার প্রাক্তন পৌরপিতা  হেমন্ত  বসু মানুষকে আশ্বস্ত  করে বলেন হয়তো কিছু  কাজ বাকি থেকে গেছে সেটা আগামী দিনে পৌরসভায়  দল ক্ষমতায় এলে নিশ্চয়ই  করে দেওয়া হবে। পানীয় জলের সমস‍্যার ব‍্যাপারে প্রাক্তন মুখ‍্য প্রশাসক ডাঃ পল্লব দাস জানান খুব তাড়াতাড়ি  এই সমস‍্যার সমাধান  হবে। বিধায়ক ও প্রাক্তন পৌরপিতার আশ্বাসের পর এলাকাবাসী  কিছুটা  হলেও আশার আলো দেখতে পাচ্ছেন।

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় পোস্টারে উপর ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের পোস্টার ক্ষিপ্ত সিপিআই(এম) প্রার্থী :

ছবি
খর্দাহ পরে এবার কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় পোস্টারে কে বা কারা ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষের পোস্টার লাগিয়ে দেয় l  ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া দেশপ্রিয় নগর এর আদর্শ পল্লীতে l বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় একটি ফ্লেক্স লাগানো ছিল সেই ফ্লেক্সের উপরে অর্পিতা ঘোষ এর স্টিকার লাগিয়ে দেয় l  এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় সিপিআই(এম )কর্মীরা ক্ষিপ্ত হয় l তারা বিক্ষোভ নামে আদর্শ পল্লী অঞ্চলে l তারা বিক্ষোভ করে এ ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল সংঘটিত করে l এই ধিক্কার বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী অদ্রি রায় ,এরিয়া কমিটির সদস্য সিআই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্য, ভাস্কর গুহ রায় এবং অরূপ রায় সহ ছাত্র যুব মহিলা কর্মী নেতৃত্বরা l এই বিক্ষোভ মিছিলে এবং বিক্ষোভে অংশ নেয় l

**সিপিএমের ব্যানার-ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা খরদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়*

ছবি
খড়দহ পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকায় সিপিআইএম প্রার্থী প্রদীপ্তা দেবরায় এর ব্যানার-ফেস্টুন ছেড়া কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল, সিপিআইএম প্রার্থীর অভিযোগ ভোটে হেরে যাবে বলে তৃণমূল কংগ্রেস তাদের ব্যানার ফেস্টুন ছিড়ে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, পাশাপাশি তৃণমূল নেতা গোপাল সাহা বলেন ব্যানার-ফেস্টুন ছেড়া তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়,  সিপিআইএম প্রার্থী হেরে যাবে বলে প্রচার পাওয়ার জন্য এলাকায় নিজেরাই এই সমস্ত কাজ করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়াল খরদা পৌরসভার আট নম্বর ওয়ার্ড দক্ষিণ পল্লী এলাকায় ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।

র্নিদলদের কড়া হুশিয়ারি বিধায়কেরঃ

ছবি
 রাজপুর সোনারপুর পৌরসভার সতেরো নম্বর  ওয়ার্ডের তৃণমূল  প্রার্থী রাজীব চন্দ্রর সমর্থনের এক পথ সভার আয়োজন করা হয় আর সেখানে  উপস্থিত  হয়ে র্নিদলদের তীব্র ভাষায়  আক্রমণ  করেন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী(লাভলী) মৈত্র। এদিন তিনি বলেন যারা দলের বিরুদ্ধে  বিদ্রোহ ঘোষনা করে র্নিদল হয়ে লড়ছেন আসলে তারা বেইমান গদ্দার  এরা চলে যাওয়াতে দল আরো বেশী করে মজবুত হয়েছে  বলে তার ধারনা। রাজীব চন্দ্র কে বিপুল ভোটে জেতানো জন‍্য এলাকাবাসির  কাছে তিনি আবেদন করেন। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত  ছিলেন রাজপুর টাউন তৃণমূল   সভাপতি  শিবনাথ ঘোষ। 

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যাদবপুরের সাংসদ মিমিঃ

ছবি
 এদিন রাজপুর সোনারপুর পৌরসভার ষোল নম্বর  ওয়ার্ডের তৃণমূল  প্রার্থী কবিতা ঘোষের সমর্থনে এক সভার আয়োজন করা হয় রাজপুর বোসপুকুরে। এই সভায় উপস্থিত  ছিলেন জেলা সভাপতি  শুভাশীষ চক্রবর্তী, সাংসদ মিমি চক্রবর্তী । এদিনের অনুষ্ঠানে  ১৫নং ওয়ার্ডের র্নিদল প্রার্থী ব্রততী সাহা দত্ত তৃণমূলে যোগদান  করেন। জেলা সভাপতি  শুভাশীষ বাবু এবং  সাংসদ মিমি চক্রবর্তী  একযোগে  বলেন আগামী দিনে উন্নয়নের  ধারা কে অব‍্যাহত রাখতে তৃণমূল  প্রার্থীদের জয়ী করতে হবে।