কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় পোস্টারে উপর ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের পোস্টার ক্ষিপ্ত সিপিআই(এম) প্রার্থী :

খর্দাহ পরে এবার কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় পোস্টারে কে বা কারা ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষের পোস্টার লাগিয়ে দেয় l  ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া দেশপ্রিয় নগর এর আদর্শ পল্লীতে l বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় একটি ফ্লেক্স লাগানো ছিল সেই ফ্লেক্সের উপরে অর্পিতা ঘোষ এর স্টিকার লাগিয়ে দেয় l
 এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় সিপিআই(এম )কর্মীরা ক্ষিপ্ত হয় l তারা বিক্ষোভ নামে আদর্শ পল্লী অঞ্চলে l তারা বিক্ষোভ করে এ ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল সংঘটিত করে l এই ধিক্কার বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী অদ্রি রায় ,এরিয়া কমিটির সদস্য সিআই টি ইউ নেতা সুবীর ভট্টাচার্য, ভাস্কর গুহ রায় এবং অরূপ রায় সহ ছাত্র যুব মহিলা কর্মী নেতৃত্বরা l এই বিক্ষোভ মিছিলে এবং বিক্ষোভে অংশ নেয় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**