আজকের বিজেপির বনধ কে কেন্দ্র করে বরানগর টপিন রোডে পুলিশের সাথে বিজেপির খণ্ডযুদ্ধ :

বরানগর টপিন রোডে বিজেপির অবরোধ কে কেন্দ্র করে ধুন্ধুমার ব্যাপক পুলিশ লাঠিচার্জ এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ইট বৃষ্টি হয় এলাকায় ইটের আঘাতে ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন । ঘটনায় ২৫ জন কে বিজেপি কর্মী গ্রেপ্তার করা হয়েছে । অবরোধে জায়গা থেকে পুলিশ বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর বিজেপি কর্মীরা বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় থাকে সেই সময় পুলিশ কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ বিজেপির অসংখ্য কর্মীরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**