দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে র্নিদলদের তীব্র কটাক্ষ শওকাত, অরুন্ধতীরঃ


 সোনারপুর পৌরসভার সতেরো নম্বর  ওয়ার্ডে দলীয় প্রার্থী রাজীব চন্দ্রের সমর্থনে এক জন সভার আয়োজন করা হয় আর সেখানে র্নিদল দের তীব্র ভাষায় আক্রমন করলেন ক‍্যানিং বিধায়ক তথা রাজ‍্য তৃণমূলের  সাধারন সম্পাদক সওকাত মোল্লা। এদিন তিনি বলেন এখনো সময় আছে দলের র্নিদেশ মেনে মনোনয়ন  তুলে
 নেওয়ার। আর যদি সেটা না হয় তবে চরম শাস্তির  মুখে পড়তে হবে বলেও তিনি জানান। শওকাত মোল্লা আরো বলেন যারা দলের বিরুদ্ধে   বিদ্রোহ করবেন তাদের  পরবর্তীতে  আর ফেরত নেওয়া হবে না। মমতা ব‍্যানার্জীর হাত শক্ত করতে রাজীব চন্দ্র কে জেতানোর  আহ্বান  জানান তিনি। এদিন অরুন্ধতী মৈত্র বলেন যারা রাজপুরে থেকে দলের সাথে গদ্দারী করছেন বা দলের নাম নিয়ে  তোলাবাজী করেছেন তাদের কে চরম শাস্তি দেওয়া উচিত। 
এদিন অপর  আর এক বক্তা জেলা জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব কান্তি ঘোষ বলেন আগামী সাতাশ তারিখ রাজীব চন্দ্র কে বিপুল ভোটে জয়ী করতে হবে। এদিনে অনুষ্ঠানে  রাজ‍্য তৃণমূল ছাত্রপরিষদের সহ সহ সভাপতি  প্রন্তিক চক্রবর্তী  ও কোহিনূর মজুমদার  উপস্থিত  ছিলেন তাছাড়া  রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের  সভাপতি  শিবনাথ ঘোষ উপস্থিত  ছিলেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**