জয়ন্ত সেনগুপ্তর প্রচারে অনন‍্যা ব‍্যানার্জীঃ

 আজ রাজপুর সোনারপুর পৌরসভার  ৩নং ওয়ার্ডে তৃণমূল  প্রার্থী জয়ন্ত সেনগুপ্তর সমর্থনে এক বিরাট মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত  ছিলেন কলকাতা  পৌরসভার  ১০৯নং ওয়ার্ডের পৌরমাতা তথা অভিনেত্রী   অনন‍্যা ব‍্যানার্জী।

 এদিন এই মিছিল শুরু  হয় টেকনো মোড় থেকে এবং  শেষ হয় সবুজ সংঘ মোড়ে। এদিন এক হুড খোলা গাড়িতে জয়ন্ত বাবুর সাথে থেকে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইলেন অনন‍্যা ব‍্যানার্জী। প্রচার শেষে তিনি জানান এলাকার মানুষ যথেষ্ট  সাড়া দিয়েছেন তাদের মিছিলে। তাই জয়ন্ত বাবুর জেতা শুধুমাত্র  সময়ের অপেক্ষা। অপরদিকে  জয়ন্ত  সেনগুপ্ত জানালেন তিনি ভোটে জিতে এলে এলাকার  মানুষের জন‍্য যথাযথ   উন্নয়নমূলক কাজের চেষ্টা  করবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**