জমজমাট পৌর নির্বাচনের শেষবেলার প্রচারে রোড শো বিধায়কেরঃ



 আল দুই দিন পর রাজ‍্যের ১০৮ পৌরসভার  নির্বাচন  তাই সব দল প্রচারে বিশেষ গুরুত্ব  দিচ্ছে। শেষ বেলার নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীর হয়ে  মিছিল  করলেন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী মৈত্র। 

এদিন ২৪নং ওয়ার্ডের দলীয় প্রার্থী  রাজীব পুরোহিতের  সমর্থনে এক বিরাট  পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় উপস্থিত  ছিলেন স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র ও রাজপুর টাউন  সভাপতি  শিবনাথ ঘোষ। এদিন হুড খোলা টোটোতে প্রার্থী রাজীব পুরোহিতকে সাথে নিয়ে  সারা ওয়ার্ড প্রদক্ষিন করেন বিধায়ক। এদিন মিছলের মূল আকর্ষণ  ছিল মহিলাদের হাতে লক্ষীর ভান্ডার। 
মিছিল শেষে বিধায়ক  বলেন আগামী সাতাশ তারিখ মানুষ রাজীব পুরোহিতের  পাশে থাকবেন এবং  তাকে বিপুল ভোটে জয়ী করে ঐ ওয়ার্ডে বিরোধীদের যোগ‍্য জবাব দেবে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**