পৌর ভোট গণতন্ত্রের লজ্জা এই স্লোগানে পানিহাটি বামফ্রন্ট :
এই পৌর ভোট গণতন্ত্রের লজ্জা এই স্লোগানে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত করেন পানিহাটি বামফ্রন্ট । গতকাল পশ্চিমবাংলায় ১০৮ টা পৌরসভা নির্বাচনে তৃণমূলের বাহিনী যেভাবে ভোট লুট করেছে বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর আক্রমণ এর প্রতিবাদে আজকের এই মিছিল সংঘটিত হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী, সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম 2 সদস্য শুভব্রত চক্রবর্তী ,অনির্বাণ ভট্টাচার্য ,আর এস পির নেতা এবং প্রাক্তন পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান পঙ্কজ দাস ,সিপিআই(এম )নেতা এবং প্রাক্তন পানিহাটি পৌরসভা পৌর প্রধান চারণ চক্রবর্তী সহ ছাত্র যুব মহিলা এবং সিপিআইএমের কর্মী-সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন