পৌরভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড :

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে নির্বাচনের প্রচার এর শেষ সময় উত্তাল হয়ে উঠল l উত্তর বাসুদেবপুর বাসিন্দা সুমন দে পরিচিত নাম বাবুসোনা বয়স ২৮ ক্যাটারিং এর ব্যবসা এবং অপর এক ছাত্র তার আত্মীয় হয় রনিত দাস বয়স ১৭ আগরপাড়া নেতাজি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র l সুমন ক্যাটারিং এর কাজের তার ছেলেদের নিয়ে যাচ্ছিল সেই সময় তৃণমূলের কয়েকজন তাকে ডেকে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে তারা আক্রমণ চালায় সুমনের উপরে l সেই সুমনের উপরে আক্রমণ দেখে তার আত্মীয় ভাই রনিত বাঁচাতে যায় তখন তাকে আক্রমণ করে l আক্রান্তের পরিবারের পক্ষ থেকে এবং পাড়া-প্রতিবেশীদের অভিযোগের তীর তৃণমূল প্রার্থী দিকে l এই নিয়ে যখন উত্তর বাসুদেবপুর উত্তাল হয়ে ওঠে সেই সময় খবর পেয়ে ২৯ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রদীপ মজুমদার ঘটনাস্থলে যায় l তাদের সাথে কথা বলে এলাকার মানুষ যখন পথ অবরোধ করে ভোট বয়কট এর ডাক দেয় l তখন তাদের সাথে কথা বলে সেই জায়গা থেকে তাদেরকে বিরত করে l 
তার পরে তার পরিবারের লোকেরা এবং পরিবারের লোকের সাথে এলাকার মানুষ বেলঘড়িয়া থানায় এসে এফআইআর দয়া করে l দুই আক্রান্ত কে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রাথমিক চিকিৎসা করার পরে বেলঘড়িয়া থানায় তারা আসে lসেখানেও কিছুক্ষণ বিক্ষোভ দেখায় l 
তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং ভোটের দিন তারা যাতে ভোট দিতে পারে নিশ্চিন্তে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেদিকে পুলিশ প্রশাসনের নজর রাখার দাবি জানায় থানাতে l সিপিআই(এম )প্রার্থী প্রদীপ মজুমদার উপস্থিত হয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **