কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে গতকাল গভীর রাতে বোম এর আওয়াজ কেঁপে উঠলো বাম প্রার্থী অদ্রি রায় বাড়ির সামনে :

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে গতকাল গভীর রাতে বোম এর আওয়াজ কেঁপে উঠলো  ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় বাড়ির সামনে l নির্বাচনের প্রচার শেষ হবার পরেই সিপিএম প্রার্থী বাড়িতে বোম মারা হয় l বোম আওয়াজে এলাকার কেঁপে উঠে l বোম এর আওয়াজ এ এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ে l রাস্তার মধ্যে বোম ফাটার পরে l 
 ফেটে পড়া বোম এর সামগ্রিক ছড়িয়ে পড়ে এলাকার l এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় l ঘটনাস্থলে পরিদর্শনে বেলঘড়িয়া থানার পুলিশ আসে l সিপিআই(এম )প্রার্থী অদ্রি রায় এর আগেও তার প্লেক্স এর উপরে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের স্টিকার লাগিয়ে দেওয়া হয় অভিযোগ তোলেন সিপিএম  প্রার্থী অদ্রি রায় l ভোটের প্রচার শেষ হতেই এলাকায় আতঙ্ক করার জন্যই এই বোম বাজি করা হয় গভীর রাতে l অদ্রি রায় জানায় এই বোম বাজি করে আতঙ্কিত করা যাবেনা আটকানো যাবেনা ভোটারদের অধিকার l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**