পুনর্নির্বাচনের দাবি নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা দিলেন ব্যারাকপুরের বামেরা :
গতকাল ১০৮ টা পৌরসভা নির্বাচনে সেই নির্বাচনে ভোট লুট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী এবং সিপিএম কর্মী-সমর্থকদের মারধোর করা হয় l বামফ্রন্টের প্রার্থী দের উপর আক্রমণ এবং বামফ্রন্টের প্রার্থীদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয় l এর প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আজ যে সমস্ত অঞ্চলে পৌরসভা নির্বাচন হয়েছে সেইসব অঞ্চলের এস ডি ও রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে l
তারই অঙ্গ হিসেবে ব্যারাকপুর মহকুমার বামফ্রন্টের পক্ষ থেকে আজ দুপুরে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর এস ডি ও অফিসে এসে রিটার্নিং অফিসারের কাছে সারক লিপি তুলে দেয় ৫ জন প্রতিনিধি । এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস । সিপিআই(এম )উত্তর ২৪পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং প্রাক্তন বিধায়ক উত্তর দমদমের তনময় ভট্টাচার্য । সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী । সিপিআই এর জেলা সম্পাদক শৈবাল ঘোষ, কুমারেশ কুন্ডু সহ সিপিআই(এম) উত্তর জেলা কমিটির নেতৃত্বে । তাছাড়া ব্যারাকপুর মহকুমায় যে সমস্ত পৌরসভার পৌর ভোট অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত অঞ্চলে কর্মী সমর্থক এবং নেতৃত্ব সহ আক্রান্ত প্রার্থী সহ কর্মী-সমর্থক সাধারণ মানুষ এই মিছিল এবং ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করে । এস ডি ও রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন জমা দিতে যান পলাশ দাশ ,তনময় ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জী ,কুমারেশ কুন্ডু।এসডি ওর সাথে দেখা করে ডেপুটেশন দিয়ে আসে। ডেপুটেশন দিয়েছে সাংবাদিক সম্মেলন করে বাম নেতা পলাশ দাশ তিনি বলেন নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি তুলে ধরা হয় । নির্বাচনকে কেন প্রহসন রূপ দেওয়া হয় । পৌর নির্বাচনকে বাতিলের দাবি তোলে বামেরা । পুনঃনির্বাচনের দাবি তোলা হয় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন