র্নিদলদের কড়া হুশিয়ারি বিধায়কেরঃ
রাজপুর সোনারপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজীব চন্দ্রর সমর্থনের এক পথ সভার আয়োজন করা হয় আর সেখানে উপস্থিত হয়ে র্নিদলদের তীব্র ভাষায় আক্রমণ করেন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী(লাভলী) মৈত্র। এদিন তিনি বলেন যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে র্নিদল হয়ে লড়ছেন আসলে তারা বেইমান গদ্দার এরা চলে যাওয়াতে দল আরো বেশী করে মজবুত হয়েছে বলে তার ধারনা। রাজীব চন্দ্র কে বিপুল ভোটে জেতানো জন্য এলাকাবাসির কাছে তিনি আবেদন করেন। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজপুর টাউন তৃণমূল সভাপতি শিবনাথ ঘোষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন