ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া নেতাজীপল্লীর মানুষের সাথে কথা বিধায়কেরঃ
দীর্ঘদিন ধরে এলাকার অনুন্নয়নের জন্য এবার একজোট হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন সোনারপুরের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের মূলত অভিযোগ ছিল এলাকার জল নিকাশী ও রাস্তার উন্নয়ন না হওয়াতে তাদের এই সিদ্ধান্ত। এই কথা জানতে পেরে আজ ঐ এলাকায় পৌছোন সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী মৈত্র, প্রাক্তন স্থানীয় পৌরপিতা হেমন্ত বসু, পৌরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক ডাঃ পল্লব দাস ও জনাব নজরুল আলি মন্ডল। বিধায়াক অরুন্ধতী মৈত্র এলাকর মানুষের সমস্ত অভাব অভিযোগের কথা শোনেন এবং তা গুরুত্ব দিয়ে বিচার করার আশ্বাস দেন। এলাকার প্রাক্তন পৌরপিতা হেমন্ত বসু মানুষকে আশ্বস্ত করে বলেন হয়তো কিছু কাজ বাকি থেকে গেছে সেটা আগামী দিনে পৌরসভায় দল ক্ষমতায় এলে নিশ্চয়ই করে দেওয়া হবে। পানীয় জলের সমস্যার ব্যাপারে প্রাক্তন মুখ্য প্রশাসক ডাঃ পল্লব দাস জানান খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। বিধায়ক ও প্রাক্তন পৌরপিতার আশ্বাসের পর এলাকাবাসী কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন