হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি :

 
বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল পার্থী সহ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থাপিততে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন,প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহ,বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। 
এদিন এলাকার বিধায় এলাকার সমস্ত মুসলিম সপ্প্রদায়ের মহিলাদের মুখে কালো কাপড় বেঁধে রথতলা মোড় থেকে ১১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করে। এদিনের প্রতিবাদ মিছিল শেষে জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। 
মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, বিজেপি কোনরকম সংস্কৃতি ও ধর্ম বিশ্বাস করে না। ওরা বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। এখন আওয়াজ উঠেছে বেটি পড়াও কাপড় খোলাও। এ ধরনের উশৃংখল কার্যকলাপ বাংলায় বরদাশ্ত করা যাবে না। এরাজ্যে যে যার ধর্ম অনুযায়ী পোশাক পড়ে স্কুলে যাবে। এতে কেউ বাধা দিলে বাংলায় আগুন জ্বলবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**