কামারহাটিতে পৌর ভোটে বামেদের হাত শক্ত করার আবেদন জানালেন বাম নেতা মোহাম্মদ সেলিম :

কামারহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকালে নির্বাচনের শেষ লগ্নে এক থেকে সাত নম্বর ওয়ার্ড সাতখানা প্রার্থী কে নিয়ে মিছিল করলেন মোহাম্মদ সেলিম  সিপিআই(এম )পলিটব্যুরোর সদস্য lএছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র l 
সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি l কামারহাটি চারমাথা মোড় লোহা গেট থেকে মিছিল শুরু হয় সাতখানা ওয়ার্ডের বিভিন্ন জনবহুল অঞ্চল ঘুরে কামারহাটি গ্রাম রোডে পাঁচমাথা মোড়ে এই মিছিল শেষ হয় l 

এই মিছিল থেকে মোহাম্মদ সেলিম কামারহাটি  মানুষকে আবেদন করেন সকাল সকাল ভোট দিন বামফ্রন্টে হাত শক্ত করুন l এছাড়া তিনি আরো বলেন নির্বাচন আসলেই কামারহাটি রাস্তা সারানোর জন্য পিছ পড়ে l কিন্তু সারা বছরই এই দলের কাটমানি তে ব্যস্ত l কামারহাটি তে কেমন ভাবে আর মস্তান নেই যাও আছে নিজেদের মধ্যে মারামারি তে ব্যস্ত তাই কামারহাটি মানুষকে সকাল-সকাল ভোট দেওয়ার আবেদন জানায় মোহাম্মদ সেলিম l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**