পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভ্যাকসিন দুর্নীতি ও ফ্রী ভ্যাকসিন এ দাবিতে কামারহাটি দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে বামেদের বিক্ষোভ কর্মসূচি :

ছবি
সারা রাজ্য জুড়ে বামেরা পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি বিরুদ্ধে আন্দোলন গর্জে তুলেছেন l যেভাবে তৃণমূল সরকার একুশে নির্বাচনের আগে চাল চোর তিরপল চোর বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল একইভাবে একুশে নির্বাচনের পালাবদলের পর বামেদের দাবি তৃণমূল কংগ্রেসের ভ্যাকসিন চুরি তে ব্যস্ত l তারি প্রতিবাদে আজ দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে ভ্যাকসিন দুর্নীতি ও কামারহাটি প্রবর্তক জুট মিল খোলার দাবিতে কামারহাটি দেশপ্রিয় নগরজুড়ে সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করেন l আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বামেদের মূল দাবি (১) সকলকে ফ্রী ভ্যাকসিন দিতে হবে l (২) ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলবে না l ভ্যাকসিন এর সাথে যুক্ত দুর্নীতি যারা করছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে l (৩) কামারহাটি প্রবক্ত জুটমিল অবিলম্বে খুলতে হবে l (৪) শিশু বিভাগ অবিলম্বে বাড়াতে হবে l( ৫) পেট্রোল ডিজেল দাম নিয়ন্ত্রণ করতে হবে l (৫) ভ্যাকসিন নিয়ে তৃণমূলের স্বজনপোষণ বন্ধ করতে হবে l এই বিভিন্ন দাবি নিয়ে আজ রামেরা দেশপ্রিয় নগরে রাজপথে l আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম )দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদ...

পানিহাটি রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির :

ছবি
গ্রীষ্মকালীন করোনা ভাইরাস এর আক্রমণের ফলে ব্লাড ব্যাংক গুলো রক্ত শূন্য হয়ে যাওয়ায় রক্তদান শিবিরের উদ্যোগ নিলেন সিপিআই(এম) পানিহাটি দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ড ২২, ৩২ এবং ৩৩ নম্বর ওয়ার্ড l এই ৪ টি ওয়ার্ডের রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির l এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয় সোদপুর মধ্যমগ্রাম রোড ইন্দ্রলোকের দুই নম্বর এবং তিন নম্বর এরিয়া কমিটির অফিসে l রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা l রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতার তাদের মূল্যবান রক্ত স্বেচ্ছায় রক্তদান করেন l  রক্তদান শিবির টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী l রক্তদান শিবিরে রক্ত দান তাদেরকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআই(এম) রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী l  উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য তনময় ভট্টাচার্য l সিপিআই(এম )উ...

*শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুর রাজা বিস্কুট কারখানায়, উত্তেজনা এলাকায়, ঘটনাস্থলে খরদহ থানার পুলিশ :

ছবি
 কর্মরত অবস্থায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়াল সোদপুর রাজা বিস্কুট কারখানায় l গতকাল নাইট ডিউটিতে বাড়ি থেকে বের হন সোদপুর পানশিলা বাসিন্দা বছর ৫৬ পার্থ ভট্টাচার্য l  রাত তিনটার সময় খবর আসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পার্থ বাবু l কারখানার শ্রমিকরা তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন l  পরিবারের লোকজনের অভিযোগ পার্থবাবুর কোন রোগ বা শরীর খারাপ ছিল না মৃত্যুর পিছনে অস্বাভাবিকতার  কারণ দেখছেন পার্থবাবু স্ত্রী ও তার ছেলে l  কারখানার তৃণমূল পরিচালিত ইউনিয়ন তরফ থেকে দাবি করা হয়েছে তিনি হৃদ রোগে মারা গিয়েছেন l এর পেছনে কোনো অস্বাভাবিকতা নেই l ঘটনাকে কেন্দ্র করে রাজা বিস্কুট কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে l ঘটনাস্থলে খড়দা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন l

পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোদপুরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির :

ছবি
পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোদপুরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির l রক্তদান শিবিরে ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন l রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ l  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৌগত রায় l সর্ব ভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ l প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের শুব সূচনা করেন lকাকলি ঘোষ দস্তিদার রক্তদাতাদের উৎসাহ দিলেন উদ্বোধক l

বারাসাত সমন্বয় পরিবার :

ছবি
আমাদের অধিকাংশের লক্ষ্য সুন্দরবন সংলগ্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা। কিন্তু নিষিদ্ধ পল্লীর মা-বোনেরা এই মুহুর্তে অত‍্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কোন দিন অর্ধাহারে, কোন দিন অনাহারে দিন গুজরান হচ্ছে। লকডাউন, সরকারি বিধি নিষেধ, করোনা আতন্ক, ট্রেন বাস বন্ধ। খদ্দের নেই অন্ধকারের মা বোনদের। রুজি রোজগার বন্ধ করে খিদের সঙ্গে সমঝোতা করে কোনক্রমে না মরে বেঁচে আছেন যৌনকর্মীরা। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্তর উদ‍্যোগে,আই এম, এ এবং রোটারি ক্লাব বারাসাত মেট্রোপলিটন ও কানাড়া ব‍্যান্ক এমপ্লয়িজ ইউনিয়ন রাজ‍্য শাখার সহযোগিতায়, ডাঃ বিবর্তন সাহার অভিভাবকত্বে বারাসাত সমন্বয় পরিবারের ব‍্যবস্হাপনায় টিটাগর  তালপুকুর নিষিদ্ধ পল্লীর  শতাধিক অসহায় মা বোনদের ১৫ দিনের পনের রকম মুদি দ্রব্য এবং শতাধিক শিশুকে দুধ, ডিম, কলা, আম, মুসম্বি লেবু উপহার দেওয়া হয়।  একই সঙ্গে সমগ্র এলাকায় উন্নত মানের মেসিন দিয়ে স‍্যানিটেসন করা হয়। বারাসাত সমন্বয় পরিবারের পক্ষ থেকে আজকের কর্মসূচি সদ‍্...

আগরপাড়া দুস্থ মানুষের পাশে মহাজাতি সাবিত্রী হাই স্কুলের শিক্ষিকারা :

ছবি
আজ দুপুরে আগরপাড়া এক মানবিক মুখ শিক্ষার পাশে অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ছবি উঠে আসলো আগরপাড়া মহাজাতি সাবিত্রী হাই স্কুলের শিক্ষিকাদের l স্টাফদের সহযোগিতায় এক অভিনব কর্মসূচি তারা পালন করলেন l   স্কুলের টিচার্স ইনচার্জ নন্দিতা সরকার জানান এই করোনা ভাইরাসের ফলে লকডাউন চলায় প্রচুর মানুষের কাজ চলে গেছে অর্থনৈতিক সংকটে পড়েছে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে দাড়িয়ে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে l  আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকা সহ স্কুলের স্টাফরা মিলেই আমরা এই  উদ্যোগ গ্রহণ করেছি l আমাদের পক্ষ থেকে এলাকার মানুষদের  আলু পটল কুমড়ো ঢেঁড়স টমেটো লঙ্কা সহ চার রকমের মসলা তেল ডিম সোয়াবিন বিভিন্ন খাবার এর জিনিস আগরপাড়া মহাজাতি অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় l  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিচার্স ইন চার্জ পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর তন্দ্রা ঘোষ এবং আট নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম দত্ত সহ এলাকার মানুষরা l অনু...

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ভাটপাড়ার মাদ্রাল হরিতকিতলায় :

ছবি
 তরমুজের মতো দেখতে বিরল প্রজাতির কচ্ছপের দেখা মিলল ভাটপাড়া থানার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল হরিতকিতলার  ব্যানার্জি পাড়ায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পেশায় পুরোহিত তপেশ ভট্টাচার্যের স্ত্রী দেখেন বাড়ির কলতলায় তরমুজের মতন একটা কিছু পড়ে রয়েছে।  তিনি বুঝতে না পেরে তার মেয়ে সায়নীকে ডাকেন। সায়নী এম এ পড়ছে। সায়নী দীর্ঘক্ষণ  লক্ষ্য করলে দেখে মুখ বের করছে, আবার ঢুকিয়ে নিচ্ছে। তখনই সায়নী বুঝতে পারে ওটা বিরল প্রজাতির কচ্ছপ। এদিন বেলায় বন দপ্তরের লোকজনের হাতে বিরল প্রজাতির কচ্ছপটিকে তুলে দিলেন মাদ্রালের ভট্টাচার্য পরিবার। বিরল প্রজাতির ওই কচ্ছপটিকে ভিড় জমান স্থানীয়রা।  তাদের দাবি, সায়নীদের বাড়ির সামনে ও পিছনের দিকে পুকুর রয়েছে। কোনও একটা পুকুর থেকে ওই কচ্ছপটি উঠে এসে কলতলায় আশ্রয় নিয়েছিল।

পালিত হল ঐতিহাসিক পানিহাটি ৫০৫ বছর দন্ড মহোৎসব বা চিড়ার মেলা :

ছবি
ঐতিহ্য ঐতিহাসিক পীঠস্থান মহোৎসব তলা ঘাট পানিহাটি l আজ পালিত হল ৫০৫ তম দন্ড মহোৎসব l ইতিহাসে কথিত আছে হুগলির রাজার ছেলে রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য নিত্যানন্দ কাছ থেকে দীক্ষা নেবেন সেই দীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে ছিলেন চৈতন্য অথবা নিত্যানন্দের খোঁজে l  এক সময় খোঁজ পান চৈতন্য নীলাচলে রয়েছেন যা আজ পুরী l সেখানে রঘুনাথ দাস গোস্বামী চৈতন্যের সাথে দেখা করতে যান দীক্ষা নেবেন বলে কিন্তু তাকে দেখেই চৈতন্য বলেন তোর দীক্ষা দেওয়া যাবে না l তখন তিনি বলেন কেন মহাপ্রভু সেই সময় চৈতন্য বলেন নিত্যানন্দ সাথে দেখা না করে চৈতন্যের সাথে দেখা হয় না l নিত্যানন্দ ছাড়া চৈতন্য নয় আবার চৈতন্য ছাড়া নিত্যানন্দ নয় l তখন তিনি বলেন নিত্যানন্দ কে কোথায় পাবো সেই সময় তিনি বলেন নিত্যানন্দ কে পেতে হলে পানিহাটিতে তোকে যেতে হবে l  সেই সময় হিন্দু ধর্মের মধ্যে লড়াই চলছিল l অনেক হিন্দু ধর্ম ছেড়ে বহু মানুষ বিভিন্ন ধর্মে চলে যাচ্ছিলেন l সেই হিন্দু ধর্মের প্রচারে উনি বেরিয়েছিলেন l বিভিন্ন জায়গায় নগরকীর্তন করে বেড়াতে সেই নগর কীর্তন এবং হ...

ট্রেন পরিসেবা স্বাভাবিকের দাবিতে সকাল থেকে সোনারপুরে রেল অবরোধঃ

ছবি
  স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ  যাত্রীদের  উঠতে দেওয়ার দাবীতে আজ সকালে প্রায় চার ঘন্টা রেল অবরোধ করা হয় সোনারপুরে। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহগামী একটি ট্রেন যখন সোনারপরে দিকে যাচ্ছিল ঠিক সেই  সময় সাধারন যাত্রীরা  ট্রেনের সামনে বসে পড়েন শুরু হয় অবরোধ  এরপর  টানা চার ঘন্টার বেশি সময়  এই অবরোধ চলে।  এর ফলে শিয়ালদহ দঃ শাখায় ট্রেন চলাচল ব‍্যহত হয়। আবশেষে রেলপুলিশের সাহায্য  অবরোধ  ওঠে। সাধারন যাত্রীদের  একটাই  দাবী  ট্রেন পরিসেবা স্বাভাবিক  করতে হবে।  এই প্রসঙ্গে বলে রাখা ভালো গত বছর করোনাকালে ঠিক একই রকম পরিস্থিতি  হয়েছিল  সোনারপুরে। আজকের এই অবরোধের ফলে  স্টাফ স্পেশালের নিরাপত্তা  নিয়ে প্রশ্ন উঠে গেল। 

রেড ভলেন্টিয়ার পাশে পানিহাটি সাধারণ মানুষ :

ছবি
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সাথে সাথে পথে নেমে পড়ে ডি ওয়াই এফ আই এবং এস এফ আই সহ সিপিএমের নেতাকর্মীরা করোনাভাইরাস রোগে যখন মানুষ আক্রান্ত হচ্ছে সেই সময় তাদের পরিবারের লোকেরাও পাশে থাকতে চাইছে না সেই রোগীদেরকে হাসপাতালে ভর্তি করা করণা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের পুরানো ওষুধ পৌঁছে দেওয়া অক্সিজেন পৌঁছে এই কাজে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে একটাই লক্ষ্য মানুষকে বাঁচাতে হবে মানুষের পাশে থাকতে হবে সেই কাজে পাশাপাশি এলাকায় স্যানিটাইজার করা মানুষের মনের থেকে এই রোগ সম্বন্ধে ভয় ভীতি দূর করা এই কাজে লাল ঝান্ডা ছাত্র-যুব রা পথে রয়েছে তাদের কাজে সন্তুষ্ট হয়ে তাদের পাশে দাঁড়ানোর তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে আগরপাড়া মহাজাতি অঞ্চলের বেশ কিছু মানুষ স্বেচ্ছায় তারা এগিয়ে এসে তাদের কাজের প্রয়োজনীয় জিনিস মানুষের পাশে থাকার জন্য প্রতিমুহূর্তে যে সমস্ত জিনিসের দরকার তা কিনবার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল মহাজাতি অঞ্চলের মানুষ মহাজাতি অঞ্চলের সিপিআইএম নেতৃত্বে রাতে তারা টাকা তুলে দেন সেই টাকা আজ দুপুরে মহাজাতি অঞ্চলের সিপিআইএম নেতৃত্ব পানিহাটি সি...

বেলঘড়িয়া প্রফুল্ল নগরে সাধারণ মানুষের পাশে রেড ভলেন্টিয়ার :

ছবি
কোরনাতে ভারত বর্ষ এবং রাজ্য যখন কোরনাতে মানুষ দিশাহারা l তারি মাঝে একুশে গণতন্ত্রের উৎসব l বামেরা প্রথম করোনার শুরু থেকে তারা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন l কোরনার সাথে সাথে  আম্ফান ঝড় প্রাকৃতিক বিপর্যয় l  রাজ্যের সর্বত্র আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্ত l সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামেরা গোটা রাজ্য জুড়ে বাম কর্মীরা মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে গেছেন l মানুষ যখন কোরনায় অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছেন l সেই সময় বামপন্থীরা শ্রমজীবী বাজা ,শ্রমজীবী ক্যান্টিন বিভিন্ন জায়গায় চালু করে lসাধারণ মানুষ কিছুটা শান্তি দেওয়ার জন্য l যাতে তারা কিছুতো উপকৃত হয় l এছাড়া বামপন্থী কর্মীরা সেই সময় সিপিআই(এম) রেড ভলেন্টিয়ার কর্মী তৈরি করেন l কোরনা রোগীদের পাশে ছুটে বেড়িয়েছেন কোরনা রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া l তাদের বাড়ি স্যানিটাইজার করা এবং তাদের বাড়িতে খাদ্য সামগ্রী ও ওষুধ পৌঁছে দেওয়া l দ্বিতীয় ঢেউ ও যশ প্রাকৃতিক ঝড় রাজ্য ক্ষতিগ্রস্ত  l রাজ্যে যখন কালোবাজারির জন্য অক্সিজেনের অভাব l সেই সময় বামপন্থী রেড ভলেন্টিয়ার ছুটে বেড়িয়েছেন অক্সিজেন নিয়ে কোরনা ...

গুড উইল এবং বন্ধু চলো এই দুই সংস্থার যৌথ উদ্যোগে বন্ধু হিসাবে রেড ভলেন্টিয়ার কর্মীদের পাশে :

ছবি
যখন করোনা ভাইরাস এর আক্রমণ আমাদের রাজ্য জুড়ে শুরু হয় l নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে বামপন্থী ছাত্র যুবরা নেমে পড়েছিল রাস্তায় l কোরনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াইয়ে মানুষ যখন ভয় মধ্যে কাটাচ্ছে l রাজ্য ও কেন্দ্র সরকার যখন দিশেহারা l  কিছু না যখন দূরে সরে যাচ্ছে l সেই সময় রেড ভলান্টিয়াররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা সবকিছুকে পিছনে ফেলে দিয়ে একটাই শপথ ছিল মানুষকে বাঁচাতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে l সেই অঙ্গীকার l তারা দিন রাত মানুষের পাশে থেকেছে l  তাই খরদা অঞ্চলের রেড ভলেন্টিয়ার দের পাশে দাঁড়ালো খরদা দুটি সমাজসেবী সংস্থা l তাদের সহযোগিতায় গুড উইল এবং বন্ধু চলো এই দুই সংস্থার যৌথ উদ্যোগে আজ গুড উইল সংস্থা রেড ভলেন্টিয়ার দের ১০ জন স্বেচ্ছাসেবকের ভ্যাকসিন দিতে তারা এগিয়ে আসলো l১০ জন ভলেন্টিয়ার্স স্বেচ্ছাসেবক কে ভ্যাকসিন দেওয়া হলো l  তাদের সহযোগিতায় এছাড়াও তারা এই রেট ভলেন্টিয়ার দের হাতে পাঁচটি পিপি কিট তুলে দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে l এই ধরনের উদ্যোগকে অঞ্চলের মানুষ শুভেচ্ছা জানাই l যে দুটি সংস্থা ...

শূন্য পাওয়া সিপিআই(এম ) "রেড ভলেন্টিয়ার ,, কর্মীরা মানুষের পাশে :

ছবি
যে কাজ করার কথা ছিল রাষ্ট্রের বা রাজ্য সরকার অথবা পৌরসভা l তাদের ব্যর্থতা এবং অপদার্থতার জন্যই সেই কাজের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে সেই কাজ রেট ভলেন্টিয়ার দের কাঁধে তুলে নিতে হলো l  খরদা চিটাগর আঞ্চলিক কমিটির ছাত্র-যুবদলের রেড ভলেন্টিয়ার এর পক্ষ থেকে যেভাবে করোনাভাইরাস আক্রমণ শুরু হওয়ার প্রথম থেকে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষের স্বার্থে l  কোরনা ভাইরাসে আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করা অক্সিজেন পৌঁছে দেওয়া ওষুধ পৌঁছে দেওয়া খাবার তার পাশাপাশি এলাকা স্যানিটাইজার করা কাজ ও তারা কাঁধে তুলে নিয়েছে l  টিটাগর খরদা রেড ভলেন্টিয়ার এর পক্ষ থেকে আজ মধুসূদন মুখার্জী রোড খরদা বলরাম হাসপাতালে সামনের বাজার অঞ্চল এবং খরদা পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ২২ নম্বর ১৯ ওয়ার্ডের সংযোগস্থল অঞ্চলগুলো  কে করোনাভাইরাস জীবাণুমুক্ত করা হয় l  এই কাজ দেখে এলাকার মানুষ সিপিআই(এম )রেড ভলেন্টিয়ার কর্মীদের কুর্নিশ জানিয়েছেন l রেড ভলেন্টিয়ার কর্মীরা বললেন সিপিআই(এম )কর্মীরা ২০২১ নির্বাচনে যে দাবী রেখেছিল মানুষের দাবি নিয...