পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোদপুরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির :

পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোদপুরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির l রক্তদান শিবিরে ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন l রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ l 

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৌগত রায় l সর্ব ভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ l প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের শুব সূচনা করেন lকাকলি ঘোষ দস্তিদার রক্তদাতাদের উৎসাহ দিলেন উদ্বোধক l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**