ট্রেন পরিসেবা স্বাভাবিকের দাবিতে সকাল থেকে সোনারপুরে রেল অবরোধঃ

  স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ  যাত্রীদের  উঠতে দেওয়ার দাবীতে আজ সকালে প্রায় চার ঘন্টা রেল অবরোধ করা হয় সোনারপুরে। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহগামী একটি ট্রেন যখন সোনারপরে দিকে যাচ্ছিল ঠিক সেই  সময় সাধারন যাত্রীরা  ট্রেনের সামনে বসে পড়েন শুরু হয় অবরোধ  এরপর  টানা চার ঘন্টার বেশি সময়  এই অবরোধ চলে। 

এর ফলে শিয়ালদহ দঃ শাখায় ট্রেন চলাচল ব‍্যহত হয়। আবশেষে রেলপুলিশের সাহায্য  অবরোধ  ওঠে। সাধারন যাত্রীদের  একটাই  দাবী  ট্রেন পরিসেবা স্বাভাবিক  করতে হবে। 

এই প্রসঙ্গে বলে রাখা ভালো গত বছর করোনাকালে ঠিক একই রকম পরিস্থিতি  হয়েছিল  সোনারপুরে। আজকের এই অবরোধের ফলে  স্টাফ স্পেশালের নিরাপত্তা  নিয়ে প্রশ্ন উঠে গেল। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**